ind-vs-sl-axar-bishnoi-laud-leader-sky

IND vs SL: টি-২০ ক্রিকেটে ভারতের দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত মাসের ২৯ তারিখ বার্বাডোজের কেনসিংটন ওভালে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে বাজিমাত করেছিলেন হার্দিক, বুমরাহ’রা। এরপর জুলাইয়ের গোড়ায় দ্বিতীয় সারির স্কোয়াডকে জিম্বাবুয়েতে পাঠিয়েছিলো বিসিসিআই। প্রথমটিতে ভারত হারলেও পরপর চার ম্যাচ জিতে মুঠোবন্দী করেছে সিরিজ। ঐতিহাসিক খেতাব বিশ্বখেতাব জয়ের পর বড়সড় রদবদল হয়েছে টি-২০ স্কোয়াডে। সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা (Rohit Sharma), রবীন্দ্র জাদেজা। তিন মহারথীর না থাকাও যে তাদের দমাতে পারবে না তা ভারত বুঝিয়ে দিলো শ্রীলঙ্কাকে (IND vs SL) হেলায় হারিয়ে।

রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেওয়ার পর স্থায়ী অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছিলো জল্পনা। জিম্বাবুয়ের বিরুদ্ধে কার্যনির্বাহী নেতা হিসেবে পাঠানো হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। কিন্তু তরুণ তুর্কিকে এখনিই যে স্থায়ী নেতার পদ দেওয়া হবে না সে বিষয়ে নিশ্চিত ছিলো বিশেষজ্ঞমহল। দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এর আগে রোহিতের অবর্তমানে দুজনেই একাধিক সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। ক্রিকেটবোদ্ধাদের একাংশ ভাসিয়েছিলেন জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নামই। তবে সিংহভাগই মনে করেছিলেন যে হার্দিক পান্ডিয়া পাবেন দায়িত্ব। সকলকে একপ্রকার চমকে দিয়েই সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। জানা যায় কোচ গম্ভীরের ভোট পেয়েছেন তিনি। এই শ্রীলঙ্কা সিরিজ বড় পরীক্ষা ছিলো ‘ক্যাপ্টেন স্কাই’-এর কাছে। সসম্মানেই উত্তীর্ণ হলেন তিনি।

Read More: IND vs SL, 3rd T20i, Dream 11 Prediction in Bengali: ভারতের দাপট নাকি শ্রীলঙ্কার প্রত্যাঘাত? সিরিজের শেষ ম্যাচে ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জানুন এক ক্লিকে !!

সূর্যকুমারের নেতৃত্বের প্রশংসায় অক্ষর-বিষ্ণোই-

Suryakumar Yadav | IND vs SL | Image: Getty Images
Suryakumar Yadav | IND vs SL | Image: Getty Images

রোহিত শর্মা’র জুতোয় পা গলানোর কাজটা যে সহজ নয় তা অক্ষরে অক্ষরে জানেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সদ্য টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এমতাবস্থায় একটা অপ্রত্যাশিত পরাজয়ই যে ডেকে আনতে পারে সমালোচনার ঝড় সে সম্পর্কেও বিলক্ষণ ওয়াকিবহাল তিনি। তা সত্ত্বেও যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) সিরিজ জেতালেন তিনি, তাকে কুর্নিশ না করে পারছে না ক্রিকেটমহল। ব্যাট হাতে প্রথম ম্যাচে করেছেন ২৬ বলে ৫৮। দ্বিতীয় ম্যাচেও ধুন্ধুমার ইনিংস খেলে ত্বরান্বিত করেছেন জয়। ট্যাকটিকাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দিয়েছেন মুন্সীয়ানার পরিচয়। প্রথম টি-২০তে ১৭তম ওভারে রিয়ান পরাগের (Riyan Parag) হাতে বল তুলে দিয়ে যেভাবে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়, তাকে ‘মাস্টারস্ট্রোক’ বলছেন অনুরাগীরা।

ক্যাপ্টেন সূর্যকুমারে (Suryakumar Yadav) মজেছেন তাঁর সতীর্থরাও। যেভাবে ক্রিকেটারদের পাশে থেকে তাঁদের দক্ষতার শীর্ষে উঠতে সাহায্য করছেন মুম্বইয়ের ক্রিকেটার, তা তারিফযোগ্য বলে মনে করছেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দুই স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ভূয়সী প্রশংসা করেন সূর্যের। প্রথম টি-২০’র পর অক্ষর বলেছিলেন, “সূর্য একেবারের বোলার’স ক্যাপ্টেন। ও সবসময় বোলারদের পাশে থাকে, বোলারদের উপর সম্পূর্ণ আস্থা রাখে।” একই কথা শোনা গেলো রবি বিষ্ণোইয়ের মুখেও। দ্বিতীয় টি-২০তে অনবদ্য বোলিং-এর পর তাঁর বক্তব্য, “সূর্যকুমার যাদব এমন একজন অধিনায়ক যে সবসময় বোলারদের আস্থা যোগায়। এমন নেতা থাকার থেকে ভালো কিছু হতে পারে না।”

 Also Read: ৬, ৬, ৬, ৬…অনবদ্য পৃথ্বী শ, ইংল্যান্ডের মাঠে প্রতিভার স্বাক্ষর রাখলেন ভারতীয় তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *