IND vs SL

IND vs SL: গতকাল প্রথম ম্যাচে ৪৩ রানের ব্যবধানে বড় জয় শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে এগিয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলের সামনে আজ ছিলো সিরিজ হাতের মুঠোয় ধরার হাতছানি। বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়ালো পাল্লেকেলেতে। কিন্তু প্রত্যয়ী ভারতীয় শিবিরকে টলাতে পারলো না তা। শ্রীলঙ্কার যাবতীয় প্রতিরোধ হেলায় গুঁড়িয়ে ২-০ ফলে এগিয়ে গেলো ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) এসেছিলো জুন মাসের শেষ সপ্তাহে। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ফলে সিরিজ জিতেছিলেন শুভমান, রিঙ্কু’রা। শ্রীলঙ্কার বিরুদ্ধেও (IND vs SL) স্বপ্নের দৌড় জারি রাখলো ভারত। সিরিজ জয় দিয়েই কোচিং কেরিয়ারের শুরুটা করলেন গৌতম গম্ভীর। পূর্ণ সময়ের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাফল্যের স্বাদ পেলেন সূর্যকুমার’ও।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪, ৪…অজিঙ্কা রাহানের ব্যাটে ঝড়, রঞ্জির মঞ্চে খেললেন ২৬৫ রানের ধুন্ধুমার ইনিংস !!

আউটফিল্ড ভেজা থাকার কারণে আজ খেলা শুরু হতে বেশ দেরী হয়। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে বল হাতে খানিক ছন্নছাড়াই দেখিয়েছিলো সিরাজদের। তবে কুশল মেন্ডিসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। কুশল পেরেরা এরপর অর্ধশতক করলেও হাতের মুঠো থেকে ম্যাচের রাশ বেরোতে দেয় নি ভারত। বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi)। ৩ উইকেট তুলে আজ নেটজনতার নয়নের মণি তিনি। ‘আগামীর এই সুপারস্টার তৈরি করে নিচ্ছে টিম ইন্ডিয়া’ প্রশংসায় ভরিয়ে লিখেছেন এক নেটিজেন। জোড়া উইকেট নিলেন আর্শদীপ সিং-ও। ‘যে ফর্মে ও রয়েছে, তাতে যে কোনো ব্যাটার ওর মুখোমুখি হতে ভয় পাবে’ পাঞ্জাবের তরুণকে নিয়ে লিখেছেন একজন। দুটি করে উইকেট পান অক্ষর ও হার্দিকও। দুই অলরাউন্ডারকেই কুর্নিশ নেটদুনিয়ার।

১৬১ রান স্কোরবোর্ডে তুলেছিলো শ্রীলঙ্কা। কিন্তু ভারত রান তাড়া করতে নামার পরেই শুরু হয় বৃষ্টি। পরে যখন আবার খেলা শুরু করা যায়, তখন ৮ ওভারে টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৮। শুভমানের বদলি হিসেবে নেমে শূন্য করে ফেরেন সঞ্জু স্যামসন। ‘আর কত সুযোগ পেলে ও নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে?’ কেরলের ক্রিকেটারকে নিয়ে খানিক বিরক্ত ক্রিকেটজনতা। প্রথম উইকেট দ্রুত হারালেও এরপর ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব। ক্যাপ্টেন ‘স্কাই’-এর ব্যাট থেকে আসে ১২ বলে ২৬, যশস্বী করেন ১৫ বলে ৩০। ‘এই আগ্রাসনটাই গম্ভীরের আমদানি’ লিখেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এরপর হার্দিকের (Hardik Pandya) ৯ বলে অপরাজিত ২২-এর সুবাদে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ‘ঝড়-বৃষ্টি যাই হোক, আমরাই সেরা’, সিরিজ জয়ে উচ্ছ্বসিত ঘোষণা ভারতীয় সমর্থকদের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs SL: বিফলে যায় না গম্ভীরের চাল, রিয়ানকে খেলিয়ে মাস্টারস্ট্রোক টিম ইন্ডিয়ার নতুন চাণক্য’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *