IPL 2024: গতকাল আইপিএলে (IPL) ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লীগ টেবিলের একদম নীচে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স ছিলো সাত নম্বরে। প্লে-অফে পৌঁছানোর ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া পথ খোলা ছিলো না বেঙ্গালুরুর সামনে। প্রায় একই অবস্থায় ছিলো গুজরাত’ও। গতকাল চিন্নাস্বামীতে টসের মুদ্রা পড়ে হোম টিমের পক্ষে। পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে ব্যাটিং করতে প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফাফ দু প্লেসি। মহম্মদ সিরাজের প্রথম স্পেলেই ছত্রভঙ্গ হয়ে পড়ে গুজরাত। ঋদ্ধিমান ও শুভমান গিলকে ফিরিয়ে যে আঘাত সিরাজ গুজরাতকে দিয়েছিলেন তা থেকে আর ঘুরে দাঁড়াতে পারে নি তারা।
Read More: IPL 2024; পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং চাহার-হর্ষলের, ১৬৭ রানেই থামলো চেন্নাই সুপার কিংস !!
গুজরাতের ইনিংস শেষ হয় ১৪৭ রানে। রান তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরুটা করতেছিলেন ফাফ দু প্লেসি ও বিরাট কোহলি। তাঁদের দাপটে প্রথম ৬ ওভারের পাওয়ার-প্লে’তে বেঙ্গালুরু স্কোরবোর্ডে উঠে যায় ৯২ রান। এরপর ২৩ বলে ৬৪ করে দু প্লেসি আউট হন। একটা সময় আচমকাই কাঁপুনি ধরিয়েছিলো বেঙ্গালুরু মিডল অর্ডার। উইল জ্যাকস, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল-ফেরেন দ্রুত। আফগান স্পিনার নূর আহমেদের বলে আউট হয়েছিলেন বিরাট কোহলি স্বয়ং। ২৭ বলে ৪২ করেন তিনি। গুজরাত যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন পালটা দেন দীনেশ কার্তিক। স্বপ্নীল সিং-কে সাথে নিয়ে বেঙ্গালুরুর টানা তৃতীয় জয় নিশ্চিত করেন তখন।
ঘটনাবহুল ম্যাচে একটি নির্দিষ্ট মুহূর্ত নজর কেড়েছে ক্রিকেটজনতার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনিংসের বয়স তখন ৭ ওভার। সদ্যই আউট হয়েছেন উইল জ্যাকস। স্কোরবোর্ডে ১০০ রান। ক্রিজে বিরাট কোহলির সাথে তখন রজত পতিদার। নিজেদের বোলারদের মনোবল বাড়াতে গুজরাত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা চেঁচিয়ে বলেন, “চলো চলো রান আটকাও। ম্যাচ টেনে নিয়ে যাও।” অর্থাৎ যতক্ষণ অবধি প্রতিপক্ষকে রুখে রাখা যাবে ততই যে তাদের উপর চাপ বাড়বে তা বোলারদের জানাচ্ছিলেন ঋদ্ধি। স্কোরবোর্ডের চাপ কোনো অবস্থাতেই নিতে রাজী ছিলেন না কোহলি। জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ঋদ্ধিমানের মন্তব্য শুনে স্বভাবসিদ্ধ ঢঙে তিনি বলেন, “বে##&&$$…, বললেই হলো? কি করে টানবে?”
দেখে নিন ঘটনার ভিডিও-
Wriddhiman Saha: “Chalo chalo runs roko match kheecho”
Virat Kohli: “Penchoda aise kaise kheech lega” pic.twitter.com/PV5WtiWnyr
— Yuvi 𝕏 (@just_yuviiii) May 4, 2024