দিনকয়েক আগেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। খেতাব জয়ের পথে তারা হারিয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকেও (PAK)। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এক জমজমাট ম্যাচে ভারতকে ৬ রানের ব্যবধানে জয় এনে দিয়েছিলেন বোলার’রা। গতকাল প্রাক্তনীদের খেলায় সেই সাফল্যের পুনরাবৃত্তির আশায় ছিলেন দেশের ক্রিকেট সমর্থকেরা। কিন্তু পূর্ণ হলো না সেই স্বপ্ন। বাবর, রিজওয়ান’রা না পারলেও শাহীদ আফ্রিদি (Shahid Afridi), ইউনিস খান’রা প্রমাণ করলেন যে টিম ইন্ডিয়াকে (Team India) হারানোর দক্ষতা রয়েছে তাঁদের। বার্মিংহ্যামের এজবাস্টনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের তোলা রানের বোঝার নীচেই চাপা পড়তে হলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে (INDIA CHAMPIONS)। এর আগে জোড়া ম্যাচ জিতে লীগ তালিকায় শীর্ষে ছিলো ভারতীয় শিবির। গতকালের হারের পর পিছিয়ে পড়লো তারা।
Read More: ২০২৮ সালে অলিম্পিক খেলবেন রোহিত-বিরাট দুজনেই, রাহুল দ্রাবিড় করলেন কনফার্ম !!
শার্জিল-আকমল ঝড়ে বিপর্যস্ত ভারত-
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে গতকাল ভারত-পাক (IND vs PAK) হেভিওয়েট ম্যাচ আয়োজিত হলো এজবাস্টনে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (INDIA CHAMPIONS) দলের অধিনায়ক যুবরাজ সিং (Yuvraj Singh) টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যুমেরাং হয়ে ফেরে তা। শুরু থেকেই ঝড় তোলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের দুই ওপেনার কামরান আকমল (Kamran Akmal) ও শার্জিল খান। ভারতের হয়ে বল হাতে ছিলেন ধবল কুলকার্ণি, আর পি সিং, হরভজন সিং-রা। কূলকিনারা খুঁজে পান নি কেউই। ইরফান পাঠান (Irfan Pathan) এক ওভারে দিয়ে বসেন ২৫ রান। রীতিমত তাণ্ডব চালিয়ে ১৪৫ রান স্কোরবোর্ডে যোগ করে ফেলে ওপেনিং জুটি। ১১তম ওভারের পঞ্চম বলে শার্জিল’কে যখন আউট করেন অনুরীত সিং (Anureet Singh), ততক্ষণে ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছে পাক দল। ৩০ বলে ৭২ করেন তিনি।
প্রথম উইকেট হারানোর পরেও ঝোড়ো ব্যাটিং বন্ধ করে নি পাকিস্তান চ্যাম্পিয়ন্স (PAKISTAN CHAMPIONS)। শোয়েব মকসুদের সাথে জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান কামরন আকমল। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার গতকাল ৪০ বলে করেন ৭৭ রান। মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। পবন নেগি’র বলে বোল্ড না হলে করতে পারতেন শতরান’ও। এরপর শোয়েব মকসুদের ব্যাট থেকে আসে ২৬ বলে ৫১ রানের ইনিংস। টপ-অর্ডারের তিন ব্যাটারের দুরন্ত অর্ধশতকের সৌজন্যে ২০০’র গণ্ডী টপকায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এরপর শোয়েব মালিক (Shoaib Malik) নেমেছিলেন ব্যাটিং করতে। ১৮ বলে ২৫ করে অপরাজিত থাকেন তিনি। আমের ইয়ামিনের সংগ্রহ ৫ বলে ৫*। শাহীদ আফ্রিদি’র গোল্ডেন ডাক সত্ত্বেও পাক দল ২০ ওভারে তুলে ফেলে ২৪৩।
রায়নার লড়াই ব্যর্থ করে হারলো টিম ইন্ডিয়া-
ভারতের হয়ে গতকালের ম্যাচে ওপেন করতে নেমেছিলেন রবিন উথাপ্পা (Robin Uthappa) ও আম্বাতি রায়ুডু। ২৪৬ রানের বিশাল লক্ষ্যের কথা মাথায় রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুজনেই। তবে বেশীদূর এগিয়ে নিয়ে যেতে পারেন নি জুটি। ১২ বলে ২২ করেই সাজঘরে ফেরেন রবিন উথাপ্পা। সোহেল খানের শিকার হন তিনি। ২৮ রানের মাথায় ভারত প্রথম উইকেট হারায়। এরপর ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন রায়ুডু (Ambati Rayudu) ও রায়না (Suresh Raina)। চেন্নাই সুপার কিংসের হয়ে একটা সময় বহু ম্যাচে একসাথে ব্যাটিং করেছেন দুজনে। সেই স্মৃতি গতকাল ফিরলো এজবাস্টনের বাইশ গজে। ৬১ রান যোগ করেন দুজনে। তারপরেই ছন্দপতন। শোয়েব মালিকের বলে বোল্ড হন রায়ুডু। করেন ২৩ বলে ৩৯।
ভাগ্য সুপ্রসন্ন ছিলো না ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। কোনো বল খেলার আগেই রান আউট হন তিনি। ১ করে সাজঘরে ফেরেন গুরকিরত সিং মান’ও। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের (INDIA CHAMPIONS) দুর্দশা অব্যাহত থাকে ব্যাট হাতে। অধিনায়ক যুবরাজ ১৪ ও ইরফান পাঠান ১৫ করে আউট হতেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিলো ম্যাচের ভবিতব্য। এরপর দ্রুত আউট হন হরভজন সিং ও পবন নেগি’ও। পরপর ৩ উইকেট তুলে নেন প্রাক্তন পাক পেসার ওয়াহাব রিয়াজ (Wahab Riaz)। এই চরম বিপর্যয়ের মাঝেও একা কুম্ভ হয়ে লড়ে যাচ্ছিলেন সুরেশ রায়না। কিন্তু ‘চিন্না থালা’ও ব্যর্থ ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে। ৪০ বলে ৫২ করে সোহেন তনবীরের বলে উইকেট হারান তিনি। ভারতীয় দলের ইনিংস থামে ১৭৫ রানে। ৬৮ রানের বিশাল ব্যবধানে জিতে লীগ শীর্ষে জায়গা করে নেয় ইউনিস খানের দল।