ind-vs-sl-indian-squad-for-last-2-odis

IND vs SL: টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর আজ থেকে একদিনের ক্রিকেটে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে বিশেষ সুবিধা করতে পারে নি লঙ্কাবাহিনী। তারা ৫০ ওভার শেষে আটকে থেকেছে ২৩০ রানেই। রান তাড়া করতে নেমে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন। লঙ্কান বোলিং আক্রমণের সামনে দুর্বিপাকে পড়েছেন দলের মহাতারকারাও। সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া দ্রুত ফাঁকফোকর ভরাট করতে চায়। সেই ভাবনা থেকেই বাকি দুটি ম্যাচের জন্য স্কোয়াডে কিছু বদল করতে পারে বিসিসিআই। বিশ্রামে পাঠানো হতে পারে কয়েকজন তারকাকে।

Read More: “একেই বলে পারফরমেন্স…” শ্রীলঙ্কাকে ২৩০ রানে আটকে রেখে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!

জায়গা পেতে পারেন রিঙ্কু-জয়সওয়াল-

Yashasvi Jaiswal | IND vs SL | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs SL | Image: Getty Images

ভারতের হয়ে একদিনের সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। আজ প্রথম খেলায় মাঠেও নেমেছেন তাঁরা। দুই সুপারস্টারকে দেখা যাবে সিরিজের বাকি দুই ম্যাচেও। নতুন করে যদি দল সাজানোর কথা ভাবে বিসিসিআই সেক্ষেত্রেও দুই তারকাকে ধরেই স্কোয়াড গঠন করা হবে। টপ-অর্ডারে শুভমান গিলের (Shubman Gill) বদলে নতুন মুখ হিসেবে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে (IND vs SL) বেশ ভালো খেলেছেন তিনি। দুটি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন পাওয়ার প্লে’তে। সেই সাফল্যের পুরষ্কার মিলতে পারে। টেস্ট ও টি-২০ খেললেও এখনও ওডিআইতে আন্তর্জাতিক স্তরে খেলেন নি যশস্বী। লঙ্কাবাহিনীর বিপক্ষে ৪ ও ৭ তারিখের ম্যাচে মিলতে পারে সুযোগ।

মিডল অর্ডারে কে এল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) এখুনি সরানোর কোনো ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তার বদলে দেশে ফেরত পাঠানো হতে পারে ঋষভ পন্থকে। হাঁটুর গুরুতর চোট সারিয়ে মাঠে ফেরার পর একটানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এরপর খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ (IND vs SL)। ওডিআই’তে যে আপাতত উইকেটরক্ষক হিসেবে রাহুল’ই প্রথম পছন্দ তা বোঝা গিয়েছে প্রথম ম্যাচের একাদশ থেকেই। দ্বীপরাষ্ট্র থেকে তাই ফেরত পাঠানো হতে পারে ঋষভকে (Rishabh Pant)। সেক্ষেত্রে জায়গা পেতে পারেন রিঙ্কু সিং। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আবারও মাঠে দেখা যেতে পারে কুল-চা জুটিকে-

Kuldeep Yadav and Yuzvendra Chahal | IND vs SL | Image: Getty Images
Kuldeep Yadav and Yuzvendra Chahal | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া না থাকায় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবের (Shivam Dube) উপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। তবে কিছু রদবদল চোখে পড়তে পারে বোলিং বিভাগেও। ঋষভ ও শুভমানের মতই দেশে ফেরানো হতে পারে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। তিনটি টি-২০তেই খেলেছেন তিনি। রয়েছেন প্রথম ওডিআই-এর একাদশেও। আসন্ন টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে অক্ষরকে আপাতত বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারেন নির্বাচক প্রধান আগরকার। অতিরিক্ত স্পিনার হিসেবে শ্রীলঙ্কা উড়ে যেতে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। লম্বা সময় ভারতীয় একাদশের বাইরে রয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও পান নি মাঠে নামার সুযোগ। লঙ্কানদের বিপক্ষেই (IND vs SL) প্রত্যাবর্তন হতে পারে তাঁর।

চাহাল যদি ফের একবার টিম ইন্ডিয়াতে সুযোগ পান তাহলে লম্বা সময়ের বিরতির পর ফের মাঠে দেখা যাবে কুল-চা জুটিকে। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সাথে জুটি বাঁধবেন হরিয়ানার লেগস্পিনার। জসপ্রীত বুমরাহ ফিট থাকলেও তাঁকে এই মুহূর্তে মাঠে ফেরানোর ভাবনা নেই নির্বাচকদের। সম্পূর্ণ ফিট নন মহম্মদ শামি’ও। পেস বিভাগ থাকছে অপরিবর্তিত। আজ প্রথম একদিনের ম্যাচে সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। বাকি দুটি ম্যাচেও প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁদের। সাথে অতিরিক্ত পেসার হিসেবে রিজার্ভ বেঞ্চে উপস্থিত থাকতে পারেন দিল্লীর হর্ষিত রাণা (Harshit Rana) ও রাজস্থানের খলিল আহমেদ।

এক নজরে সম্ভাব্য দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হর্ষিত রাণা, খলিল আহমেদ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Also Read: IND vs SL, 3rd T20i: অধিনায়কত্বের মাস্টারক্লাস সূর্যকুমারের, রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *