IND vs SL India's XI, 2nd ODI: সুযোগ পাচ্ছেন রিয়ান, দ্বিতীয় ম্যাচ জিততে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গম্ভীর !! 1

IND vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) একদিনের সিরিজের প্রথম ম্যাচটিতে মেলে নি কোনো ফলাফল। রুদ্ধশ্বাস লড়াই টাই হওয়ায় দ্বিতীয় ম্যাচটির গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকখানি। সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এই খেলায় জয়লাভ করতেই হবে দুই পক্ষকে। টি-২০তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। সেখান থেকে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দারুণ কামব্যাক করছে চরিথ আশালঙ্কার দল। মাত্র ২৩১ রানের লক্ষ্যমাত্রাও স্পর্শ করতে দেয় নি তারকাখচিত ভারতীয় শিবিরকে। বিশেষ করে কোহলি (Virat Kohli), শ্রেয়স, রাহুল সমৃদ্ধ মিডল অর্ডারকে যেভাবে রুখেছে তার তারিফ করছে ক্রিকেটমহল। কোনো অবস্থাতেই তারা হাল ছাড়তে যে রাজী নয় তাও বুঝিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। গত শুক্রবারের মত রবিবারের লড়াইও যে জোরদার হবে তা নিশ্চিত।

ভারতের একাদশে রদবদল আশা করছেন বিশেষজ্ঞরা। ওপেনিং-এ রোহিত শর্মা’র (Rohit Sharma) সঙ্গে দেখা যাবে শুভমান গিলকে। প্রথম ম্যাচে সাবলীল ছিলেন না তিনি। চেষ্টা করবেন ঘুরে দাঁড়ানোর। প্রত্যাবর্তন সুখের হয় নি কোহলির (Virat Kohli) জন্যও। পয়া মাঠে রানের সন্ধানে থাকবেন তিনিও। চারে ওয়াশিংটন সুন্দরকে তুলে এনেছিলেন কোচ গম্ভীর। কিন্তু দ্বিতীয় ওডিআই-তে সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসতে হবে তাঁকে। চার ও পাঁচে থাকছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কে এল রাহুল। ব্যাটিং বিভাগে জোর দিতে ওয়াশিংটনের বদলে খেলতে পারেন রিয়ান পরাগ (Riyan Parag)। প্রয়োজনে বোলিং-ও করবেন তিনি। অলরাউন্ডার হিসেবে এরপর থাকছেন শিবম দুবে ও অক্ষর প্যাটেল। স্পিন বিভাগের মুখ হতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। জোড়া পেসার হিসেবে থাকছেন মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

Read More: নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়, এই দেশের কোচ হিসেবে জেতাবেন বিশ্বকাপ !!

IND vs SL ম্যাচের সময়সূচি-

শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)

ম্যাচ নং- দ্বিতীয় ওডিআই ম্যাচ

তারিখ- ০৪/০৮/২০২৪

ভেন্যু- আর.প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)

Colombo Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

R.Premadasa Cricket Stadium | IND vs SL | Image: Getty Images
R.Premadasa Cricket Stadium | Image: Getty Images

ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামের বাইশ গজে। এই মাঠে সাধারণত কার্যকরী হতে দেখা যায় স্পিন বোলিং। ধৈর্য্য নিয়ে ব্যাটিং করলে বড় রান পেতেও সমস্যা হয় না ব্যাটসম্যানদের। পরিসংখ্যান বলছে যে এখানে আয়োজিত ১৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে প্রথম ব্যাট করা দল জিতেছে ৮৮টি। রান তাড়া করে সাফল্যের সংখ্যা ৬৫। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। ১টি হয়েছে টাই। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২৩১। দ্বিতীয় ইনিংসে তা দাঁড়ায় ১৮৯-এর আশেপাশে। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং বেছে নিতে পারেন।

যেহেতু অগস্ট মাসে ম্যাচ সেহেতু আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ভারত বনাম শ্রীলঙ্কা (INF vs SL) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বাধা সৃষ্টি করে নি বৃষ্টি। কিন্তু দ্বিতীয় ম্যাচেও যে তা হবে তেমনটা বলা যাচ্ছে না এখনিই। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ম্যাচের দিন কলম্বোর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা।

IND vs SL, হেড টু হেড-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL) পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১৬৯টি ম্যাচে। এর মধ্যে ভারতের জয়ের সংখ্যা ৯৯। শ্রীলঙ্কা জিতেছে ৫৭টি ম্যাচ। অমীমাংসিত থেকেছে ১১টি ম্যাচ। আর টাইয়ের সংখ্যা ২। ভারতের ৯৯টি জয়ের মধ্যে ৪০টি এসেছে নিজেদের ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে ৩২ বার। বাকি ২৭টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে জিতেছে ২৮টি ম্যাচ। ভারতের মাটিতে এসে তারা ভারতকে হারিয়ে গিয়েছে ১২ বার। আর নিরপেক্ষ ভেন্যুতে তাদের জয়ের সংখ্যা ১৭।

ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team vs SL | Image: Getty Images
Indian Cricket Team vs SL | Image: Getty Images

ওপেনার- রোহিত শর্মা, শুভমান গিল

মিডল অর্ডার- বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল

ফিনিশার- রিয়ান পরাগ, শিবম দুবে

বোলার- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং

উইকেটরক্ষক- কে এল রাহুল

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

Also Read: IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর ভারত-শ্রীলঙ্কা’র, টাই’তে হলো পরিসমাপ্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *