IND vs SL: পাল্লেকেলের বাইশ গজে আজ যবনিকা পড়তে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজে। শনি ও রবিবার প্রথম দুটি ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই সিরিজ হাতের মুঠোয় নিয়েছে ভারত। আজকের ম্যাচের ফলাফল সিরিজের ভাগ্য নির্ধারণ না করলেও দুই শিবিরই গুরুত্ব দিয়ে দেখছে তৃতীয় টি-২০কে। টিম ইন্ডিয়ার (Team India) নয়া কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশ নিয়ে পরীক্ষানিরীক্ষা সারতে পারেন আজ। অন্তত চারটি রদবদলের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের ভরাডুবির পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হেরে বেশ বিপর্যস্ত শ্রীলঙ্কা। চরিথ আশালঙ্কার (Charith Asalanka) দলের একমাত্র লক্ষ্য শক্তিশালী ভারতীয় দলকে অন্তত একটি ম্যাচে হারিয়ে সান্ত্বনা পুরষ্কার লাভ করা।
গত দুটি ম্যাচের মত ভারতের হয়ে আজও নজর কাড়তে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ওপেনারের পাশাপাশি ফোকাসে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। সিরিজ সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। দ্বিতীয় টি-২০তে ছন্দে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তারকা অলরাউন্ডারের কাছ থেকে আরও একটা ভালো পারফর্ম্যান্স চাইবে দল। এছাড়া সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সরিয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের বোলারদের মধ্যে আজ নজর থাকবে অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং-দের দিকে। অন্যদিকে শ্রীলঙ্কার তুরুপের তাস হয়ে উঠতে পারেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ম্যাচ জিততে তারা ভরসা রাখতে পারে কামিন্দু মেন্ডিস, মহেশ তীক্ষণা, কুশল মেন্ডিস, মাথিশা পথিরানাদের উপর।
Read More: ৬, ৬, ৬, ৬…অনবদ্য পৃথ্বী শ, ইংল্যান্ডের মাঠে প্রতিভার স্বাক্ষর রাখলেন ভারতীয় তরুণ !!
IND vs SL ম্যাচের সময়সূচি-
শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)
ম্যাচ নং- তৃতীয় টি-২০ ম্যাচ
তারিখ- ৩০/০৭/২০২৪
ভেন্যু- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম
সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)
Pallekele Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচ। প্রথম দুটি খেলায় দেখা গিয়েছে ব্যাটিং সহায়ক পিচ। আজও তেমনটাই দেখা যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাঝের ওভারগুলিতে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। ক্যান্ডিতে আজ অবধি ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজন করা হয়েছে। তার মধ্যে ১৩টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। আর ১০টি ম্যাচের ক্ষেত্রে রান তাড়া করে জয় এসেছে। বাকি দুটি ম্যাচ থেকে অমীমাংসিত। আজ টসজয়ী দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
রবিবার ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাধাপ্রাপ্ত হয়েছিলো বৃষ্টিতে। মঙ্গলবার শেষ ম্যাচটিতেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে বর্ষণের। সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে থাকছে ধোঁয়াশা। মঙ্গলবার পাল্লেকেলেতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ২৯ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ২৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৯ শতাংশ। যা মাঠে অস্বস্তি সৃষ্টি করতে পারে খেলোয়াড়দের জন্য। আকাশ মেঘলা থাকবে। খেলা চলাকালীন ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে আজ অবধি ৩১টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। দাপট দেখিয়েছে ‘মেন ইন ব্লু।’ তারা জিতেছে ২১টি ম্যাচ। তার মধ্যে ঘরের মাঠে ভারতের জয়ের সংখ্যা ১৩। শ্রীলঙ্কাতে গিয়ে তারা লঙ্কাবাহিনীর বিরুদ্ধে জয় পেয়েছে ৭টি ম্যাচে। আর একটি খেলায় সাফল্য এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে শ্রীলঙ্কার জয়ের সংখ্যা ৯। তারা ঘরের মাঠে জিতেছে ৩টি ম্যাচ। ভারতের বিরুদ্ধে ভারতের মাঠে তাদের সাফল্যের সংখ্যা ৩। এছাড়াও ৩টি ম্যাচ তারা জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক) হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, খলিল আহমেদ।
শ্রীলঙ্কা (SL)-
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তীক্ষণা, মাথিশা পথিরানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।
IND vs SL, 3rd T20i, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- যশস্বী জয়সওয়াল, পাথুম নিশাঙ্কা, সূর্যকুমার যাদব
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, কামিন্দু মেন্ডিস
উইকেটরক্ষক- কুশল মেন্ডিস, ঋষভ পন্থ
বোলার- অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মাথিশা পথিরানা, মহেশ তীক্ষণা
অধিনায়ক- সূর্যকুমার যাদব
সহ-অধিনায়ক- যশস্বী জয়সওয়াল
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।