ind-vs-sl-probable-ind-xi-for-1st-t20

IND vs SL: গত মাসের ২৯ তারিখ বার্বাডোজের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০’র আসরে ইতিহাস লিখেছে টিম ইন্ডিয়া (Team India)। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে দ্বিতীয়বার ঘরে তুলেছে টি-২০ বিশ্বকাপ। সাফল্যের শৃঙ্গজয়ের সাথে সাথেই কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মার (Rohit Sharma) মত মহাতারকারা। তাঁদের ছাড়াই ২০২৬-এর কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করছে ‘মেন ইন ব্লু।’ সামনে শ্রীলঙ্কা সফর। তিন ম্যাচের সিরিজ থেকেই পরিকল্পনা শুরু করতে চায় ভারত। দ্রাবিড়ের পর কোচের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।  আগামী ২৭, ২৮ ও ৩০ তারিখের তিন ম্যাচে ঘোষিত স্কোয়াডের ১৫ সদস্যকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইবেন তিনি। বিশেষজ্ঞদের মতে প্রথম টি-২০’র জন্য দল ইতিমধ্যেই সাজিয়ে রেখেছেন নতুন কোচ।

Read More: IPL 2025: একই দলের হয়ে আইপিএল খেলবেন বিরাট-রোহিত, টুর্নামেন্ট শুরুর আগে বড় খোলাশা !!

নেই রিঙ্কু, ব্যাটিং আক্রমণে থাকছেন রিয়ান-

Riyan Parag | IND vs SL | Image: Getty Images
Riyan Parag | Image: Getty Images

শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill)। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই আস্থা রাখা হচ্ছে শুভমানের উপর। গম্ভীরের প্রশিক্ষনে নিজেকে মেলে ধরতে চাইবেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখা যাবে তিন নম্বরে। পছন্দের পজিশন চার হলেও এর আগে তিনে নেমে সাফল্য পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার পিচে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে ভারতের নতুন টি-২০ অধিনায়কের জন্য। চার নম্বরে দেখা যাবে রিয়ান পরাগ’কে (Riyan Parag)। জিম্বাবুয়ের বিপক্ষে রান পান নি অসমের তরুণ। দ্বিতীয় সুযোগে জাত চেনাতে চাইবেন তিনি। পাঁচে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দেখা যাবে ঋষভ পন্থকে। ২০২২-এর ডিসেম্বরে চোট পাওয়ার পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছেন তিনি।

প্রথম টি-২০তে রিঙ্কু সিং (Rinku Singh) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বাইরে রেখেই দল সাজাতে পারেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুজনেই সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে অংশ নিয়েছিলেন। রানও পেয়েছেন। আপাতত অন্যদের সুযোগ দিয়ে দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিন ফর্ম্যাটেই ঋষভকেই (Rishabh Pant) যে এগিয়ে দেওয়া হবে তা গতকালের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকারও। ফলে সঞ্জুর সামনে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অন্যদিকে রিঙ্কুর বদলে ‘ফিনিশার’ হিসেবে জায়গা দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya)। ঝোড়ো ব্যাটিং-এর পাশাপাশি তাঁর বোলিং দক্ষতা পক্ষে যাবে হার্দিকের।

তিন স্পিনার ও দুই পেসার নীতি গম্ভীরের-

Axar Patel | IND vs SL | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

শ্রীলঙ্কার স্পিন সহায়ক বাইশ গজের কথা মাথায় রেখে তিন স্পিনার ও দুই পেসারকে প্রথম একাদশে রাখার ভাবনা নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে দারুণ বোলিং করেছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। তরুণ লেগস্পিনারকে আরও একবার সুযোগ দেওয়ার কথা ভাবতে পারেন নয়া কোচ। এছাড়াও তাঁর ভোট পেতে পারেন দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম এক্স-ফ্যাক্টর ছিলেন অক্ষর (Axar Patel)। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে তিনি সিদ্ধহস্ত। জিম্বাবুয়ে সিরিজে ৮ উইকেট নিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়াশিংটন’ও (Washington Sundar)। টি-২০তে তাঁকে জাদেজার আদর্শ বিকল্প হিসেবে গড়ে তোলার প্রয়াস থাকবে টিম ইন্ডিয়ার। ব্যাট হাতে অক্ষর ও ওয়াশিংটনের দক্ষতা নিঃসন্দেহে গভীরতা বাড়াবে একাদশের।

দুই স্পিনার হিসেবে ভারত আগামী ২৭ তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) সুযোগ দিতে পারে আর্শদীপ সিং (Arshdeep Singh) ও মহম্মদ সিরাজকে। টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম পেস আস্ত্র হয়ে উঠেছিলেন তরুণ আর্শদীপ সিং। ১৭ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন দলের সর্বোচ্চ উইকেটশিকারী। বেশ কিছুদিনের বিরতির পর মাঠে ফিরবেন তিনি। উপমহাদেশের বাইশ গজে ছন্দ বজায় রাখতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে। টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন হায়দ্রাবাদের মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। যদিও ওয়েস্ট ইন্ডিজ পর্বে মাঠে নামার সুযোগ পান নি তিনি। প্রত্যাবর্তনে জাত চেনানোর প্রয়াস থাকবে তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ((IND vs SL) তাঁর পূর্বের সাফল্য পক্ষে যেতে পারে সিরাজের। এশিয়া কাপের স্মৃতি ফেরাতে চাইবেন তিনি।

এক নজরে সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Also Read: IND vs SL: সূর্যকে অধিনায়ক করে দল ঘোষণা ভারতের, গম্ভীরের আমলে হার্দিক থাকছে অন্ধকারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *