IPL 2024: গতকাল এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলো উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্লে-অফের লড়াইতে থাকা দুই শিবিরের জন্যই এই ম্যাচে জয় অত্যন্ত প্রয়োজনীয় ছিলো। জমজমাট ম্যাচে শেষমেশ ২ পয়েন্ট হাসিল করে নেয় হোম টিম সানরাইজার্সই (SRH)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ৯৮ রানের হতশ্রী পরাজয়ের সম্মুখীন হয়েছিলো লক্ষ্ণৌ। অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গতকাল মাঠে নেমেছিলেন কে এল রাহুলরা (KL Rahul)। কিন্তু হতাশই হতে হলো তাঁদের। ১০ উইকেটের ব্যবধানে লজ্জার পরাজয়ই জুটলো কপালে।
হায়দ্রাবাদের মাঠে চলতি মরসুমে একের পর এক বিশাল স্কোর উঠতে দেখা গিয়েছে। তা মাথায় রেখেই টস জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলেন লক্ষ্ণৌ (LSG) অধিনায়ক কে এল রাহুল। কিন্তু ভুবনেশ্বর কুমারের দাপটে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। মন্থর ইনিংস খেলে ফেরেন স্বয়ং অধিনায়ক। এরপর আয়ুষ বাদোনি (Ayush Badoni) ও নিকোলাস পুরানের (Nicholas Pooran) অবিচ্ছেদ্য ৯৯ রানের জুটির সুবাদে সুপারজায়ান্টসরা পৌঁছায় ১৬৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁদের রোখার রাস্তা খুঁজে পায় নি লক্ষ্ণৌ। ৯.৪ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে তারা। গতকালের বিশাল জয়ের পর প্লে-অফের কাছাকাছি সানরাইজার্স। হারলেও দৌড়ে টিকে রইলো লক্ষ্ণৌ। তবে কপাল পুড়লো মুম্বই ইন্ডিয়ান্সের।
Read More: IPL 2024: BCCI-এর সাথে সংঘাতের পথে হাঁটছে ECB, আইপিএল থেকে ব্যান করা হতে পারে ইংল্যান্ড খেলোয়াড়দের !!
সানরাইজার্সের জয়ে অভিযান শেষ মুম্বইয়ের-
কারও পৌষমাস, কারও সর্বনাশ-এই প্রবাদ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো বুধবারের সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচ। জিতে ২ পয়েন্ট পেলো হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। হারলেও লড়াইয়ের সুযোগ থাকছে কে এল রাহুলদের (KL Rahul) সামনে। কিন্তু স্বপ্নভঙ্গ হলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ম্যাচ জিতে প্লে-অফের ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ১১ তারিখ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার আগেই চুপসে গেলো সেই স্বপ্নের ফানুস। গত মরসুমে লড়াই করে প্লে-অফে জায়গা করে নিয়েছিলো মুম্বই। এবার বিদায় নিতে হলো লীগ পর্বেই।
খাড়া ঝুলছে RCB’র
গতকালের জয়ের পর ১২ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দল। লীগ তালিকায় আপাতত তারা রয়েছে তিন নম্বরে। শীর্ষ দুটি স্থান দখলে রেখেছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রাজস্থান রয়্যালস (RR)। দুই শিবিরেরই পয়েন্ট সংখ্যা ১৬। প্লে-অফের লড়াইতে মুম্বইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারত দিল্লী ক্যাপিটালস (DC) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দুই দল মুখোমুখি হবে দিনকয়েকের মধ্যেই। যদি সেই ম্যাচ কোনো কারণে ভেস্তেও যায় সেক্ষেত্রেও পয়েন্ট ভাগাভাগিতে অন্তত ১৩ পয়েন্টে পৌঁছবে দুই দলই। পক্ষান্তরে বাকি থাকা দুই ম্যাচ জিতলেও মুম্বইয়ের (MI) পক্ষে ১২ পয়েন্টের বেশী তোলা সম্ভব হবে না। সুতরাং কোনো সমীকরণেই আর শেষ চারে যাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। আজ পাঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচে যারা হারবে একই দশা হবে তাদেরও।