“ট্রফি আসছেই…” পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রান ডিফেন্ড করলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IND vs PAK: হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে সপ্তম বারের জন্য জয় ছিনিয়ে নিলো পাকিস্তান। মেগা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাটিং করতে এসে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলি আউট হতে না হতেই প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে। চলতি বিশ্বকাপে আবার একবার রোহিত ও কোহলির ওপেনিং জুটি হলো ফ্লপ।

ভারতীয় দলের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দলের হয়ে সর্বাধিক ৩১ বলে ৪২ রানটি বনান ঋষভ পন্থ (Rishabh Pant)। পাশাপশি মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসা অক্ষর প্যাটেল আজকের ম্যাচে ১৮ বলে ২০ রান বানান এবং ভারতীয় দলকে বেশ কিছু রান বানাতে আত্মবিশ্বাসী করে তোলে। যদিও বাঁকি ব্যাটসম্যানদের থেকে খুব বেশি সুবিধা পায়নি টিম ইন্ডিয়া। ১৯তম ওভারে ভারতীয় দল ১৯৯ রান বানাতেই সক্ষম হয়।

Read More: IND vs PAK: “যেন দলের ত্রিসীমানায় না দেখি…” শিবম দুবের পারফর্ম্যান্সে ক্ষোভে ফুঁসছেন নেটজনতা !!

৬ রানে জয় সুনিশ্চিত করলো ভারতীয় দল

t20-world-cup-ind-vs-pak-match-report, ind vs pak
IND vs PAK | Image: Getty Imagss

রান তাড়া করতে এসে, ১০ বলে ১৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরতে হয় বাবর আজমকে। জসপ্রীত বুমরাহ প্রথমেই বড় শিকারটি করে ফেলেন। এরপর অবশ্য রিজওয়ান (Mohammad Rizwan) ও উসমান খান (Usman Khan) ৩৩ বলে ৩১ রানের একটি পার্টনারশিপ করেন। যদিও এরপর থেকে রানের গতি ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। পাকিস্তান দলের হয়ে সর্বাধিক ৪৪ বলে ৩১ রান বানান মোহাম্মদ রিজওয়ান।

মাত্র ১২০ রান তাড়া করতে এসে একাধিক বল নষ্ট করেছেন পাকিস্তানি প্লেয়াররা। ভারতীয় দলের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ, তাছাড়া প্রয়োজনীয় সময়ে দুই উইকেট তুলে নেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভার পর্যন্ত গড়ায় আজকের ম্যাচ। পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে A’ গ্রপের শীর্ষে পৌঁছে গেল ইন্ডিয়া এবং ভারতের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে হইহুল্লোড়।

দেখেনিন টুইট

Read Also: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *