আপনারা সেই প্রবাদ নিশ্চই শুনে থাকবেন যে ‘ঘুঁটে পোড়ে গোবর হাসে’, তেমনই হাল আইপিএলের। প্রত্যেক মরশুমে এই টুর্নামেন্টের মাধ্যমে বিসিসিআই মোটা টাকা রোজগার করছে। সম্প্রতিই বিসিসিআই আইপিএল ২০২৩-২৭ এর মিডিয়া রাইটস ৪৮,০০০ কোটি টাকায় বিক্রি করেছে। যা নিয়ে নিয়মিত এই টুর্নামেন্ট আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ই-নিলামে ডিজনি স্টার ২৩,৫৭৫ কোটি টাকায় টিভি রাইটস কিনেছে অন্যদিকে […]