ind-vs-sl-2nd-t20i-dream-11-prediction

IND vs SL: পাল্লেকেলের বাইশ গজে গতকাল উড়লো ভারতের তেরঙ্গা পতাকা। দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কাকে হারিয়েই মাঠ ছাড়ে ‘মেন ইন ব্লু।’ রোহিত-বিরাটদের মত মহাতারকা বিদায় নিয়েছেন টি-২০ বিশ্বকাপের পর। তাঁদের না থাকা বিশেষ প্রভাব ফেললো না দলের খেলায়। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।  গতকালের ম্যাচে প্রথমবার টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে ডাগ-আউটে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। জয় দিয়ে যাত্রা শুরু হলো তাঁরও। তবে হেরে পিছিয়ে পড়লেও বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেতে পারে শ্রীলঙ্কাও। টি-২০ বিশ্বকাপের হতশ্রী পারফর্ম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর আভাস দিলো তারা। লড়লেন নিশাঙ্কা-পথিরানারা।

২৪ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার দ্বৈরথ ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL)। আজই নির্ধারিত হবে সিরিজের ভবিতব্য। আজ জিতলে সিরিজ ভারতের হাতের মুঠোয়। অন্যদিকে অস্তিত্ব রক্ষার জন্য আজ জয় ছাড়া রাস্তা খোলা নেই শ্রীলঙ্কার জন্য। জমজমাট ম্যাচের অপেক্ষায় দর্শকেরা। ভারতের হয়ে গতকালের মত আজও নজর কাড়তে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), সূর্যকুমার যাদব’রা। নজর থাকবে হার্দিক পান্ডিয়া’র (Hardik Pandya) দিকে। প্রথম ম্যাচে ব্যর্থতার পর তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় দল। এক্স-ফ্যাক্টর হতে পারেন রিয়ান পরাগ (Riyan Parag)। নিজেদের বোলিং পারফর্ম্যান্স উন্নত করার চেষ্টায় থাকবে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে তারকা হতে পারেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka), কুশল মেন্ডিস। বোলিং-এ নজর থাকবে পথিরানা, হাসারাঙ্গাদের দিকে।

Read More: “কারো সাহস নেই …”, স্টিং অপারেশনে গোপন তথ্য ফাঁস KL রাহুলের, BCCI কে নিয়ে করলেন চাঞ্চল্যকর মন্তব্য !!

IND vs SL ম্যাচের সময়সূচি-

শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)

ম্যাচ নং- দ্বিতীয় টি-২০ ম্যাচ

তারিখ- ২৮/০৭/২০২৪

ভেন্যু- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Pallekele Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Pallekele International Cricket Stadium, Kandy | IND vs SL | Image: Getty Images
Pallekele International Cricket Stadium, Kandy | Image: Getty Images

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। প্রথম খেলায় বড় রান দেখা গিয়েছে। দ্বিতীয় ম্যাচেও তেমনটাই আশা রাখছেন বিশেষজ্ঞরা। সাধারণত পাল্লেকেলের উইকেটে ইনিংসের গোড়ায় তরতাজা ভাব লক্ষ্য করা যায়। কার্যকরী হতে পারেন পেসাররা। তবে যত সময় এগোয় ব্যাটিং তত সহজ হয়ে পড়ে। এখানে এখনও অবধি আয়োজিত হয়েছে ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এর মধ্যে ১৩টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। ৯টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। আর ২টি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে বাধা হয়ে দাঁড়ায় নি আবহাওয়া। রবিবার দ্বিতীয় ম্যাচের দিনও বৃষ্টির চোখরাঙানি এড়িয়েই ম্যাচ শেষ করা যাবে বলে আশায় ক্রিকেটজনতা। যদিও বর্ষণের পূর্বাভাস রয়েছে ১৩ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ পাল্লেকেলেতে থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৬৯ শতাংশ। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের সম্মুখীন করবে ক্রিকেটারদের। এছাড়াও খেলা চলাকালীন বায়ুপ্রবাহের বেগ ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে এখনও অবধি ৩০টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২০টি ম্যাচে। শ্রীলঙ্কার জয়ের সংখ্যা ৯। আর ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। টিম ইন্ডিয়া নিজেদের ঘরের মাঠে জিতেছে ১৩টি খেলায়। শ্রীলঙ্কার মাটিতে তাদের জয়ের সংখ্যা ৬। আর ১টি ম্যাচে ভারত জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে জিতেছে ৩টি ম্যাচ। ভারতে এসে তারা ভারতকে হারিয়েছে ৩ বার। আর নিরপেক্ষ ভেন্যুতেও জয়ের সংখ্যা ৩।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল,রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা (SL)-

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তীক্ষণা, মাথিশা পথিরানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

IND vs SL, 2nd T20i, Dream 11 Preditcion, Fantasy Tips-

ব্যাটার- পাথুম নিশাঙ্কা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব

উইকেটরক্ষক- কুশল মেন্ডিস, ঋষভ পন্থ

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা

বোলার- রবি বিষ্ণোই, মাথিশা পথিরানা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

অধিনায়ক- সূর্যকুমার যাদব

সহ-অধিনায়ক- যশস্বী জয়সওয়াল

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IND vs SL, 1st T20i: “বিশ্বকাপ থেকেই শিক্ষা নিয়েছি…” শ্রীলঙ্কাকে হারিয়ে তৃপ্ত ‘ম্যাচের সেরা’ সূর্যকুমার যাদব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *