ipl-2024-hardik-return-can-hurt-mi

IPL 2024: ভারতীয় ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রবিন্দুতে এখন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছেন তিনি। মাঠে কবে ফিরতে পারবেন, তা নিয়েও রয়েছে সংশয়। তা সত্ত্বেও আইপিএলে (IPL) তারকা অলরাউন্ডারের দলবদলের দিকে তাকিয়ে সকলে। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়েই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে পথচলা শুরু করেছিলেন হার্দিক (Hardik Pandya)। ২০২২ সালে যোগ দেন গুজরাত টাইটান্সে (GT)। সেখানে অধিনায়কত্বের সুযোগ’ও পেয়েছিলেন। নেতা হার্দিকের পারফর্ম্যান্স বেশ চমকপ্রদ। প্রথম মরসুমেই ট্রফি জেতেন। দ্বিতীয় মরসুমেও পা রেখেছিলেন ফাইনালে। আগ্রাসী অধিনায়কত্বে নজর কেড়েছিলেন হার্দিক (Hardik Pandya)। দুই মরসুম গুজরাতে কাটানোর পরেই ফের মুম্বইতে ফিরতে চান তিনি, শোনা গিয়েছিলো কানাঘুষো।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের ‘মিনি’ নিলাম আয়োজিত হতে চলেছে ১৯ ডিসেম্বর। তার আগে দলগুলিকে নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা জমা দিতে হয়েছে বিসিসিআই-এর কাছে। সেই তালিকা প্রকাশ করা হয় গতকাল। দেখা যায় গুজরাত ‘রিটেন’ করেছে অধিনায়ক হার্দিককে। অন্যদিকে মুম্বই’ও যে দল ঘোষণা করেছে, তাতে হার্দিকের নাম নেই। নাটকীয় পরিস্থিতির নিষ্ফল পরিণতিকেই যখন সকলে বাস্তব বলে ধরে নিয়েছেন, তখনই বদলে যায় পরিস্থিতি। ক্রিকবাজ সূত্রে জানা যায় যে গুজরাতের সাথে হার্দিকের ব্যাপারে ট্রেডিং চুক্তি সম্পন্ন মুম্বই-এর। ১৫ কোটি বা তারও বেশী অর্থের বিনিময়ে পুরনো দলেই ফিরছেন তারকা অলরাউন্ডার। হার্দিকের (Hardik Pandya) ‘হোমকামিং’ মুম্বই সমর্থকদের খুশি করলেও, বেশ কিছু সমস্যাতেও ফেলতে পারে পল্টন’কে।

Read More: IPL 2024: রোহিত শর্মার উপরেই গুরু দায়িত্ব দিয়ে আসন্ন আইপিএলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, ঘরে ফিরলেন পান্ডিয়া !!

হার্দিকের ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন-

Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

ব্যাট হাতে ধুন্ধুমার ইনিংস খেলতে পারেন। বল হাতেও সমান সাবলীল। ফিল্ডিং-এ নিজের সবটুকু উজাড় করে দেন দলের জন্য। সব মিলিয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অবশ্যই বিশ্বের অন্যতম ‘ইউটিলিটি ক্রিকেটার।’ কিন্তু গত কয়েক বছরে তাঁর ফিটনেস বরাবর ভুগিয়ে এসেছে তাঁকে। যার কারণে লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরেও। ২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পিঠে চোট পান তিনি। স্ট্রেচারে মাঠে ছাড়তে হয়।

এরপর ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সময়েও কাঁধের চোটে সমস্যায় পড়েছিলেন। ২০২২-এ কামব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু লম্বা সময় চোট্মুক্ত থাকতে পারলেন না। ২০২৩-এর বিশ্বকাপ চলাকালীন আবার গোড়ালির সমস্যায় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে তিনি। গত দুই বছর কখনও জোফ্রা আর্চার আবার কখনও জসপ্রীত বুমরাহ’র চোট ভুগিয়েছে মুম্বই-কে (MI)। চোটপ্রবণ হার্দিকের অন্তর্ভুক্তি সেই একই সমস্যায় ফেলতে পারে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

দলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে-

Jofra Archer | IPL 2024 | Image: Getty Images
Jofra Archer | Image: Getty Images

হার্দিকের জন্য যে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) তা দিনের আলোর মত পরিষ্কার। সেই অর্থের সংস্থান করতে গিয়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ইতিমধ্যেই ছেঁটে ফেলতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বাদ পড়েছেন জোফ্রা আর্চারের (Jofra Archer) মত তারকা। রাতের দিকে শোনা গিয়েছে গত মরসুমে ১৭.৫ কোটিতে মুম্বইতে যোগ দেওয়া ক্যামেরন গ্রিনকেও (Cameron Green) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে তুলে দিয়েছন আম্বানিরা।

কেবলমাত্র হার্দিকের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দেওয়া আদৌ যুক্তিযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। গত মরসুমে গ্রিন ব্যাট হাতে ৪৬২ রান করেছিলেন। নিয়েছিলেন ৬ উইকেট’ও। পক্ষান্তরে আহামরি ছিলো না হার্দিকের (Hardik Pandya) পারফর্ম্যান্স। গত কয়েকমাসে আন্তর্জাতিক ক্রিকেটেও সেরা ফর্মে নেই তিনি। আইপিএলেও যদি অফ ফর্ম সঙ্গী হয় তাঁর, তাহলে ডুবতে পারে মুম্বই।

তরুণ ক্রিকেটারদের পথে বাধা হতে পারেন হার্দিক-

Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বর্তমান বয়স ৩০। তরুণ ক্রিকেটার আর বলা যায় না তাঁকে। মুম্বই বরাবরই নতুনদের সুযোগ দিয়ে তারকা বানানোর কাজ করে এসেছে। তাদের সাফল্যের নেপথ্যে থেকেছে এই দর্শন। সেক্ষেত্রে দলত্যাগ করার পরেও হার্দিককে (Hardik Pandya) ফিরিয়ে আনা সেই দর্শনের পরিপন্থী হতে পারে। এছাড়াও রোহিত শর্মার পরবর্তী মুম্বই অধিনায়ক হিসেবে অনেকেই দেখছিলেন ঈশান কিষণকে। কিন্তু হার্দিকের প্রত্যাবর্তনে সেই পরিকল্পনাও ধাক্কা খেতে পারে। আগামী মরসুমে রয়েছে আইপিএলে ‘মেগা নিলাম।’ তখন অখুশি ঈশান দল’ও ছাড়তে পারেন।

Also Read: IPL 2024: হার্দিক পান্ডিয়া মুম্বইতে যেতেই নতুন ক্যাপ্টেনের খোঁজ শুরু করে দিয়েছে GT দল, এই অভিজ্ঞের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *