ind VS sl

IND vs SL: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সারির দলকে মাঠে নামিয়েছিলো ভারত। আজ শ্রীলঙ্কার বিপক্ষেই (IND vs SL) মাঠে ফিরলেন বেশ কয়কজন হেভিওয়েট তারকা। ২৯ জুন বার্বাডোজের মাঠে যেখানে থেমেছিলেন সূর্যকুমার, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং-রা, সেখান থেকেই আজ ফের শুরু করতে দেখা গেলো তাঁদের। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে জমজমাট লড়াই হলো ঠিকই, কিন্তু শেষ অবধি স্নায়ুর চাপ বজায় রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়লো টিম ইন্ডিয়াই (Team India)। কুড়ি-বিশের বিশ্বকাপ জেতার পর বিরাট-রোহিতের মত তারকারা অবসর নিয়েছেন টি-২০ থেকে। সরে দাঁড়িয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও গৌতম গম্ভীরের নতুন অধিনায়ক-কোচ জুটি দৌড়টা শুরু করলেন ৪৩ রানের ব্যবধানে জয় দিয়েই।

Read More: শ্রীলঙ্কার বিরুদ্ধে চোখে চোট পেলেন বিষ্ণোই, মন খারাপ গোটা দলের !!

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। শুরুটা দারুণ করেছিলেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পাওয়ার প্লে’তে ৭৪ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ‘প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠবে দুজনে’ প্রশংসায় ভরিয়ে লিখেছেন নেটিজেনরা। ঝড় তোলেন সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। মাত্র ২৬ বলে আজ তাঁর সংগ্রহ ৫৮ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ছয় নম্বর টি-২০ ইনিংসে এই নিয়ে চতুর্থবার পঞ্চাশের গণ্ডী পেরোলেন তিনি। ‘কেন ও টি-২০’র সেরা, তা সূর্য ব্যাট হাতে দেখিয়ে দিলো’ লিখেছেন অনেকে। ‘অধিনায়কোচিত ইনিংস’ লিখেছেন নেটিজেনদের অনেকেই। শুরুটা ভালো না হলেও পরে সামলে নেন ঋষভ পন্থ (Rishabh Pant)। করেন ৪৯। ‘উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ঋষভের উপর আস্থা রাখার সিদ্ধন্তই সঠিক’ মত সোশ্যাল মিডিয়ার।

ভারতের মিডল অর্ডার বিশেষ কার্যকরী না হলেও নির্ধারিত ২০ ওভারে ২১৩ তুলে ফেলেছিলো তারা। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলো শ্রীলঙ্কা। বিশেষ করে ঝোড়ো ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। লঙ্কান ওপেনারের দাপটে একটা সময় ব্যাকফুটেই ছিলেন ভারতীয় বোলাররা। তবে ২৭ বলে ৪৫ করে কুশল মেন্ডিস ফেরার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ‘হোম টিম।’ ৭৯ করে নিশাঙ্কা ফিরতেই  স্পষ্ট হয়ে যায় ফলাফল। ‘যেভাবে ম্যাচে ফিরলো ভারত, তা তারিফযোগ্য’ লিখেছেন এক নেটিজেন। ‘নিশাঙ্কার উইকেটটাই টার্নিং পয়েন্ট’ মন্তব্য আরেকজনের। ব্যাট হাতে রান পান নি রিয়ান পরাগ। বল হাতে তিন উইকেট নিয়ে ‘প্রায়শ্চিত্ত’ করলেন তিনি। ‘আরেকটু সময় দেওয়াই যায়’ রিয়ানের সমর্থনে লিখেছেন কেউ কেউ। একইসঙ্গে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের জয়ে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SL, 1st T20i: পাল্লেকেলেতে জ্বলে উঠলো টপ-অর্ডার, শ্রীলঙ্কার বিপক্ষে টিম ইন্ডিয়া’র স্কোরবোর্ডে ২১৩  !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *