IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে স্মরণীয় প্রত্যাবর্তন তরুণ ভারতীয় দলের (Team India)। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়তে হয়েছিলো। মাত্র ১১৬ তাড়া করতে ব্যর্থ হয়ে ভারত পিছিয়ে পড়েছিলো ০-১ ফলে। কিন্তু হারারের মাঠে ঘুরে দাঁড়াতে বেশী সময় নিলো না তারা। ২৪ ঘন্টার ব্যবধানেই সিরিজে সমতা ফেরালেন শুভমান গিল’রা (Shubman Gill)। গতকাল দ্বিতীয় টি-২০তে টিম ইন্ডিয়ার রানের পাহাড়ের নীচে চাপা পড়তে দেখা গেলো শেভ্রনদের। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ শুরুতে অধিনায়ককে হারালেও পরে ঝড় তোলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঋতুরাজ গায়কোয়াড়। দুজনের জুটি বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায় ভারতকে। স্কোরবোর্ড থামে ২৩৪ রানে। তাড়া করতে নেমে নিষ্প্রভ জিম্বাবুয়ে থামলো ১৩৪-এ। ১০০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা অবসর নিয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। এই ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজ তরুণদের কাছে নিজেদের মেলে ধরার দারুণ মঞ্চ। প্রমাণ করার তাগিদ রয়েছে নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) কাছেও। তাই সর্বস্ব দিয়ে এই সিরিজ জিততে বদ্ধপরিকর দল। প্রথম টি-২০তে ভারত হারলেও বল হাতে নজর কেড়েছিলেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তুলে নিয়েছিলেন ৪টি উইকেট। দ্বিতীয় ম্যাচে অভিষেক, ঋতুরাজের দুর্ধর্ষ ব্যাটিং কেড়ে নিয়ে গিয়েছে লাইমলাইট। ফিনিশার হিসেবে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সিরিজের আগামী ম্যাচগুলিতে কারা নায়ক হয়ে ওঠেন, সেদিকে থাকবে নজর। মাঠে নামার আগে শক্তিও বাড়ছে ভারতীয় দলের। যোগ দিচ্ছেন সঞ্জু স্যামসন।
Read More: BCCI ছাড়ছেন জয় শাহ, লক্ষ্য এবার বিশ্ব ক্রিকেটের সিংহাসন !!
তৃতীয় টি-২০তে খেলবেন সঞ্জু স্যামসন-
টি-২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্ত বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হওয়ার পর মূলপর্বের কোনো ম্যাচেই আর দেখা যায় নি তাঁকে। সময় কাটে রিজার্ভ বেঞ্চেই। তবে ভারত বনাম জিম্বাবুয়ে (IND vs ZIM) সিরিজের দলে ঠাঁই হয় তাঁর। টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে সঞ্জুর পাশাপাশি সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শিবম দুবেও। মনে করা হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ থেকে সোজা জিম্বাবুয়ে উড়ে যাবেন তাঁরা। কিন্তু পরে পরিকল্পনা বদল করে বোর্ড। হারিকেন বেরিলের কারণে বার্বাডোজেই দলের সাথে আটকে পড়ায় প্রথম দুটি টি-২০ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁদের। পরে এয়ার ইন্ডিয়ার বিমানে কোহলি, রোহিতদের সাথেই ফেরেন ভারতে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় হাজির ছিলেন তাঁরা, উপস্থিত ছিলেন ওয়াংখেড়ের ট্রফি উদ্যাপনেও।
দিনকয়েকের ‘ছুটি’ কাটিয়েই আবার ক্রিকেটে ফিরতে চলেছেন সঞ্জু (Sanju Samson), যশস্বী’রা। ভারত ছেড়ে তাঁরা উড়ে গিয়েছেন জিম্বাবুয়েতে। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগেই যোগ দিয়েছেন দলের সাথে। হারারেতে গতকাল সঞ্জুকে দেখা গিয়েছিলো জাতীয় দলের সাজঘরে বসে থাকতে। রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের সাথে ম্যাচ উপভোগ করেন তিনি। খেলা শেষে মাঠেও নেমেছিলেন হালকা গা ঘামাতে। সংবাদমাধ্যম সূত্রে খবর আজ থেকে সম্পূর্ণ অনুশীলন শুরু করতে চলেছেন তিনি। গত দুটি টি-২০তে উইকেটরক্ষক হিসেবে দস্তানা হাতে দেখা গিয়েছে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। কিন্তু তৃতীয় টি-২০ থেকে এই ভূমিকায় মাঠে নামার সম্ভাবনা ‘অভিজ্ঞ’ সঞ্জুরই। শিবম বা যশস্বী আদৌ খেলবেন কিনা বা খেললেও কাদের বদলে মাঠে নামবেন তা পরিষ্কার নয়, তবে সঞ্জুর খেলার ব্যপারে আশাবাদী বিশেষজ্ঞরা।