IND vs SL: আজ থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হলো এক নতুন অধ্যায়। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নামলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কোচ হিসেবেও ইনিংস শুরু করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূচনাটা স্মরণীয় হয়ে রইলো দুইজনের জন্যই। কারণ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে (IND vs SL) ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দিলো ভারত। টসে জিতে আজ প্রথমে টিম ইন্ডিয়াকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় লঙ্কাবাহিনী। তবে চরিথ আশালঙ্কার (Charith Asalanka) সেই সিদ্ধান্ত শুরুতেই ফেরে ব্যুমেরাং হয়ে। বিস্ফোরক ব্যাটিং করে পাওয়ার প্লে’তেই স্কোরবোর্ডে ৭৪ রান তুলে দেয় ভারত। শক্ত ভিতের উপর এর পর ইমারত গড়েন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব’রা।
উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ (Rishabh Pant) আজ করেন ৪৯ রান। টি-২০তে দিনকয়েক আগেই ব্যাটারদের র্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিংহাসন ফিরে পেতে তিনি যে বদ্ধপরিকর তা আজ বুঝিয়ে দিলেন তিনি। মাত্র ২৬ বলে করলেন ৫৮ রান। লঙ্কানদের বিপক্ষে (IND vs SL) ছয় নম্বর টি-২০ ম্যাচে এই নিয়ে চতুর্থবার পঞ্চাশ পেরোলেন তিনি। ভারত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে তোলে ২১৩ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাবলীল ছিলো শ্রীলঙ্কা। তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও কুশল মেন্ডিস। কিন্তু ৪৭ করে মেন্ডিস আউট হওয়ার পরেই ভাঙন ধরে ব্যাটিং-এ। নিশাঙ্কার ৭৯ ছাড়া উল্লেখযোগ্য রান পান নি কেউই। ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। চমকপ্রদ অর্ধশতকের জন্য ম্যাচের সেরার পুরষ্কারও পান ভারত অধিনায়ক সূর্যকুমার’ই।
Read More: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া, ৪৩ রানে জিতলো প্রথম ম্যাচ !!
নেতৃত্বের অভিষেকে রেকর্ড গড়লেন সূর্যকুমার-
টি-২০ ক্রিকেটের ব্যকরণই যেন বদলে দিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাঠের যে কোনো প্রান্ত দিয়ে যে বলকে পাঠানো যায় বাউন্ডারির বাইরে, তা প্রমাণ করে দিয়েছেন তিনি। আজও ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেলো তাঁকে। স্কোয়্যার লেগের উপর দিয়ে ছক্কা মেরেছেন, আবার তাঁর তূণ থেকে বেরিয়েছে ধ্রুপদী সব ড্রাইভ’ও। ৮টি চার ও জোড়া ছক্কার সাহায্যে কেরিয়ারের ১৯তম টি-২০ অর্ধশতকের মাইলস্টোন পেরোন তিনি। ধুন্ধুমার ৫৮ রানের ইনিংসের পরে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনিই। একইসাথে নবনিযুক্ত ভারত অধিনায়ক গড়ে ফেললেন নয়া রেকর্ড’ও। মাত্র ৬৯টি ম্যাচ খেলে এই নিয়ে ১৬ বার ম্যাচের সেরা নির্বাচিত হলেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে যা সর্বোচ্চ। স্পর্শ করলেন বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। ১২৫ ম্যাচে ১৬ বার ম্যাচের সেরা হয়েছিলেন ‘কিং কোহলি।’
খেলা শেষে ব্যক্তিগত রেকর্ড নয়। অধিনায়ক সূর্যকুমারের (Suryakumar Yadav) গলায় তৃপ্তি ঝরে পড়লো দল জয় পাওয়ায়। সমষ্টিগত সাফল্যই যে লক্ষ্য তা স্পষ্ট করেন তিনি। বলেন, “ওরা (শ্রীলঙ্কা) ভালো ক্রিকেট খেলছিলো প্রথম বল থেকেই। ছন্দ ধরে রাখছিলো। কৃতিত্ব দিতেই হবে ওদের। আমরা জানি পিচ রাতে কেমন আচরণ করে। সৌভাগ্যবশত শিশির ছিলো না।” চাপের মুখে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখা যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) শিখেছেন তা জানান সূর্য (Suryakumar Yadav)। বলেন, “যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছিলাম, তাতে বুঝতে পেরেছিলাম যে এই ম্যাচের এখনও অনেকটা বাকি রয়েছে।” যশস্বী-শুভমানের ডান হাতি ও বাম হাতি জুটি কি ভবিষ্যতেও থাকবে? উত্তরে সূর্যের মন্তব্য, “দলের জন্য যা কাজে আসে তা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেবো।”