গতকাল নিউ ইয়র্কের মাঠে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া (Team India)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তারা হারালো ৬ রানের ব্যবধানে। বৃষ্টিভেজা মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিলো ভারতকে। নাসিম, শাহীনদের দৌরাত্ম্যে সমস্যায় পড়ে দল। কোহলি (Virat Kohli), রোহিত, সূর্যকুমার-রান পান নি কেউই। পালটা দেওয়ার চেষ্টা করতে দেখা যায় কেবল অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থকে। শেষমেশ ১৯ ওভারে ১০ উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়ার (Team India) স্কোরবোর্ডে যোগ হয় ১১৯ রান। এই পুঁজি পাকিস্তানের বিপক্ষে যথেষ্ট হবে? দ্বিধায় ছিলো ক্রিকেটমহল। শুরুতে বুমরাহ’র বলে বাবর আজম (Babar Azam) ফিরলেও রিজওয়ান ও উসমান খানের জুটি নিশ্চিত জয়ের দিকে নিয়ে যাচ্ছিলো পাকিস্তানকে। কিন্তু এরপরেই দেখা গেলো উলটপুরান। নিয়মিত উইকেট তুলে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া (Team India)।
বল হাতে গতকাল নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম স্পেলে ফেরান বাবরকে। পরে রিজওয়ান ও ইফতিকার আহমেদের উইকেট তুলে নিয়ে চালকের আসনে তিনিই বসান ভারতীয় দলকে। ৪ ওভারে ১৪ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। জোড়া উইকেট জমা পড়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ঝুলিতেও। ২টি উইকেট নেন আর্শদীপ সিং-ও। ১১৩ রানের বেশী এগোতে পারে নি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে টানা দুটি জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ-এ’র শীর্ষে এই মুহূর্তে টিম ইন্ডিয়া (Team India)। সুপার এইটে পা রাখা সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মত তারকাখচিত দলের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের ব্যাটিং চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে শিবম দুবে’কে বয়ে নিয়ে চলা কতদূর সঠিক সিদ্ধান্ত তা নিয়ে ভাবতে হবে দলকে।
Read More: “ট্রফি আসছেই…” পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রান ডিফেন্ড করলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
ছন্নছাড়া দুবের বদলি হতে পারেন রিঙ্কু-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াডে সুযোগ পাওয়ার পর থেকে ক্রমেই নীচের দিকে নেমেছে শিবম দুবের (Shivam Dube) পারফর্ম্যান্স। আইপিএলের (IPL) শেষ কয়েকটি ম্যাচে চেন্নাই সুপার কিংস জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। টি-২০ বিশ্বকাপে ভারতের হয়েও আপাতত আহামরি কিছু করে উঠতে পারেন নি। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৪ করেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকেন ০ রান করে। আর গতকাল পাকিস্তানের বিপক্ষেও বেশ সমস্যার সম্মুখীন হন ব্যাট হাতে। উদ্দেশ্যহীন ভাবে ব্যাট ঘুরিয়েও বড় শট মারতে পারেন নি। ব্যাট ও বলের সংযোগই হচ্ছিলো না ঠিকঠাক। শেষমেশ ৯ বলে কেবল ৩ রান করে ফেরেন সাজঘরে। ফিল্ডিং-এও মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) সহজ ক্যাচ হাতছাড়া করেন তিনি।
টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও শিবম ব্যর্থ হওয়ায় ধৈর্য্যচ্যুতি ঘটেছে সমর্থকদের। সম্ভবত টি-২০ বিশ্বকাপের আগামী ম্যাচগুলিতে বিকল্প ভাবনার সন্ধানে কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। তাঁকে ছেঁটে ফেলা হতে পারে একাদশ থেকে। সেক্ষেত্রে আদর্শ বিকল্প হতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh)। তরুণ ক্রিকেটার দেশের জার্সিতে ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। ৮৯ গড়ে করেছেন ৩৫৬ রান। ‘ফিনিশার’ হিসেবে তিনিই যোগ্যতম বলে মনে করছে ক্রিকেটমহল। তবে মূল স্কোয়াডে তিনি নেই। রয়েছেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। তাই রিঙ্কু’কে সুযোগ দেওয়ার কাজটা খুব সহজ হবে না টিম ম্যানেজমেন্টের পক্ষে। কেউ স্কোয়াড থেকে ছিটকে গেলেই একমাত্র দলে আসতে পারেন তিনি। আগামী ১২ তারিখের ম্যাচের আগে শিবমকে পাকাপাকি ছেঁটে ফেলার কঠিন সিদ্ধান্ত দ্রাবিড় নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।