IND vs SL: তিরুঅনন্তপুরমে ল্যান্ড করলো বিরাটের হেলিকপ্টার ! দুরন্ত শটে ধোনিকে মনে করালেন ‘কিং কোহলি’ !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিলো ভারত। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বরেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে গুয়াহাটি এবং কলকাতায় জয় পাওয়ার ফলে সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিলো রোহিত শর্মা অ্যান্ড কোং। গতকালের নিয়মরক্ষার ম্যাচে দাসুন শানাকাদের ‘মেন ইন ব্লু’ পরাজিত করলো ৩১৭ রানে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৯০ রান। ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমান গিল (Shubaman Gill), বিরাট কোহলিরা (Virat Kohli)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় শতরান করেন শুভমান। শতরান কোহলিরও। এভারেস্টসম লক্ষ্য তাড়া করতে নেমে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বোলিং-এর সামনে দিশাহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। চাপ সামলাতে না পেরে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় তারা। বিশাল ব্যবধানে এই জয়ের দিনে ক্রিকেটের আঙিনা কেবলই বিরাটময়। দীর্ঘদিন অফ ফর্মের সাথে যুদ্ধ করার পর বীরের প্রত্যাবর্তন ঘটালেন তিনি ক্রিকেটের বাইশ গজে। গ্রিনফিল্ড স্টেডিয়ামে বিরাটের ব্যাটে দেখা গেলো তাঁর প্রিয় ‘মাহি ভাই’-এর ছোঁয়াও। কোহলির হেলিকপ্টার শট সটান আছড়ে পড়লো গ্যালারিতে।

একদিনের ক্রিকেটের পর্বত শীর্ষের আরও কাছে কোহলি-

Virat Kohli | image: twitter
Virat Kohli goes past Mahela Jayawardene to become 5th highest run scorer in ODI cricket

দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান ছিলো না বিরাট কোহলির ব্যাটে। তিনি ফুরিয়ে গিয়েছেন বলেও সরব হয়েছিলেন অনেক বিশেষজ্ঞ। এক সময় ভারতীয় দল থেকে কোহলিকে (Virat Kohli) বাদ দেওয়ার কথাও উঠতে শুরু করেছিলো। সব সমালোচনার জবাব ক্রিকেটের বাইশ গজেই দিলেন ‘কিং কোহলি।’ অফ ফর্মের অন্ধকার যে তিনি কাটিয়ে উঠেছেন তার ইঙ্গিত দিয়েছিলেন টি-২০ বিশ্বকাপেই। ৯৯ ব্যাটিং গড় নিয়ে ৬ ম্যাচে করেছিলেন ২৯৬ রান। এরপর বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে শতরান আসে তাঁর ব্যাটে। যেখানে ২০২২-এ ইতি টেনেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন নয়া বছর। তিন একদিনের ম্যাচে দুই শতরান করে সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সাথে সাথে তৈরি করেছেন একাদিক নয়া রেকর্ডও। গতকাল একদিনের ক্রিকেটে ৪৬তম শতরান করলেন তিনি। সামনে কেবল শচীন তেন্ডুলকর। ক্রিকেটের ঈশ্বরের ৪৯ ODI শতরান থেকে মাত্র ৩ ধাপ দূরে রয়েছে বিরাট। শচীন (Sachin Tendulkar) যেখানে ৪৫২ ইনিংস খেলেছেন, সেখানে বিরাট (Virat Kohli) খেলেছেন মাত্র ২৫৯ ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ১০০ শতরান থেকে অবশ্য এখনও কিছুটা দূরেই বিরাট (৭৪)। একই সাথে মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) টপকে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন কোহলি (Virat Kohli)। জয়বর্ধনে ৩৩.৭ ব্যাটিং গড়ে ১২৬৫০ রান করেছিলেন ৪১৮ ইনিংসে। ২৫৯ ইনিংসে ৫৮ ব্যাটিং গড় নিয়ে বিরাটের এখন রান সংখ্যা ১২৭০০। তাঁর সামনে কেবল শচীন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara), রিকি পন্টিং (Ricky Ponting) এবং সনৎ জয়সূর্য (Sanath Jayasurya)।

হেলিকপ্টার শটে ধোনির ছায়া বিরাটের ব্যাটে-

Kohli IND vs Sl | image: twitter
Virat Kohli reminded fans of MS Dhoni with his ‘helicopter shot’ against Sri Lanka

শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আগাগোড়া আগ্রাসন দেখিয়ে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে একের পর এক মাইলস্টোন ছুঁলেন ভারতীয় কিংবদন্তী। সাধারণত তাঁর বড় ইনিংস গুলিতে ছক্কা কমই থাকে। বরং চার এবং শর্ট রানের ওপরই আস্থা রাখতে দেখা যায় ‘কিং কোহলি’কে। তবে গতকালের কোহলি ছিলেন একেবারেই ব্যতিক্রম। শিল্পীর তুলির টান যেমন ছিলো তাঁর ব্যাটিং-এ, তেমনই ছিলো ধুন্ধুমার ‘পাওয়ার হিটিং।’ গ্রিনফিল্ড স্টেডিয়ামে ১৩ টি চারের পাশাপাশি ৮ টি ছক্কা এলো তাঁর ব্যাট থেকে। যা বিরাটের (Virat Kohli) ব্যক্তিগত রেকর্ড। এর আগে এক ইনিংসে এত বেশী ছক্কা কখনও মারেন নি তিনি। কভারের ওপর দিয়ে লফটেড শট বা কব্জীর মোচড়ে দুরন্ত ফ্লিক, সবই দেখা গেলো গতকাল। তবে বিরাটের একটি বিশেষ শট মোহিত করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। ফিরিয়ে এনেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) স্মৃতি। ভারতের ইনিংসের ৪৪তম ওভার চলছে তখন। বল হাতে রয়েছেন কাসুন রাজিথা (Kasun Rajitha)। আর বোলারদের বাইশ গজে শাসন করছেন ‘কিং কোহলি।’ ওভারের চার নম্বর বলে ধোনির মতই ‘হেলিকপ্টার শট’ মারেন কোহলি। লং অন বাউন্দারির ওপর দিয়ে বল আছড়ে পড়ে গ্যালারিতে। শট মেরে আর বলের দিকে তাকান নি তিনি। বিরাটের (Virat Kohli) ব্যাটে হেলিকপ্টার শট দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন মাঠে উপস্থিত দর্শকেরা।

দেখে নিন বিরাটের সেই ‘হেলিকপ্টার শট’-

Read More: অশ্বিনের দেখানো পথেই হাঁটলো পাকিস্তান ! আরও একবার ‘মানকাড’ বিতর্ক মেয়েদের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *