পরিসমাপ্তি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪’এর মরশুমের (IPL 2024)। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে অনুষ্ঠিত হলো আইপিএল ২০২৪’এর ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিলো কলকাতা নাইট রাইডার্স, মেগা ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ১১৩ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলের প্রথম ইনিংস। মেগা ফাইনালের চাপ সহ্য করতে পারেননি হায়দ্রাবাদ দলের ব্যাটসম্যানরা যার ফায়দা তোলেন কলকাতা দলের বোলিং বিভাগ।
রান তাড়া করতে এসে কেবলমাত্র ১০.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে চলতি আইপিএলের শিরোপা অর্জন করলো কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৬ সালে ক্যাপ্টেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দুটি খেতাব জয় করেছিল কলকাতা, এবার দীর্ঘ ১০ বছর পর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয় খেতাব জয় করলো নাইট বাহিনী। মেগা ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও রাহুল ত্রিপাঠির (Rahul Tripathi) উইকেট তুলে নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়ে উঠলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। এছাড়াও ফাইনাল শেষে দেওয়া হয়েছে একাধিক পুরস্কার…
IPL 2024 অ্যাওয়ার্ড তালিকা
অরেঞ্জ ক্যাপ (বিরাট কোহলি)
চলতি আইপিএলে সর্বাধিক রান এসেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। বিরাটের ব্যাট থেকে এবারের আইপিএলে বিরাট মোট ১৫ ইনিংসে ৬১.৭৫ গড়ে ও ৭৪১ রান বানিয়েছেন। ২০১৬ সালে আইপিএল ইতিহাসে এক সিজিনে সর্বাধিক রান বানিয়েছিলেন তিনি। ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারের পর বিরাট তৃতীয় প্লেয়ার হিসাবে দুই বার এই কীর্তিমান রচনা করলো।
পার্পেল ক্যাপ (হার্শাল প্যাটেল)
চলতি আইপিএলে সবথেকে বেশি উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল (Harshal Patel)। ডুয়েন ব্রাভো (Dwayne Bravo) ও ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) পর তৃতীয় বোলার হিসাবে দুইবার পার্পেল ক্যাপ জিতলেন হার্শাল। চলতি মরশুমে তিনি ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৪টি উইকেট। ২০২১ মরশুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সময় জিতেছিলেন পার্পেল ক্যাপ। আবার এই মরশুমে তিনি রচনা করলেন এই খেতাব।
সর্বাধিক ছক্কা (অভিষেক শর্মা)
চলতি মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা। এই মরশুমে তার ব্যাট থেকে এসেছে ৪২টি ছক্কা। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৩২.২৭ গড়ে ও ২০৪.২২ স্ট্রাইক রেটে ৪৮৪ রান বানিয়েছিলেন।
ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজিন (সর্বোচ্চ স্ট্রাইক রেট)
এবারের আইপিএলে সবথেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দিল্লির তরুণ ওপেনার জেক-ফ্রেজার-ম্যাগরুক (Jake Fraser-Mcgurk)। চলতি আইপিএলে তিনি দিল্লি দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দিল্লির পেসার লুঙ্গি এনগিরির (Lungi Ngidi) পরিবর্তে। প্রথম ম্যাচ থেকেই মারমূখী ব্যাটিং শুরু করেন তিনি, ৯ ম্যাচে ২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান বানিয়েছেন।
মরশুমের সেরা ক্যাচ (রমনদীপ সিং)
লখনৌ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে ব্যাটসম্যান অর্শিন কুলকার্নির (Arshin Kulkarni) ক্যাচটি ধরার জন্য KKR’এররমনদীপ সিংকে মরশুমে সেরা ক্যাচের খেতাব দেওয়া হলো।
ইমার্জিং প্লেয়ার (নীতিশ কুমার রেড্ডি)
চলতি মরশুমে ইমার্জিং প্লেয়ার হয়েছেন হায়দ্রাবাদ দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ব্যাট হাতে এই সিজিনে ১১ ইনিংসে ৩৩.৬৭ গড়ে ও ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান বানিয়েছেন ও বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
মোস্ট ভ্যালুএবেল প্লেয়ার (সুনীল নারিন)
চলতি মরশুমে সেরা প্লেয়ার হলেন সুনীল নারিন (Sunil Narine)। ব্যাট হাতে এই মরশুমে ১৪ ম্যাচে ৩৪.৮৬ গড়ে ও ১৮০.৭৪ স্ট্রাইক রেটে ৪৮৮ রান বানিয়েছেন তিনি এবং বল হাতে তুলে নিয়েছেন ১৭ উইকেট ও ওভার পিছু দিয়েছেন মাত্র ৬.৬৯ করে রান, ২০১২, ২০১৮ সালের পর আবার ২০২৪ সালে মরশুমের সেরা প্লেয়ার হিসাবে বিবেচিত হলেন তিনি।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
চলতি আইপিএলের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
- সেরা পিচ ও গ্রাউন্ড স্টাফ – হায়দ্রাবাদ ক্রিকেট এসোসিয়েশনের