IPL 2024: গতকাল ওয়াংখেড়ের বাইশ গজে দেখা গেলো হাইভোল্টেজ লড়াই। আইপিএলের (IPL) আসরে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ের ঘরের মাঠে তাদের হারিয়ে শেষ হাসি হাসলো চেন্নাই’ই। টসের মুদ্রা পড়েছিলো হোম টিমের পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অজিঙ্কা রাহানে ও রচিন রবীন্দ্রের ওপেনিং জুটি বিশেষ সফল না হলেও ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও শিবম দুবের (Shivam Dube) জোড়া অর্ধশতক বড় ইনিংসের ভিত গড়ে চেন্নাইয়ের। এরপর শেষ ওভারে ঝোড়ো ইনিংস খেলে স্কোরকে ২০৬ অবধি পৌঁছে দেন মহেন্দ্র সিং ধোনি।
২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রোহিত শর্মা ও ঈশান কিষণের জুটি তাদের বসিয়েছিলো চালকের আসনে। এরপরেই ঘটে ছন্দপতন। ঈশান ও সূর্যকুমার দ্রুত উইকেট হারানোর পর খানিক ব্যাকফুটে চলে যেতে হয় রোহিতদের। এরপর জারি থাকে পথিরানার’র (Matheesha Pathirana) আক্রমণ। ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গতকালের ম্যাচে অনবদ্য ১০৫* রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তা সত্ত্বেও জেতাতে পারেন নি দলকে। খেলা শেষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মেনে নেন যে সঠিক পরিকল্পনার অভাবেই হারাতে হয়েছে দুই পয়েন্ট। এরপর প্রতিপক্ষ শিবিরের মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রশংসায় মাতলেন তিনি।
Read More: IPL 2024: “সাহস যুগিয়েছেন ধোনি ভাই…” মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে স্বীকারোক্তি পাথিরানা’র !!
ধোনি’কে কুর্নিশ হার্দিকের-
প্রথম তিন ম্যাচে হারের হ্যাট্রিকের পর টানা তিন জয়ের সুযোগও ছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সামনে। কিন্তু চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে সাফল্যের সন্ধান পায় নি তারা। পরাজয়ের পর স্বভাবতই হতাশ লেগেছে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, “এই লক্ষ্য অর্জন করা সম্ভব ছিলো। কিন্তু ওরা দারুণ বোলিং করেছে। বিশেষে করে (মাথিশা) পাথিরানা তো অসাধারণ ছিলো। ওরা মাঠে নিজেদের পরিকল্পনায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।” পিচকেও দুষেছেন হার্দিক। জানান, “বল পড়ে খানিক মন্থর হচ্ছিলো, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছিলো। আমরা ভালোই এগোচ্ছিলাম, পথিরানা জোড়া উইকেট নেওয়ার আগে অবধি।”
হারলেও চেন্নাই (CSK) শিবিরের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভূয়সী প্রশংসা করতে শোনা গেলো হার্দিক পান্ডিয়াকে। হলুদ জার্সিধারীদের জয়ের পিছনেও যে ধোনির মস্তিষ্ক, তার ইঙ্গিত দিলেন তিনি। জানান, “স্টাম্পের পিছনে যে লোকটা (ধোনি) ওদের বোলারদের জানিয়ে দেয় কোন কোন বিষয়গুলো কার্যকরী হবে, সেটা সুবিধা করে দেয়।” হার্দিকের মতই মহেন্দ্র সিং ধোনিকে কুর্নিশ জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়’ও (Ruturaj Gaikwad)। গতকাল মাঠে নেমে শেষ ওভারে বিস্ফোরক ইনিংস খেলেন ধোনি। তাঁর ৪ বলে ২০ রানের ইনিংসের দিকে ইঙ্গিত করে ঋতুরাজ বলেন, “ঐ ‘তরুণ’ উইকেটরক্ষক যে পরপর তিনটে ছক্কা হাঁকালো সেটাই আজ তফাৎ গড়ে দিয়েছে ম্যাচের।”
Also Read: IPL 2024, RCB vs SRH, Match 30 Preview: ঘরের মাঠে জয় তুলে নেওয়াই চ্যালেঞ্জ আরসিবির, টক্কর দিতে তৈরি হায়দ্রাবাদ !!