IND vs ZIM: “এমন ক্যাপ্টেন চাই না…” শুভমানকে নিশানা নেটদুনিয়ার, জয়সওয়ালের সাথে দুর্ব্যবহার করায় জুটলো ‘স্বার্থপর’ তকমা !! 1

IND vs ZIM: জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। পরিবর্তে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো শুভমান গিলের (Shubman Gill) কাঁধে। দেশের দ্বাদশ টি-২০ অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন গত ৬ জুলাই। সাফল্য পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছিলো খানিক। শুভমানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India) প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবেই হেরে বসে শেভ্রনদের বিরুদ্ধে। কোহলি-রোহিতদের জমানাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য নতুন ভারতীয় দল কি তৈরি? এই প্রশ্ন উঠে গিয়েছিলো সেইদিন। প্রশ্নের জবাব দিতে অব অবশ্য বেশী দেরী করে নি ভারতের পরবর্তী প্রজন্ম। ৭ তারিখ দ্বিতীয় ম্যাচে তারা ছিনিয়ে নেয় ১০০ রানের ব্যবধানে দাপুটে জয়। এরপর ১০ তারিখ তৃতীয় ম্যাচেও প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগই দেয় নি তারা।

গতকাল চতুর্থ ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে ছিলো সিরিজ জিতে নেওয়ার সুযোগ। তা হাতছাড়া করেন নি শিবম দুবে, রিঙ্কু সিং-রা (Rinku Singh)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ উইকেট তুলতে প্রাথমিক সমস্যায় পড়লেও হাল ছাড়ে নি দল। মাধবেরে, তাদিনাওয়াশে ও জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza) ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঠিকই। তবে তা সত্ত্বেও এগোতে পারেন নি ১৫২ রানের আগে। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী অবতার ধারণ করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অপর প্রান্তে তাঁকে যোগ্য সঙ্গত করেন শুভমান গিল (Shubman Gill)। দুজনের জুটি দ্বিতীয় বারের জন্য পেরিয়ে যায় ১৫০ রানের মাইলস্টোন। শেষমেশ ১৬ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছে সিরিজ পকেটস্থ করে টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে ট্রফি জিতেই মাঠ ছাড়েন শুভমান।

Read More: IND vs ZIM, 5th T20i: বাদ পড়ছেন খলিল, বিশ্রামে ঋতুরাজ, নিয়মরক্ষার টি-২০তে নতুন ছকে আক্রমণ সাজাচ্ছে টিম ইন্ডিয়া !!

অর্ধশতকের পরেও তোপের মুখে অধিনায়ক-

Shubman Gill and Yashasvi Jaiswal | IND vs ZIM | Image: Getty Images
Shubman Gill and Yashasvi Jaiswal | IND vs ZIM | Image: Getty Images

গতকাল ৯৩ রান করে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অর্ধশতক শুভমানেরও। তাঁর সংগ্রহ অপরাজিত ৫৮ রান। এই নিয়ে টানা দুই ম্যাচে পঞ্চাশের গণ্ডী পেরোলেন তিনি। রান পেয়েও অবশ্য নেটজনতার রোষ এড়াতে পারলেন না তিনি। নেপথ্যে তাঁর ওপেনিং পার্টনার যশস্বীর (Yashasvi Jaiswal) সেঞ্চুরি হারানো। একটা সময়, যখন তরুণ বাম হাতি ব্যাটার দাঁড়িয়ে ৮৫ রানে, তখন ভারতের প্রয়োজন ছিলো ২৫ রানের। কিন্তু এরপর শুভমান (Shubman Gill) ধুন্ধুমার ব্যাটিং করে বড় রান তুলে দেওয়ায় আর শতরানের জন্য এগোনো সম্ভব হয় নি যশস্বীর। রোহিত শর্মা, কে এল রাহুল ও সূর্যকুমার যাদবের পর চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে একাধিক শতকের মাইলস্টোনও স্পর্শ করা হয় নি। এতেই চটেছেন নেটিজেনরা।

‘কখনও কখনও নিজের রান নয়, অন্যের দিকেও খেয়াল রাখা উচিৎ’ শুভমানকে তীব্র কটাক্ষ করে লিখেছেন একজন। ‘এমন স্বার্হপরতার নিদর্শন না দেখালেও পারতে’ অধিনায়ককে পরামর্শ দিয়েছেন কেউ কেউ। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাতে বিরাট কোহলি জয়সূচক রান নিতে পারেন, সেহেতু সুযোগ থাকা সত্ত্বেও বল রুখতে দেখা গিয়েছিলো মহেন্দ্র সিং ধোনি’কে। সেই কথাও তরুণ তারকাকে মনে করিয়ে দিয়েছেন অনেকে। নেটনাগরিকদের অনেকের চর্চায় আবার উঠে এসেছে উলটো বিষয়টিও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এভাবেই তরুণ তিলক বর্মাকে অর্ধশতকের সুযোগ দেন নি হার্দিক পান্ডিয়া। সেই দিকে ইঙ্গিত করে কেউ কেউ লিখেছেন, ‘হার্দিকের পথেই হাঁটছে শুভমান।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ZIM: “এ তো পুরোই আগুন…” ১০ উইকেটে জয় ভারতের, যশস্বী-শুভমানের ধুন্ধুমার ব্যাটিং-এ মোহিত নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *