IND vs SL: জমে উঠেছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ওডিআই সিরিজ। গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে। কোনো পক্ষই জিতে মাঠ ছাড়তে পারে নি। টাই হয়েছে খেলাটি। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কার তোলা ২৩০ রানের জবাবে ভারতকেও থামতে হয়েছে ২৩০ রানেই। টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গেলেও ওডিআই’তে যে লড়াইটা তত সহজ হবে না তা বুঝিয়ে দিয়েছেন চরিথ আশালঙ্কারা (Charith Asalanka)। আরও একবার ধুন্ধুমার ম্যাচের প্রত্যাশা নিয়েই রবিবার মাঠে যাবেন দর্শকেরা। সেয়ানে সেয়ানে টক্করের লক্ষ্য সামনে রেখেই মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা দুই দল’ই।
প্রথম একদিনের ম্যাচে অনবদ্য অর্ধশতক করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সাথে ভারতীয় ব্যাটিং-এর ভার সামলাতে হবে কে এল রাহুল, বিরাট কোহলিদের (Virat Kohli)। লোয়ার অর্ডারে আরও একবার ভাঙন সামলানোর ভার চাপতে পারে অক্ষর প্যাটেলের (Axar Patel) কাঁধে। গত ম্যাচে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে রুখতে পারে নি টিম ইন্ডিয়া। রবিবার বোলিং বিভাগে বড় দায়িত্ব নিতে হবে মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, কুলদীপ যাদবদের মত তারকাকে। পক্ষান্তরে শ্রীলঙ্কান ব্যাটিং-এর মূল স্তম্ভ হতে চলেছেন পাথুম নিশাঙ্কা। নজর থাকবে অধিনায়ক চরিথ আশালঙ্কার দিকেও। লঙ্কানদের হয়ে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন দুনিথ ওয়েলালাগে। ব্যাটে-বলে বড় ভূমিকা নিতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও (Wanindu Hasaranga)।
Read More: নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়, এই দেশের কোচ হিসেবে জেতাবেন বিশ্বকাপ !!
IND vs SL ম্যাচের সময়সূচি-
শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)
ম্যাচ নং- দ্বিতীয় ওডিআই ম্যাচ
তারিখ- ০৪/০৮/২০২৪
ভেন্যু- আর.প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
Colombo Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। প্রেমাদাসার পিচে সাধারণত সাহায্য পেয়ে থাকেন স্পিন বোলাররা। তবে ম্যাচ যত এগোয় ব্যাটিং তত সহজ হয়ে পড়তে দেখা গিয়েছে এখানে। বড় রান আশা করতে পারেন দর্শকেরা। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর থাকে ২৩১-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৮৯। আজ অবধি কলম্বোর মাঠে ১৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ৮৮টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। ৬৫টি ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করা দল। আর বাকি ম্যাচগুলিতে কোনো ফলাফল মেলে নি। রবিবার টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পারে।
অগস্টে আয়োজিত হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজ। তাই থাকছে বৃষ্টির চোখরাঙানি। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার কলম্বোতে বর্ষণের সম্ভাবনা ৪০ শতাংশ। যা চিন্তায় রাখছে ক্রিকেটজনতাকে। ম্যাচ সংক্ষিপ্ত হতে পারে বৃষ্টির জন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। জানা গিয়েছে যে আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮০ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে এখনও অবধি ১৬৫টি একদিনের ম্যাচ আয়োজিত হয়েছে। আধিপত্য রয়েছে টিম ইন্ডিয়ারই। ৯৯টি ম্যাচ জিতেছে ভারত। পক্ষান্তরে ৫৭টি জয় পেয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে টিম ইন্ডিয়া জিতেছে ৪০টি ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে ৩২টি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে জয়ের সংখ্যা ২৭। শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে জিতেছে ২৮ ম্যাচে। ভারতের মাটিতে এসে তারা ভারতকে হারিয়েছে ১২ বার। নিরপেক্ষ মাঠে তাদের জয়ের সংখ্যা ১৭। দুই শিবিরের দ্বৈরথে ১১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। ২টি ম্যাচ টাই হয়েছে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
শ্রীলঙ্কা (SL)-
পাথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সমরাবিক্রমা, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়, মহম্মদ সিরাজ, আসিথা ফার্নান্দো।
IND vs SL, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- রোহিত শর্মা, বিরাট কোহলি, পাথুম নিশাঙ্কা
অলরাউন্ডার- চরিথ আশালঙ্কা, দুনিথ ওয়ালেলাগে, অক্ষর প্যাটেল
উইকেটরক্ষক- কে এল রাহুল
বোলার- ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং
অধিনায়ক- রোহিত শর্মা
সহ-অধিনায়ক- পাথুম নিশাঙ্কা
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।