IND vs SL: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পরেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো ভারত। পাঁচ ম্যাচের সিরিজের পর ছিলো দিনকয়েকের বিশ্রাম। তারপর আজ ফের বাইশ গজের যুদ্ধে নেমেছে দল। টি-২০’র ময়দানে ‘মেন ইন ব্লু’র প্রতিপক্ষ শ্রীলঙ্কা (IND vs SL)। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার সামনে। সরে দাঁড়িয়েছেন রোহিত-কোহলি-জাদেজার মত কিংবদন্তি। কোচের আসন থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)। নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কোচ গৌতম গম্ভীরের কেমিস্ট্রির খানিক আভাস মিলবে আজ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ভারতকেই প্রথম ব্যাটিং করতে পাঠায় লঙ্কাবাহিনী। যশস্বী, ঋষভ, সূর্যরা রান পেলেও হতাশ করলেন হার্দিক পান্ডিয়া।
Read More: “পিটিয়ে ছাতু করে দিলো…” শ্রীলঙ্কার বিরুদ্ধে মারমূখী রূপ গ্রহণ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!
টি-২০ বিশ্বকাপে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন অর্ধশতক। আজ শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) পাল্লেকেলে স্টেডিয়ামে অবশ্য তার পুনরাবৃত্তি দেখা গেলো না তাঁর থেকে। ডেথ ওভারে তাঁর থেকে প্রত্যাশা ছিলো ধুন্ধুমার ব্যাটিং-এর। কিন্তু মাঠে সাবলীল দেখায় নি তাঁকে। আসে নি একটির বেশী বাউন্ডারিও। শেষমেশ ১০ বল খেললেও ৯ রানের বেশী স্কোরবোর্ডে যোগ করতে পারেন নি তিনি। গতি ও নিয়ন্ত্রণে নিখুঁত থেকে হার্দিককে সাজঘরের রাস্তা থেকেই মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। ১৭তম ওভারের তৃতীয় ডেলিভারিটিতে ক্রিজ ছেড়ে অনসাইডের দিকে খানিক সরে গিয়েছিলেন হার্দিক। চেয়েছিলেন জায়গা তৈরি করে বড় শট মারতে। কিন্তু কাল হয়ে দাঁড়ায় সেই প্রচেষ্টাই।
১৫১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বল’টি করেছিলেন পথিরানা (Matheesha Pathirana)। হার্দিকের নড়াচড়ার সাথে সাথে নিজের ডেলিভারির দিশাও পরিবর্তন করেন তরুণ পেসার। ‘ফলো’ করেন ভারতীয় অলরাউন্ডারকে। আর তাতেই মেলে সাফল্য। মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু ব্যাটের ভিতরের দিকে লেগে বল আছড়ে পড়ে স্টাম্পে। যবনিকা পড়ে ইনিংসে। ভারতের টপ-অর্ডার আজ ভালো খেললেও চিন্তা রয়ে গেলো মিডল অর্ডার নিয়ে। হার্দিকের পাশাপাশি রান পান নি রিয়ান পরাগ (Riyan Parag)। করেন ৭ বলে ৬। ব্যর্থ হয়ে ফিরে যান রিঙ্কু সিং-ও। মাত্র ১ রান করেন বাম হাতি ‘ফিনিশার।’ টিম ইন্ডিয়াকে ২০০’র গণ্ডী পেরোতে সাহায্য করলেন অক্ষর প্যাটেল। অপরাজিত থাকেন ১৩ করে।
দেখে নিন হার্দিকের উইকেটটি-
Also Read: IND vs SL, 1st T20i: পাল্লেকেলেতে জ্বলে উঠলো টপ-অর্ডার, শ্রীলঙ্কার বিপক্ষে টিম ইন্ডিয়া’র স্কোরবোর্ডে ২১৩ !!