IPL 2024: অন্তিম লড়াইয়ের অপেক্ষায় ২০২৪-এর আইপিএল (IPL)। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম প্রহর গুণছে এক জমজমাট ফাইনালের। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। গত মঙ্গলবার সানরাইজার্সকে আহমেদাবাদের মাঠে রীতিমত উড়িয়ে দিয়েই ফাইনালে পা রেখেছে কলকাতা (KKR)। এর আগে লীগ পর্বেও তাদের বিরুদ্ধে জিতেছিলো নাইটরা। জোড়া জয় নিঃসন্দেহে ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারের হারের পরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের মাঠেই তারা হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখার লড়াই তাদের।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে দেখা যাবে ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মাকে। গত দুই ম্যাচে শান্ত রয়েছে এই বিধ্বংসী ওপেনিং জুটি। জ্বলে ওঠার জন্য ফাইনালের মঞ্চকেই ব্যবহার করতে চাইবেন দুজনে। তিনে থাকতে পারেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। গত দুই ম্যাচের মতই ঝোড়ো ইনিংসের লক্ষ্য থাকবে তাঁর। চারে আরও একবার অভিজ্ঞ এইডেন মার্করামকে সুযোগ দিতে পারে হায়দ্রাবাদে। পাঁচে থাকছেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। ছয়ে আব্দুল সামাদকে (Abdul Samad) নামাতে পারে সানরাইজার্স। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাতে খেলতে পারেন শাহবাজ আহমেদ। ব্যাটিং-এর পাশাপাশি বাংলার অলরাউন্ডারের স্পিন বোলিং কাজে লাগতে পারে ফাইনালে। অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সাথে বোলিং বিভাগে থাকছেন ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন ও বিজয়কান্ত বিয়াসকান্ত।
Read More: টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা ভারতের, রিঙ্কু সিং পেলেন সুযোগ হার্দিক আউট !!
IPL ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
তারিখ- ২৬/০৫/২০২৪
ম্যাচ নং- ৭৪ (ফাইনাল)
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বসতে চলেছে ২০২৪-এর আইপিএল (IPL) ফাইনালের আসর। সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এই মাঠের উইকেট সাধারণত খানিক চটচটে হয়। ফলে পিচে বল পড়ার পর থমকে ব্যাটে আসে। সহজ হবে না বড় শট খেলা। গতির তারতম্য করে বোলাররা সাফল্য পেতে পারেন। একইসাথে সাফল্য পেতে পারেন স্পিনাররা। দুই শিবিরই মাথায় রাখবে তা। পরিসংখ্যান বলছে যে এখানে আজ অবধি খেলা হয়েছে ৮৪টি আইপিএল ম্যাচ। তারমধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৩৪, রান তাড়া করে সাফল্য এসেছে ৫০ ম্যাচে। কলকাতা ও সানরাইজার্স-ইতিপূর্বে দুই দলই রান তাড়া করে আইপিএল জিতেছে। রবিবারও টসজয়ী অধিনায়ক রান তাড়াই করতে চাইবেন।
গত মরসুমের আইপিএল (IPL) ফাইনাল বৃষ্টির কারণে চলেছিলো তিন দিন ধরে। এবার কি হতে পারে তা নিয়ে চিন্তায় ক্রিকেটজনতা। আবহাওয়া দপ্তর বলছে রবিবার চেন্নাই শহরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৬ শতাংশ থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। একইসাথে বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা। আইপিএলের প্লে-অফে এখনও বাধা দেয় নি বৃষ্টি। কিন্তু রবিবারের ফাইনালে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা শুনিয়ে রেখেছেন আবহাওয়াবিদ্রা।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ-
ওপেনার- ট্র্যাভিস হেড ✈, অভিষেক শর্মা
মিডল অর্ডার- রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম ✈, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন ✈
ফিনিশার- আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ*
বোলার- প্যাট কামিন্স ✈, ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, বিজয়কান্ত বিয়াসকান্ত
উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন
*ইমপ্যাক্ট প্লেয়ার।
KKR-এর বিরুদ্ধে SRH-এর সম্ভাব্য একাদশ-
ট্র্যাভিস হেড ✈, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম ✈, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক) ✈, আব্দুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈, ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন, বিজয়কান্ত বিয়াসকান্ত।
বিকল্প- উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, গ্লেন ফিলিপস ✈, সানভীর সিং।