সতেরো বছরের অপেক্ষার অবসান হয়েছে বার্বাডোজে। ২০০৭-এর পর ২০২৪-এ এসে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। রুদ্ধশ্বাস ফাইনালে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে ছিলো দল। খাদের কিনার থেকে ‘মেন ইন ব্লু’কে উদ্ধার করেন বিরাট কোহলি (Virat Kohli) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। বাম হাতি অলরাউন্ডারের লড়াকু ৪৭ রান আলোয় ফেরায় দল’কে। অনবদ্য ৭৬ রানের ইনিংস খেলেন কোহলিও। শেষমেশ ভারত থাকে ১৭৬ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ঝড়ে একটা সময় বেশ পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ডেথ ওভারে জ্বলে ওঠে বোলাররা। দুর্দান্ত পারফর্ম্যান্স করে দলকে এনে দেন সেরার শিরোপা।
Read More:টি-২০ বিশ্বকাপের সাথে সাথে শেষ হলো এই তারকার কেরিয়ার, ভরা যৌবনে নেবেন অবসর !!
বার্বাডোজে আটকে ছিলেন বিরাট’রা-
শনিবার কেনসিংটন ওভালের মাঠে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এরপর কেটে গিয়ে বেশ কয়েকটা দিন। তবুও ঘরে ফিরতে পারেন নি ভারতীয় ক্রিকেট তারকারা। আপাতত তাঁদের ঠিকানা সমুদ্রসৈকতের হিলটন বিচ রিসর্ট। সেখানেই বিচ ভলিবল খেলে বা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করে সময় কাটছে বিরাট (Virat Kohli), রোহিতদের। দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের এভাবে আটকে পড়ার কারণ হারিকেন বেরিল। এই ঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিলো বিমানবন্দর। এমনকি যে হোটেলে ক্রিকেটাররা রয়েছেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ’ও ব্যাহত হয়েছিলো বলে খবর মিলেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হোটেলবন্দী বিরাট কোহলি নিজের আই ফোনে ফেসটাইমের মাধ্যমে স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কন্যা ভামিকাকে দেখাচ্ছেন ঝড়ের তাণ্ডব। উত্তাল সমুদ্রের ছবি পোস্ট করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋষভ পন্থরাও। রিঙ্কু, যশস্বী, শিবম, সঞ্জুরা (Sanju Samson) ঝড়ের কারণে বার্বাডোজে আটকে পড়ায় যেতে পারেন নি জিম্বাবুয়ে সফরে। তাঁদের বদলি ইতিমধ্যেই ঘোষণা করতে হয়েছে বিসিসিআই-কে। খেতাব জয়ের আনন্দে অবশ্য যাবতীয় অসুবিধা ভুলেছেন টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেট তারকারা। বিশ্বজয়ের ঘোর এখনও কাটছে না তাঁদের।
হুড খোলা বাসে সাফল্য উদ্যাপন ভারতের-
বেরিলের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বার্বাডোজ। দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন ক্রিকেটাররাও। প্রথমে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে ২ তারিখ, অর্থাৎ মঙ্গলবার স্থানীয় যময় সন্ধ্যে ৬টা নাগাদ বিমান রয়েছে কোহলি-রোহিতদের। কিন্তু পরে জানান যায় হারিকেনজনিত সতর্কতার কারণেই পিছিয়ে গিয়েছে তা। সব ঠিকঠাক থাকলে হয়ত ৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৪টে থেকে ৫টা’র মধ্যে দেশের রাজধানী দিল্লীতে অবতরণ করতে পারে বিশ্বজয়ীদের বিমান। বিশ্রাম নেওয়ার পর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে সাক্ষাৎ করতে যাবেন ক্রিকেটাররা। এর আগেই রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) ও কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার হতে পারে মুখোমিখি সাক্ষাৎ।
দিল্লী থেকে সরাসরি মুম্বই উড়ে যাবে টিম ইন্ডিয়া (Team India)। সেখানেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। খেলাধূলার দুনিয়ায় ওপেন বাস প্যারেড খুবই প্রচলিত একটি প্রথা। ট্রফি জয়ের পর হুড খোলা একটি বাসে করে সারা শহর পরিক্রমা করে দল। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তা উপভোগ করতে পারেন সাধারণ জনতা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মত ফুটবল ক্লাবের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় এমনটা। এর আগে ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পরও হুডখোলা বাসে ঘুরেছিলেন ধোনি’রা (MS Dhoni)। এবারও তেমনই দৃশ্য দেখা যাবে। জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ ৪ তারিখ বিকেল ৫টায় মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে এই হুড খোলা বাসে শহর পরিক্রমার অনুষ্ঠান শুরু হবে।
দেখে নিন জয় শাহের ট্যুইট’টি-
🏆🇮🇳 Join us for the Victory Parade honouring Team India’s World Cup win! Head to Marine Drive and Wankhede Stadium on July 4th from 5:00 pm onwards to celebrate with us! Save the date! #TeamIndia #Champions @BCCI @IPL pic.twitter.com/pxJoI8mRST
— Jay Shah (@JayShah) July 3, 2024