IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অসাধারণ অলরাউন্ড প্রদর্শন দেখিয়ে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। গতকাল সিরিজ জয় করে টিম ইন্ডিয়া ২-০ ব্যাবধানে রইলো এগিয়ে। ভারতের দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতীয় স্কোয়াডে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। টিম ইন্ডিয়া সিরিজের (IND vs SL) তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তন করেছে দলে, জানা গিয়েছে ওডিআই দলে সুযোগ পাওয়া ঋষভ পন্থ (Rishabh Pant) ও মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) শেষ ম্যাচে বিশ্রাম দিতে চলেছেন কোচ গৌতম গম্ভীর এবং দলে এন্ট্রি করাতে চলেছেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) ও শিবম দুবেকে (Shivam Dube)
তৃতীয় ম্যাচে বড় পরিবর্তন দেখা যাবে দলে
ভক্তদের মতে, দ্বিতীয় ম্যাচ জয়ের পর ভারতীয় দলের লক্ষ সিরিজে ৩-০ ব্যাবধানে বড় জয় ছিনিয়ে নেওয়ার, তবে সামনেই রয়েছে ওডিআই সিরিজ। আর ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের দুই প্লেয়ারকে বিশ্রাম দিতে চাইছেন গুরু গম্ভীর। আগামী ২ আগস্ট থেকে শুরু হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কার ওডিআই সিরিজ। আর এই সিরিজের আগে পেসার মোহাম্মদ সিরাজ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant) বিশ্রাম দিতে চাইবেন গম্ভীর।
যে কারণেই, তৃতীয় ম্যাচে দলে দেখা যাবে বড় পরিবর্তন, আগামী ৩০ তারিখ ভারত পালিকালেতেই শেষ ম্যাচটি খেলতে চলেছে। আর এমন পরিস্থিতিতে, মনে করা হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ম্যাচে শুভমান গিল পুরোপুরি সুস্থ না থাকায় তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে প্রথম বলেই তিনি তার উইকেট হারিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন যে কারণে কখন গম্ভীর চাইবেন তাকে আবার একটি সুযোগ দিতে এবং তিনি অন্তিম ম্যাচে দলের হয়ে উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন।
তবে শেষ ম্যাচের জন্য ভারতীয় দলে শিবম দুবে (Shivam Dube) ও ওয়াসিংটন সুন্দরকে (Washinhton Sundar) দলে দেখা যাবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন সুন্দর এমনকি সিরিজের সেরা হয়েছিলেন তিনি তবে শ্রীলংকার বিরুদ্ধে দলে অতিরিক্ত অলরাউন্ডার থাকায় তার সুযোগ হয়নি তবে তৃতীয় ম্যাচে তাকে ঝালিয়ে নিতে চাইবেন গুরু গম্ভীর। শ্রীলংকা সফরের পর ভারতের পরস্পর একাধিক সিরিজ রয়েছে যে কারণে পেশার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দিতে চাইবেন টিম ম্যানেজমেন্ট অন্যদিকে দলের বাকি প্লেয়ারদের খেলানোর জন্য ঋষভ পন্থকে একটি ম্যাচে বিশ্রাম নিতে হবে।পাশাপশি, সামনে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব (C), সঞ্জু স্যামসন (WK), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ।