ind-vs-zim-fans-celebrate-indias-win

IND vs ZIM: গতকাল হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবুয়ের (ZIM) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। মাত্র ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রায়ান বেনেট, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই ছাতারাদের বোলিং আক্রমণের বিপক্ষে বেশ দিশাহারা দেখিয়েছিলো তাদের। ১০২ রানেই গুটিয়ে গিয়েছিলো ইনিংস। ১৩ রানের ব্যবধানে পরাজয়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছিলো সমর্থকমহলে।

বিরাট-রোহিতদের (Rohit Sharma) উত্তরসূরি হিসেবে যাঁদের এগিয়ে দেওয়া হচ্ছে সামনে তাঁরা আদৌ প্রস্তুত তো? আশঙ্কা প্রকাশ করেছিলেন নেটিজেনরা। যাবতীয় প্রশ্ন, যাবতীয় আশঙ্কার জবাব দিতেই আজ দ্বিতীয় টি-২০তে যেন মাঠে নেমেছিলেন তরুণ তুর্কি’রা। আজ কেবল জয় নয়, প্রতিপক্ষকে রীতিমত গুঁড়িয়ে দিয়ে তাঁরা বুঝিয়ে দিলেন যে আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত তাঁরা। ।

Read More: IND vs ZIM, 2nd T20i: অভিষেকের তাণ্ডবে বিধ্বস্ত জিম্বাবুয়ে, প্রথমে ব্যাট করে ভারত তুললো ২৩৪ রান !!

টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। শুরুতেই শুভমান গিল (Shubman Gill) আউট হওয়ায় খানিক চাপ বেড়েছিলো তাদের। কিন্তু এরপর অদম্য হয়ে উঠতে দেখা যায় ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মা’কে (Abhishek Sharma)। খানিক সময় নিলেন তাঁরা। তারপর প্রতিপক্ষ বোলারদের নাভিঃশ্বাস তুলে দেন চার-ছক্কার বৃষ্টিতে। প্রথম ম্যাচে শূন্য করেছিলেন অভিষেক। আজ তাঁর ব্যাট থেকে এলো ৪৭ বলে ১০০ রানের ইনিংস। নেটজনতার কুর্নিশ কুড়োলেন তিনি।

Abhishek Sharma | IND vs ZIM | Image: Getty Images
Abhishek Sharma | IND vs ZIM | Image: Getty Images

‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে উঠতে চলেছে ও’ লিখেছেন একজন। ‘যুবরাজ সিং ঠিকই বলেছিলেন। লম্বা রেসের ঘোড়া হতে পারেন অভিষেক’ মন্তব্য আরও একজনের। অপরাজিত ৭৭ করেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রশংসিত হন তিনিও। ‘ঋতুরাজ বোঝালো যে নিয়মিত সুযোগ পেলে ও সেরাদের একজন হতে পারে’ লিখেছেন এক নেটনাগরিক। ২২ বলে রিঙ্কু সিং-এর (Rinku Singh) অপরাজিত ৪৮ নিয়েও প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।

Ruturaj Gaikwad | IND vs ZIM | Image: Getty Images
Ruturaj Gaikwad | IND vs ZIM | Image: Getty Images

২৩৫ রানের পাহাড়সম লক্ষ্য যে জিম্বাবুয়ের পক্ষে পেরোনো সম্ভব নয় সে বিষয়ে ইনিংসের বিরতিতেই নিশ্চিত ছিলেন সকলে। তাও যেন আজ নির্মম ক্রিকেট প্রদর্শনের পরিকল্পনা ছিলো ভারতের। প্রথম ওভারেই ইনোসেন্ট কাইয়া’কে আউট করেন মুকেশ (Mukesh Kumar)। ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্রায়ান বেনেটকেও (Brian Benett) আউট করেন তিনিই। এরপর তাসের ঘরের মত ভাঙে শেভ্রন মিডল অর্ডার। ডিওন মায়ার্স, সিকান্দার রাজা-রান পান নি কেউই।

সপ্তম উইকেটের পতনের পর খানিক ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ওপেনার ওয়েসলি মাধেবেরে (Wessley Madhevere) ৪৩ ও লুক জংওয়ে (Luke Jongwe) করেন ৩৩। তবে ১৩৪ রানের বেশী এগোনো সম্ভব হয় নি তাদের পক্ষে। ১০০ রানের ব্যবধানে জিতলো ভারত। ফলাফল সামনে আসতেই উৎসব সমর্থকদের। ‘তরুণ ভারত প্রমাণ করলো গতকালের ফল অঘটন ছিলো’, ‘পিছিয়ে পড়লেও এভাবেই ফিরে আসতে হয়’ এক্স-প্ল্যাটফর্মে লিখেছেন নেটজনতা।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ZIM: “ঘরের মাঠের শের…” উইকেট ছুঁড়ে এলেন শুভমান গিল, অধিনায়ককে তুলোধোনা নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *