ind-vs-zim-fans-on-x-slam-shubman-gill

IND vs ZIM: গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের (IND vs ZIM) প্রথম টি-২০ ম্যাচে অপ্রত্যাশিত ভাবে হেরে বসেছে ভারতীয় দল। প্রথমে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ১১৫ রানে বেঁধে রাখলেও ব্যাটিং ব্যর্থতা সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। মাত্র ১০২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৩ রানে জিতে ঘরের মাঠে ১-০ এগিয়ে গিয়েছে শেভ্রনরা। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার (Team India) সামনে। সিনিয়ররা রয়েছেন বিশ্রামে। ছন্দ খুঁজে পাওয়া জিম্বাবুয়েকে হারাতে নিজেদের সর্বস্ব মাঠে উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছে ‘মেন ইন ব্লু’র তরুণ ব্রিগেড। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন আজ। প্রতিপক্ষের উপর বড় রানের বোঝা চাপানোর টার্গেট থাকলেও শুরুতেই পড়তে হয়েছে সমস্যার মুখে। দ্বিতীয় ওভারেই পড়েছে উইকেট।

Read More: KKR ছেড়ে টিম ইন্ডিয়ার পথে গৌতম গম্ভীর, স্পষ্ট করলো খোদ ফ্র্যাঞ্চাইজিই !!

গত ম্যাচে অপর প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছিলো, তখন এক প্রান্ত সামলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। দীর্ঘ সময় একা কুম্ভ হয়ে লড়াই চালান তিনি। কিন্তু আজ ওপেন করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়োলেন ভারতীয় ওপেনার। ব্লেসিং মুজারাবানির ওভারের দ্বিতীয় বলেই তিনি ক্যাচ দিয়ে বসেন ব্রায়ান বেনেটের (Brian Benett) হাতে। গত ম্যাচে করেছিলেন ২৯ বলে ৩১ রান। আজ তাঁকে থামতে হলো ৪ বলে ২ রান করেই। ভারত প্রথম উইকেট হারায় ১০ রানের মাথায়। গত ম্যাচে লজ্জার পরাজয়ের পর আজ শুভমান (Shubman Gill) ও তাঁর সতীর্থদের থেকে দায়িত্বশীল ব্যাটিং-এর আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু শুরুতেই এভাবে বিপর্যয়ের মুখে পড়া মানতে পারছেন না তাঁরা। শুভমান আউট হতেই তাই নেটদুনিয়ায় আছড়ে পড়েছে বিক্ষোভের ঝড়। তোপের মুখে অধিনায়ক।

‘আহমেদাবাদ ছাড়া টি-২০তে রান করবে না, ঠিকই করে নিয়েছেন শুভমান’ লিখেছেন একজন। ‘ভাগ্য ভালো টি-২০ বিশ্বকাপে ওকে ট্র্যাভেলিং রিজার্ভে রেখেছিলেন নির্বাচকেরা। মূল স্কোয়াডে থাকলে আর ট্রফি জেতা হত না’ মন্তব্য আরও একজনের। ‘আন্তর্জাতিক আঙিনার জন্য আর কবে তৈরি হয়ে উঠবেন এই তরুণ’রা?’ প্রশ্ন রেখেছেন এক টিম ইন্ডিয়া সমর্থক। ‘আজও সম্ভবত হারতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের মত লজ্জাও হয়ত দেখতে হবে এবার’ আশঙ্কা প্রকাশ করেছেন একজন। ‘যাঁরা শুভমানকে পরবর্তী কোহলি বলতেন তাঁরা একবার মুখগুলো দেখান’ টিপ্পনি এক নেটনাগরিকের। ‘রোহিত-বিরাটের অভাব ঢাকার জন্য এখনও প্রস্তুত নন পরবর্তী প্রজন্ম’ আক্ষেপের সুর ছড়িয়ে পড়েছে ট্যুইটারের দুনিয়ায়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM: অধিনায়ক হয়েই এই ক্রিকেটারের কেরিয়ার বরবাদ করতে উঠেপড়ে লেগেছেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *