IND vs SL, 1st T20i: ফাঁস হলো ভারতীয় একাদশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিততে মোক্ষম চাল দিচ্ছেন কোচ গম্ভীর !! 1

IND vs SL: টি-২০ বিশ্বজয়ীরা আজ আরও একবার নামতে চলেছে মাঠে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ক্যান্ডির মাঠে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সরে দাঁড়িয়েছেন কুড়ি-বিশের ক্রিকেট থেকে। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত ধরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ ২০২৬-এ রয়েছে পরবর্তী টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। নিজেদের খেতাব রক্ষার ছক কষা এই শ্রীলঙ্কা সফর থেকেই শুরু করতে চায় ভারত। আশালঙ্কা, হাসারাঙ্গা, পাথিরানাদের বিপক্ষে নিজের দলের ক্রিকেটারদের পরখ করে দেখে নিতে চাইবেন নয়া কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ১৫ সদস্যের স্কোয়াড থেকে কোন এগারো জনকে তিনি বেছে নেবেন সেই প্রশ্নের জবাবের সন্ধানে সকলে। ‘গুরু’ গম্ভীরের সিদ্ধান্ত জানা যাবে ম্যাচ শুরু হলে। তবে তার আগেই সম্ভাব্য একাদশের আভাস দিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।

Read More: “ওকে সুযোগ দিলেই…” হার্দিক পান্ডিয়াকে গুরুদায়িত্ব দিতে চান সূর্যকুমার যাদব, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই করলেন খোলাসা !!

ক্যাপ্টেন সূর্যের ‘তুরুপের তাস’ যশস্বী-ঋষভ-

Suryakumar Yadav and Shivam Dube | IND vs SL | Image: Getty Images
Suryakumar Yadav and Shivam Dube | Image: Getty Images

ওয়াসিম জাফর (Wasim Jaffer) যে সম্ভাব্য ভারতের জন্য যে সম্ভাব্য একাদশ বেছেছেন সেখানে ওপেনার হিসেবে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। জিম্বাবুয়ে সফরেও ইনিংসের শুরুতে মাঠে নেমেছিলেন তাঁরাই। ভালো ছন্দে আছেন দু’জনে। তিন নম্বরে রাখা হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। টি-২০ বিশ্বকাপেও তিনেই খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। জাফরের একাদশে জায়গা হয় নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। উইকেটরক্ষক হিসেবে তিন ফর্ম্যাটেই যে প্রাধান্য পাবেন ঋষভ, তা দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। তাঁর বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখেই একাদশ বেছে নিয়েছেন ওয়াসিম জাফর।

পছন্দের চার নম্বরে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি কেমন পারফর্ম্যান্স করেন সেদিকে থাকবে নজর। তারপর থাকতে পারেন শিবম দুবে (Shivam Dube)। শ্রীলঙ্কার স্পিন আক্রমণ ভোঁতা করার দায়িত্ব পেতে পারেন তিনি। ছয় নম্বরে জাফর রেখেছেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপের নায়ক দিনকয়েকের বিরতির পর মাঠে ফিরছেন আজ। ‘ফিনিশার’ হিসেবে সাত নম্বরে জাফর জায়গা দিয়েছেন রিঙ্কু সিং’কে (Rinku Singh)। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে জাত চিনিয়েছেন বাম হাতি ব্যাটার। আজ ক্যান্ডির মাঠেও তাঁর জ্বলে ওঠার অপেক্ষায় টিম ইন্ডিয়ার সমর্থকেরা।

দুই স্পিনার ও দুই পেসারে ছক সাজাবে ভারত?

Mohammed Siraj | IND vs SL | Image: Getty Images
Mohammed Siraj | IND vs SL | Image: Getty Images

হার্দিক ও শিবম রয়েছেন জাফরের বেছে নেওয়া প্রথম একাদশে। প্রয়োজনে অতিরিক্ত পেস বিকল্প হয়ে উঠতে পারেন দু’জনে। বিশেষ করে হার্দিকের (Hardik Pandya) বোলিং-এর দিকে কড়া নজর রাখতে পারেন নয়া কোচ গৌতম গম্ভীর। এছাড়া দুই স্পিনার ও দুই পেসারকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে। থাকছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ব্যাট হাতেও দলের প্রয়োজনে কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। তিন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি গভীরতা প্রদান করেছে স্কোয়াডকে। এছাড়া থাকছেন লেগস্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে ভালো পারফর্ম্যান্স করেছেন তিনি। রিজার্ভ বেঞ্চেই জায়গা হতে পারে ওয়াশিংটন সুন্দরের।

শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) দুরন্ত রেকর্ড মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। গত বছর এশিয়া কাপের ফাইনালে একাই ভেঙেছিলেন লঙ্কান ব্যাটিং লাইন আপ। ওডিআই বিশ্বকাপেও হয়ে উঠেছিলেন লঙ্কানদের ত্রাস। আজও ভারতের প্রথম একাদশে ঠাঁই হতে পারে ডান হাতি পেসারেরে। এমনটাই মনে করছেন ওয়াসিম জাফর (Waism Jaffer)। পক্ষান্তরে দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। পাঞ্জাবের তরুণ টি-২০ বিশ্বকাপে নিয়েছেন ১৭ উইকেট। হয়েছেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী। সিরাজের সাথে তাঁর ডান হাতি-বাম হাতি জুটি নজর কাড়তে পারে পাল্লেকেলের বাইশ গজে।

এক নজরে জাফরের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

Also Read: IND vs SL: পাল্লেকেলেতে দেখা যাবে সূর্য’ দের তান্ডব নাকি বৃষ্টিতে ভেস্তে যেতে চলেছে প্রথম ম্যাচ, জানুন বিস্তারিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *