IPL 2024, DC vs GT, Match-40, Toss Report: ১০০তম ম্যাচে টসে জিতলেন শুভমান, জয়ে ফিরতে একাদশে জোড়া বদল দিল্লী ক্যাপিটালসের !! 1

IPL 2024: জমে উঠেছে আইপিএলের (IPL) লড়াই। আজ লীগ পর্বের ৪০তম ম্যাচে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স। টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো হয় নি দিল্লীর। পরপর বেশ কিছু ম্যাচে হেরেছিলো তারা। তবে গত কয়েকটি ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ঋষভ পন্থরা। ৮ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে তারা। বর্তমানে অষ্টম স্থানে রয়েছে দিল্লী। আজ জিততে পারলে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে আসতে সক্ষম হবে তারা। আহমেদাবাদের মাঠে গুজরাতের বিরুদ্ধে দাপুটে জয়ের স্মৃতি আত্মবিশ্বাস যোগাবে ক্যাপিটালস শিবিরকে। অপরপক্ষে গতবারের রানার্স গুজরাত টাইটান্স এখন রয়েছে ছয়ে। আজ জিতলে ১০ পয়েন্টে পৌঁছে প্লে-অফের দৌড়ে টিকে থাকবে তারাও। তাই জয় একমাত্র লক্ষ্য শুভমান গিলদেরও।

ঘরের মাঠে দিল্লীর হয়ে ইনিংসের শুরুতে ব্যাট হাতে দেখা যাবে পৃথ্বী শ ও জেক ফ্রেজার ম্যাকগার্ক। এবারের টুর্নামেন্টে ঝড় তুলেছেন অজি তরুণ। ছন্দে ফেরার মরিয়া প্রচেষ্টা থাকবে পৃথ্বী’র। ওয়ার্নারের বদলে খেলছেন হোপ। তিন নম্বরে দিল্লির বাজি হতে চলেছেন ক্যারিবিয়ান তারকা।  চারে বাংলার অভিষেক পোড়েল আরও একবার ব্যাট হাতে নামতে পারেন। এরপর থাকছেন অধিনায়ক ঋষভ পন্থ। খেলছেন ট্রিস্টান স্টাবস’ও। আজকের ম্যাচে ব্যাটে-বলে বড় ভূমিকা পালন করতে হবে অক্ষর প্যাটেলকে। কুলদীপ যাদবের সাথে স্পিন জুটি বাঁধছেন তিনি। থাকছেন সুমিত কুমার’ও। দিল্লীর পেস ত্রয়ীতে থাকছেন খলিল আহমেদ, মুকেশ কুমার ও অনরিখ নর্খিয়া।

অ্যাওয়ে ম্যাচে দুই পয়েন্ট সুনিশ্চিত করার লড়াই গুজরাতের। টাইটান্সদের হয়ে ওপেন করবেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ঋদ্ধিমানের ফর্ম নিয়ে থাকছে প্রশ্নচিহ্ন। এছাড়া তিনে সাই সুদর্শন ভরসা যোগাতে পারেন দলকে। চারে খেলছেন ডেভিড মিলার। পাঁচে আজমতুল্লাহ ওমরজাই। শাহরুখ খানকে আজও সুযোগ দিয়েছে গুজরাত টাইটান্স। এছাড়া ফিনিশারের ভূমিকায় থাকছেন ‘আইস ম্যান’ রাহুল তেওয়াটিয়া। আফগান স্পিন জ্যুটি রশিদ খান ও নূর আহমেদ’কে দিল্লীর বিরুদ্ধেও দলে রেখেছেন গুজরাত কোচ আশিষ নেহরা। সাথে থাকছেন গত ম্যাচের নায়ক সাই কিশোর। উমেশ যাদব ও সন্দীপ ওয়ারিয়স ও মোহিত শর্মাকে রেখে পেস আক্রমণ সাজিয়েছে গুজরাত।

Read More: বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !!

IPL ম্যাচের সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ৪০

তারিখ- ২৪/০৪/২০২৪

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Delhi Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Arun Jaitley Stadium | IPL 2024 | Image: Twitter
Arun Jaitley Stadium | Image: Twitter

অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স। এর আগে সাধারণত দিল্লীর মাঠে মন্থর বাইশ গজই চোখে পড়ত। কিন্তু বর্তমানে বেশ খানিকটা বদল এসেছে পিচের চরিত্রে। দিনকয়েক আগেই দিল্লী বনাম সানরাইজার্স ম্যাচে রানের পাহাড় দেখা গিয়েছে এখানে। দুই ইনিংস মিলিয়ে সেইদিন উঠেছিলো ৪৬৫ রান। আজ দিল্লী বনাম গুজরাত দ্বৈরথেও তেমনই রানের উৎসব চোখে পড়তে পারে। পিচে ঘাস থাকায় পাওয়ার প্লে’তে কার্যকরী হতে পারেন পেসাররা। তবে খেলা যত গড়াবে ততই ব্যাটারদের জাঁকিয়ে বসার সম্ভাবনা। আইপিএলে (IPL) এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৪, দ্বিতীয় ইনিংসে ১৫৫। তবে আজ তার থেকে বেশী রানই দেখা যাবে, আশায় ক্রিকেটজনতা।

আজ দিল্লীতে ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে টাইটান্স শিবির। রাজধানী শহরের আকাশ আজ সম্পূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২২ শতাংশ থাকার সম্ভাবনা। এছাড়া খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় ৬ কিলোমিটার। আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আজ খেলায় কোনোরকম বিঘ্ন ঘটাবে না বৃষ্টি।

দুই দলের প্রথম একাদশ-

DC vs GT | IPL 2024 | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস (DC)-

পৃথ্বী শ, জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, শে হোপ ✈, অভিষেক পোড়েল, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল,কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুকেশ কুমার, অনরিখ নর্খিয়া ✈।

বিকল্প- সুমিত কুমার, রসিক দার সালাম, কুমার কুশাগ্র, প্রবীন দুবে, ললিত যাদব।

গুজরাত টাইটান্স (GT)-

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), ডেভিড মিলার ✈, আজমাতুল্লাহ ওমরজাই ✈, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, নূর আহমেদ ✈, সাই কিশোর, মোহিত শর্মা, সন্দীপ ওয়ারিয়র।

বিকল্প- বি আর শরথ, দর্শন নলকাণ্ডে, সাই সুদর্শন, মানব সুতার, বিজয় শঙ্কর।

*✈-বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Rishabh Pant and Shubman Gill | IPL 2024 | Image: Getty Images

ঋষভ পন্থ-

এই টসে হেরে ভালোই হয়েছে। আমরা প্রথমে ব্যাটিং-ই করতাম। সবকিছু সহজ রাখতে চাই। যেটা করতে আমরা সক্ষম সেটাই করে যেতে চাই। গত ম্যাচের তুলনায় আজকের পিচ খানিক মন্থর লাগছে। দিল্লীতে শিশির বড় ভূমিকা নেয়। গত ম্যাচে শিশির ছিলো না। আশা করি আজও থাকবে না। দুটো বদল রয়েছে। ডেভিড ওয়ার্নারের জায়গায় শে হোপ খেলছে। আর ললিত যাদবের বদলে খেলছে সুমিত কুমার।

শুভমান গিল-

আমরা প্রথমে বোলিং বেছে নেব। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমরা গত কয়েকটা ম্যাচে ভালো রান তাড়া করেছি। ১০০তম ম্যাচ খেলছি। এটা আমার কাছে বড় ব্যাপার। অনেকটা পথ এসছি। অনেকটা পথ যাওয়া বাকি রয়েছে। আজকের ম্যাচটাই আপাতত ফোকাসে। ক্রিকেটে ওঠাপড়া থাকবেই। সেরাটাই দেওয়ার চেষ্টায় রয়েছি আমরা। একাদশ অপরিবর্তি থাকছে।

DC বনাম GT, টস রিপোর্ট-

অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো গুজরাত টাইটান্স।

Also Read: IPL-এর মাঝেই বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দল, এই খেলোয়াড়দের নিয়ে হল রওনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *