IND vs SL: শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) গতকাল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৩ রানের ব্যবধানে সহজেই জিতেছে ভারত। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলেই ‘মেন ইন ব্লু’র মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। সেই লক্ষ্য সামনে রেখেই যে ক্রিকেটাররা মাঠে নেমেছেন তার প্রমাণ মিললো প্রথম ইনিংসে। আজ টসে জেতে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় তারা। শুরুটা খানিক ছন্নছাড়া ছিলো ভারতের। কিন্তু পরে দারুণ ভাবে সামলে নেয় দল। বিষ্ণোই (Ravi Bishnoi), হার্দিক, আর্শদীপদের (Arshdeep Singh) দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬১ রানেই থামতে হলো শ্রীলঙ্কাকে।
Read More: ইতিহাস গড়লো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল, ভারতকে পরাস্ত করে প্রথম বারের জন্য জিতলো এশিয়া কাপের খেতাব !!
ছন্দে নিশাঙ্কা, দুর্দান্ত ইনিংস কুশলের-
প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে দীর্ঘ সময় লড়াইতে টিকিয়ে রেখেছিলো তাদের ওপেনিং জুটি। আজও নজর ছিলো পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও কুশল মেন্ডিসের দিকে। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালোই করেছিলেন নিশাঙ্কা। মহম্মদ সিরাজ’কে প্রথম ওভারেই চার হাঁকান মেন্ডিস’ও (Kusal Mendis)। কিন্তু গতকালের মত আজ লম্বা জুটি গড়তে পারেন নি দু’জনে। ইনিংসের চতুর্থ ওভারে কুশল মেন্ডিস ধরা পড়েন আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) বলে। টি-২০ বিশ্বকাপের অনবদ্য ফর্ম শ্রীলঙ্কা সফরেও ধরে রাখলেন তরুণ বাম হাতি পেসার। ১১ বলে ১০ করেই ফিরতে হয় উইকেটরক্ষক-ব্যাটারকে। ২টির বেশী বাউন্ডারি মারতে পারেন নি তিনি। মাত্র ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা শিবির।
প্রথম উইকেটের পতনের পরেও ঘুরে দাঁড়িয়েছিলো লঙ্কাবাহিনী। নেপথ্যে পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও কুশল পেরেরা (Kusal Perera)। আজও বড় ইনিংসের আশা জাগিয়েছিলেন বছর ২৬-এর ওপেনার। কিন্তু বাদ সাধলেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। দশম ওভারের দ্বিতীয় বলে তিনি এলবিডব্লু করেন নিশাঙ্কাকে। ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ করেই ফিরতে হয় তাঁকে। দ্বিতীয় উইকেটের পতনের পর কমে আসে শ্রীলঙ্কার রানের গতি। ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বলে রিঙ্কু সিং-এর হাতে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। অপর প্রান্তে উইকেট পড়লেও লঙ্কাবাহিনীর আশা জেগেছিলো কুশল পেরেরার ব্যাটেই। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি করেন ৫৩ রান। শেষমেশ অবশ্য তাঁকেও ফেরায় হার্দিক-রিঙ্কুর জুটিই।
বিষ্ণোইয়ের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কা-
১৬তম ওভারে কুশল পেরেরা (Kusal Perera) আউট হওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের লোয়ার মিডল অর্ডার। আরও একবার ব্যর্থ দাসুন শানাকা (Dasun Shanaka)। গত ম্যাচে ০ রান করে রান আউট হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। আজ করলেন ‘গোল্ডেন ডাক।’ রবি বিষ্ণোই-এর বল আছড়ে পড়ে স্টাম্পে। পরের বলেই ফিরতে হলো ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga)। তিনিও শিকার হন বিষ্ণোই-এর ঘাতক ডেলিভারির। কুশল যখন ফিরেছিলেন, তখন শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ছিলো ১৩৯ রান। ১৪০ রানের মাথায় সাজঘরে ফেরত যান শানাকা ও হাসারাঙ্গা। মরিয়া হয়ে ডুবতে থাকা তরীর হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক আশালঙ্কা (Charith Asalanka)। কিন্তু বেশীদূর এগোতে পারেন নি তিনিও। ১৪ রান করে আর্শদীপ সিং-এর দ্বিতীয় শিকার হন তিনি।
অধিনায়ক ফেরার পরেই নিভেছিলো শ্রীলঙ্কার বড় রানের আশা। ৩ বলে ২ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন মহেশ তীক্ষণা (Maheesh Theekshana)। খানিক প্রতিরোধের চেষ্টা চালালেন রমেশ মেন্ডিস (Ramesh Mendis)। করেন ১০ বলে ১২ রান করে। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ভারতের হয়ে চমৎকার বোলিং করলেন তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই। মাত্র ২৬ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। ২টি সাফল্য আর্শদীপের (Arshdeep Singh)। এই নিয়ে ৫৪টি টি-২০তে ৮৩ উইকেট হয়ে গেলো তাঁর। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সংগ্রহ ২টি উইকেট। জোড়া সাফল্য পেলেন অক্ষর প্যাটেল’ও। আজকের ম্যাচে হ্যাট্রিকের সুযোগ ছিলো রিয়ান পরাগের (Riyan Parag) সামনে। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিলেও আজ উইকেট পান নি তিনি। উইকেটশূন্য সিরাজও (Mohammed Siraj)।
Also Read: IND vs SL, 1st T20i: “বিশ্বকাপ থেকেই শিক্ষা নিয়েছি…” শ্রীলঙ্কাকে হারিয়ে তৃপ্ত ‘ম্যাচের সেরা’ সূর্যকুমার যাদব !!