IPL এর উন্নতি সহ্য হচ্ছে না পাকিস্তানী ক্রিকেটারদের, একের পর এক নিয়মিত ওগরাচ্ছেন বিষ

আপনারা সেই প্রবাদ নিশ্চই শুনে থাকবেন যে ‘ঘুঁটে পোড়ে গোবর হাসে’, তেমনই হাল আইপিএলের। প্রত্যেক মরশুমে এই টুর্নামেন্টের মাধ্যমে বিসিসিআই মোটা টাকা রোজগার করছে। সম্প্রতিই বিসিসিআই আইপিএল ২০২৩-২৭ এর মিডিয়া রাইটস ৪৮,০০০ কোটি টাকায় বিক্রি করেছে। যা নিয়ে নিয়মিত এই টুর্নামেন্ট আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ই-নিলামে ডিজনি স্টার ২৩,৫৭৫ কোটি টাকায় টিভি রাইটস কিনেছে অন্যদিকে […]