রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালর বা আরসিবির প্রদর্শন আইপিএল ২০২২ এ ঠিকঠাকই থেকেছে আর এই দল শেষ মুহূর্তে প্লে অফেও প্রবেশ করে ফেলেছে। আরসিবি নিজেদের ১৪টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ জিতেছে আর বাকি ৬টি ম্যাচে তাদের হারের মুখে পড়তে হয়েছে। কিন্তু আরসিবির ব্যাটিং আর বোলিং যতটা ভাল হয়েছে এই মরশুম ফিল্ডিং ততটাই খারাপ দেখতে পাওয়া গিয়েছে তাদের তরফে। এই ১৪টি ম্যাচে আরসিবির দল মিস ফিল্ডিং করে বিরোধী দলকে ৪৭ রান দিয়েছে। যদি দেখা যায় তাহলে আরসিবির কাছে বিরাট কোহলি, ফাফ দু’প্লেসি আর গ্লেন ম্যাক্সওয়েলের মতো স্টার লেভেলের ফিল্ডার রয়েছে, কিন্তু তাও আইপিএল ২০২২ এ এই দলের ফিল্ডিং খুব একটা ভাল হয়নি।