IND vs SL, 3rd T20i: বাদ সঞ্জু-সিরাজ, নিয়মরক্ষার তৃতীয় টি-২০তে ভারতীয় একাদশে সম্ভাবনা রদবদলের !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ (IND vs SL) পকেটে পুরে নিয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। শনিবার প্রথম টি-২০তে জয় এসেছিলো ৪৩ রানে আর রবিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-২০তে ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে যে স্বপ্নের দৌড় চলছে ভারতীয় দলের, তা অব্যাহত রয়েছে শ্রীলঙ্কার মাটিতেও। মঙ্গলবার রয়েছে সিরিজের তৃতীয় টি-২০। জিতলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে টিম ইন্ডিয়া (Team India)। যা বাড়তি উদ্যম যোগাচ্ছে ক্রিকেটারদের। এই সিরিজ দিয়েই ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চায় ভারতীয় দল। সেদিকে তাকিয়ে নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে কিছু রদবদলও করা হতে পারে।

গত ম্যাচে সুযোগ পেলেও শূন্য করে সাজঘরে ফিরেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁকে তৃতীয় ম্যাচে বাদ দেওয়া ছাড়া উপায় নেই কোচ গম্ভীরের সামনে। ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের সাথে ফিরছেন শুভমান গিল (Shubman Gill)। তিনে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। চারে থাকছেন অধিনায়ক সূর্যকুমার। পাঁচ নম্বরে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। রিয়ান পরাগকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় খেলতে পারেন শিবম দুবে। সাতে ফিনিশার হিসেবে থাকতে পারেন রিঙ্কু সিং। অক্ষর প্যাটেল (Axar Patel) থাকছেন একাদশে। রবি বিষ্ণোইকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। বদল হতে পারে পেস বিভাগেও। আর্শদীপ সিং খেললেও বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজ। তাঁর বদলে খেলতে পারেন খলিল আহমেদ।

Read More: “বাপ কো মত শিখা…” অশ্বিনকে ম্যাঙ্কডিং আউট করা বোলারকে দিলেন শিক্ষা !!

IND vs SL ম্যাচের সময়সূচি-

শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)

ম্যাচ নং- তৃতীয় টি-২০ ম্যাচ

তারিখ- ৩০/০৭/২০২৪

ভেন্যু- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Pallekele Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Pallekele International Cricket Stadium, Kandy | Image: Getty Images
Pallekele International Cricket Stadium, Kandy | Image: Getty Images

পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচটি রয়েছে মঙ্গলবার। এই মাঠের বাইশ গজ চলতি সিরিজে ব্যাটিং সহায়ক বলেই মনে হয়েছে। মাঝের ওভারগুলিতে মাঝেমধ্যে সুবিধা পেয়েছেন স্পিনাররা। তৃতীয় ম্যাচেও পিচের চরিত্র একই রকম থাকবে বলে ধারণা বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে ক্যান্ডির মাঠে এখনও অবধি আয়োজিত হয়েছে ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এর মধ্যে ১৩টি ম্যাচে প্রথম ব্যাটিং করে এসেছে জয়। ১০টিতে জয় এসেছে রান তাড়া করে। দুটি থেকেছে অমীমাংসিত। টসজয়ী অধিনায়ক মঙ্গলবার প্রথম বোলিং বেছে নিতে পারেন।

রবিবার ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটিতে বারবার বাধা দিয়েছে বৃষ্টি। মঙ্গলবারের ম্যাচ ঘিরেও আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে যে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনিই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাল্লেকেলেতে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। আকাশ সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ হওয়ার সম্ভাবনা। ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।

IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে এখনও অবধি ৩১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। একছত্র আধিপত্য দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ২১টি ম্যাচ। পক্ষান্তরে শ্রীলঙ্কা জিতেছে ৯টি ম্যাচ। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। ঘরের মাঠে ভারত জিতেছে ১৩টি ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে ৭টি ম্যাচে। আর একটি ম্যাচে সাফল্য এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। শ্রীলঙ্কা শিবির নিজেদের দেশের মাঠে জিতেছে ৩টি ম্যাচে। ভারতের মাঠে তাদের জয়ের সংখ্যা ৩। নিরপেক্ষ ভেন্যুতেও একই সংখ্যক ম্যাচ জিতেছে তারা।

ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | IND vs SL | Image: Getty Images
Indian Cricket Team | IND vs SL | Image: Getty Images

ওপেনার- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল

মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে

ফিনিশার- রিঙ্কু সিং

বোলার- ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, খলিল আহমেদ

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক) হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, খলিল আহমেদ।

Also Read: IND vs SL: “নেটেই খেলতে হত…” যশস্বী জয়সওয়ালের দিকে কটাক্ষের তীর ছুঁড়লেন আশিষ নেহরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *