কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর আইপিএল ২০২২ এর শুরুটা ভীষণই ভাল করেছিল কিন্তু পরে এই দলের প্রদর্শন খারাপ হতে শুরু করে। এই মরশুমে নিজেদের খেলা ১৪টি ম্যাচের মধ্যে কেকেআরের দল মাত্র ৬টি ম্যাচই জিততে পেরেছে আর বাকি ৮টি ম্যাচে তাদের হারের মুখ দেখতে হয়েছে। এই পুরো মরশুমে কেকেআরের তরফে খারাপ ফিল্ডিংই দেখতে পাওয়া গিয়েছে। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এই দল নিজেদের খারাপ ফিল্ডিংয়ের কারণে বিরোধী দলকে ৪৫ রান দিয়েছে।