Asia Cup 2023: ভারত এবং শ্রীলঙ্কা, এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে আজ সম্মুখসমরে নেমেছিলো দুই শিবির। দুই হেভিওয়েটের মুখোমুখি সাক্ষাতের ফলাফল আজকের ম্যাচের আগে ছিলো ১১-১১। খেতাব জয়ের নিরিখেও একেবারে সমানে সমানে টক্কর ছিলো দুই দেশের। ভারতের ঝুলিতে ছিলো সাতটি এশিয়া কাপ, আর শ্রীলঙ্কা জিতেছিলো ছয়টি। আজ জিতলে দাসুন শানাকাদের (Dasun Shanaka) কাছে সুযোগ ছিলো ভারতের সাথে টুর্নামেন্টের সফলতম দল হিসেবে আসন ভাগাভাগি করে নেওয়ার। চলতি প্রতিযোগিতাতেই সুপার ফোর পর্বের যে খেলাটিতে মুখোমুখি হয়েছিলো দুই দল, তাতেও বেশ হাড্ডাহড্ডি লড়াই’ই হয়েছিলো। ফাইনালেও জমজমাট ক্রিকেটের আশা নিয়েই টেলিভিশন বা স্মার্ট ফোনের পর্দাইয় চোখ রেখেছিলেন দর্শকেরা। কিন্তু বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। ভারতের পেসের আগুনে দগ্ধ হয়ে শ্রীলঙ্কার সপ্তম ট্রফির স্বপ্ন ভস্মীভূত হলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই।
কেবল টস ছাড়া আজ কিছুই পক্ষে গেলো না শ্রীলঙ্কার। প্রথমে ব্যাটিং করতে নেমে বুমরাহ’র বলে উইকেট হারান কুশল পেরেরা। সেই শুরু। এরপর আর মাথা তুলে দাঁড়ানোর সাধ্যই হলো না লঙ্কা ব্যাটিং-এর। তাদের উপর দিয়ে রীতিমত স্টিম রোলার চালিয়ে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কেন এই মুহূর্তে শাহীন, স্টার্ক, বোল্টদের সাথে এক নিঃশ্বাসে তাঁর নাম উচ্চারিত হয় তা আজ এশিয়া কাপের ফাইনালে বুঝিয়ে দিলেন সিরাজ। একাই তুলে নিলেন শ্রীলঙ্কার ছয় উইকেট। বাকি কাজটুকু সমাধা করলেন হার্দিক পান্ডিয়া। ৩ উইকেট তাঁর। ১৫.২ ওভারে ৫০ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ায় ভারতের জয় ছিলো কেবলই সময়ের অপেক্ষা। মাত্র ৬.১ ওভারের মধ্যে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছালো ‘মেন ইন ব্লু।’ অষ্টম এশিয়া কাপ জিতে রোহিত বাহিনী বুঝিয়ে দিলো আসন্ন বিশ্বকাপের জন্য তারা পুরোপুরি তৈরি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
অবিশ্বাস্য স্পেলে ইতিহাস গড়লেন সিরাজ-

বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম একাদশে রাখেন নি কোচ দ্রাবিড়। আজ ফাইনালে তাই বাড়তি তাগিদ নিয়ে যেন মাঠে নেমেছিলেন তিনি। ইনিংসের গোড়া থেকেই তাঁর বলের গতিবিধির নাগাল পাচ্ছিলেন না শ্রীলঙ্কা ব্যাটাররা। প্রথম ওভার মেডেন দেন। বাইশ গজে ‘মিয়াঁ ম্যাজিক’ শুরু তাঁর দ্বিতীয় ওভার থেকে। প্রথম বলে সিরাজ ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে (Pathum Nissanka)। রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন তিনি। দ্বিতীয় বলে কোনো রান হয় নি। তৃতীয় ও চতুর্থ বলে ফের আঘাত হানেন। শূন্য রানে সাজঘরে ফিরতে হয়ে সাদিরা সমরাবিক্রমা এবং চরিথ আশালঙ্কাকে। পঞ্চম বলটি হালকা পুশে লং অন বাউন্ডারিতে পাঠিয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা। ওভারের শেষ বলেই ‘বদলা’ নেন সিরাজ। তাঁর আউটস্যুইং ডি সিলভার ব্যাট ছুঁয়ে জমা পড়ে কে এল রাহুলের হাতে।
প্রথম ভারতীয় হিসেবে একই ওভারে ৪ উইকেট নিয়েও সিরাজ (Mohammed Siraj) সুনামি থামে নি সেখানেও। এরপর দাসুন শানাকা (Dasun Shanaka) এবং কুশল মেন্ডিসকে ফেরান তিনি। আজ ৭ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নিলেন সিরাজ। কেরিয়ারের সেরা বোলিং-টা এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালেই করলেন তিনি। ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন হার্দিকের। বাকি ১টি উইকেট জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ওভারের তৃতীয় বলে কুশল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কা ব্যাটিং-এ ভাঙনটা তিনিই ধরিয়েছিলেন। ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কাবাহিনী। প্রথমবার এশিয়া কাপে (Asia Cup 2023) কোনো ম্যাচে প্রতিপক্ষের দশ উইকেটই নিলেন পেসাররা। টেলিফোন নম্বরের মত দেখতে লাগা শ্রীলঙ্কা স্কোরবোর্ডে দুই অঙ্কের রান কেবল কুশল মেন্ডিস (১৭) এবং দূসন হেমন্তের (১৩)।
একপেশে ম্যাচে সহজ জয় ভারতের-

আজ আর শুভমান গিলের (Shubman Gill) সাথে ওপেন করতে মাঠে নামেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। বরং ঈশান কিষণকে পাঠানো হয় টিম ইন্ডিয়ার তরফে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বড় রান করার পর আচমকাই মিডল অর্ডারে মানিয়ে নিতে সমস্যার মুখে পড়েছিলেন ঈশান (Ishan Kishan)। আজ প্রিয় পজিশনে ফিরে বেশ সাবলীল লাগলো তাঁকে। পিচ যে ব্যাটারদের বধ্যভূমি নয় তা প্রথম ওভারেই প্রমাণ করে দেন শুভমান গিল (Shubman Gill)। মিড উইকেট দিয়ে অনবদ্য একটি চার মারেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেও ম্যাচ জেতাতে পারেন নি। আজ আরও বেশী দৃপ্ত মনে হলো তাঁকে। যেন পণ করেই নেমেছিলেন কোনো মূল্যেই উইকেট হারাবেন না তিনি।
একদিকে যখন শুভমান ও ঈশানের জুটি দৃঢ় প্রত্যয় নিয়ে ভারতকে অষ্টম এশিয়া কাপ (Asia Cup 2023) জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন মাঠে বেশ হতদ্যম লাগলো শ্রীলঙ্কাকে। ম্যাচ চলাকালীনই স্বপ্ন ভাঙার প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছিলো তাদের চোখেমুখে। জয়সূচক রান তুলে নিতে মাত্র ৩৭ বল খরচ করেন শুভমান ও ঈশান (Ishan Kishan)। যথাক্রমে ১৭ বলে ২৭ এবং ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকলেন দুজনে। মিস ফিল্ড, অনিয়ন্ত্রিত বোলিং-সবই দেখা গেলো ৬.১ ওভারের মধ্যেই। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এতদিন ভারতের বৃহত্তম জয় ছিলো কেনিয়ার বিরুদ্ধে। ২৩১ বল বাকি থাকতে সেই ম্যাচ জিতেছিলো টিম ইন্ডিয়া। আজ এশিয়া কাপ (Asia Cup 2023) ফাইনালে ২৬৭ বল বাকি থাকতেই দশ উইকেটে ম্যাচ জিতে নতুন রেকর্ড তৈরি করলো রোহিত শর্মার দল।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur