এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ের পর জুটেছে কেবল হতাশা আর যন্ত্রণাই। কখনো সেমিফাইনাল, কখনো আবার ফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতে। গত বছরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ-দুটি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেও ট্রফি জোটে নি মেন ইন ব্লু’র কপালে। দুই ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছিলো অস্ট্রেলিয়া। এবার তাই কোমরবেঁধে মাঠে নামতে প্রস্তত ভারত। সামনেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে রয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। সেখানে ট্রফি জয়ই এখন ‘পাখির চোখ’ টিম ইন্ডিয়ার।
২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে লজ্জার হারের পর থেকেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় শিবির। তারা একঝাঁক তরুণ তুর্কিকে পরখ করে দেখেছে গত দেড় বছরে। ৩০ এপ্রিল টুর্নামেন্টের জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানেও ঠাঁক পেয়েছেন একঝাঁক তরুণ খেলোয়াড়। ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যেও রয়েছেন নতুন মুখেরা। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) মত নামী তারকাদের অভিজ্ঞতার সাথে যশস্বী, আর্শদীপদের তারুণ্যের ভারসাম্য খুঁজে বের করাই লক্ষ্য হবে কোচ দ্রাবিড়ের।
Read More: IPL 2024: “কি যাতা বলছ !” অমিত মিশ্র’র কথা শুনে চমকালেন রোহিত, ভাইরাল হলো কথোপকথন !!
সুযোগ পাওয়ার পরেই নড়বড়ে ব্যাটিং ব্রিগেড-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই ভারতের। আইপিএল খেলেই প্রস্তুতি নিতে হবে টিম ইন্ডিয়ার (Team India) তারকাদের। স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আইপিএল যে বড় ভূমিকা নিয়েছে তা মূল স্কোয়াডে শিবম দুবে (Shivam Dube) বা ট্র্যাভেলিং রিজার্ভদের তালিকায় খলিল আহমেদের থাকা থেকেই পরিষ্কার। কিন্তু সেই আইপিএলই কাল হয়ে দাঁড়াবে না তো? স্কোয়াড ঘোষণার পরেই দলের সদস্যের দের পারফর্ম্যান্স রীতিমত শঙ্কা জাগাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) সমর্থকদের মনে। হতশ্রী পারফর্মারদের তালিকায় সবার আগে নাম আসছে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma)। ৩০ তারিখ দল ঘোষণা করেছে ভারত। সেদিনই আইপিএলের ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি।
একই কথা বলা চলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যপারেও। চার নম্বরে সম্ভবত টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে ব্যাটিং করবেন সূর্য। টি-২০ বিশ্বকাপের দলে নির্বাচিত হওয়ার পর তিনি গত ম্যাচে হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। মুম্বই জার্সিতে লক্ষ্ণৌর বিরুদ্ধে ফিরেছেন ৬ বলে ১০ রান। বিশ্বর্যাঙ্কিং-এ শীর্ষে থাকা টি-২০ ব্যাটারের কাছে যা কিনা কখনোই কাঙ্ক্ষিত নয়। পেস বোলিং অলরাউন্ডার পজিশনে ভারতের হয়ে খেলার দুই দাবীদার শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দল ঘোষণার পর বেহাল দশা দুজনেরই। হার্দিক গোটা মরসুম জুড়েই ফর্ম সমস্যায় ভুগছেন। লক্ষ্ণৌর বিপক্ষেও করেন শূন্য। ছন্দে ছিলেন দুবে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর শূন্য করেছেন তিনিও।
হতাশ করছেন বোলারারাও-
কেবল ব্যাটিং লাইন আপ নয়, চিন্তা থাকতে পারে টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) বোলিং নিয়েও। বাম হাতি পেস বোলিং বিকল্প হিসেবে আর্শদীপ সিং-কে সুযোগ দেওয়া হয়েছে। গতবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিয়ন্ত্রিত বোলিং করে নজর কেড়েছিলেন পাঞ্জাবের ক্রিকেটার। নিয়েছিলেন ১০ উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি। কিন্তু এবারের টুর্নামেন্টে তিনি আদৌ সেরা পারফর্ম্যান্স দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেটবোদ্ধারা। স্কোয়াড ঘোষণার পর গতকাল প্রথম ম্যাচ খেলেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে ৪ ওভারে খরচ করেন ৫২ রান। ইকোনমি ১৩। ৪২ বর্ষীয় মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে … রান তোলেন আর্শদীপের ওভারে।
আর্শদীপকে নিয়ে চিন্তার মাঝেও ব্যতিক্রম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স এই আইপিএলে একেবারেই ভালো পারফর্ম্যান্স করতে পারে নি। রয়েছে পয়েন্ট তালিকার একদম নীচের দিকে-নয় নম্বরে। তা সত্ত্বেও এই মুহূর্তে টুর্নামেন্টের পার্পল ক্যাপের মালিক বুমরাহ’ই। বাকি বোলাররা যেদিন সুবিধা করতে পারছেন না সেদিনও নজর কাড়ছেন তিনি। লক্ষ্ণৌর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে চার ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন তিনি। শামি নেই চোটের কারণে, আর্শদীপের মতই আইপিএলে অকাতরে রান বিলিয়ে চলেছেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পাওয়ার প্লে বা ডেথ ওভারে তফাৎ গড়ার জন্য ভারত যে বুমরাহ’র দিকেই তাকিয়ে থাকবে তা বলাই বাহুল্য।