ind-vs-sl-2024-1st-t20i-match-preview

IND vs SL: টি-২০ বিশ্বকাপ জয় অতীত। ইতিহাসের পাতায় স্থান করে নিয়ে জিম্বাবুয়ে সিরিজ’ও। নতুন উদ্যমে টি-২০’র আসরে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (IND vs SL)। সিরিজের প্রথম ম্যাচ রয়েছে শনিবার। রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে কোচ হিসেবে কার্যনির্বাহী দায়িত্ব সামলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার ডাগ-আউটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ‘গুরু’ গম্ভীর প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য কোন চাল চালেন, তা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। রোহিত শর্মা অবসর নেওয়ার পর পূর্ণ সময়ের টি-২০ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরীক্ষা তাঁরও। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের হতশ্রী পারফর্ম্যান্সের পর প্রথম মাঠে নামছে লঙ্কানরাও। হাসারাঙ্গা সরে দাঁড়ানোয় দায়িত্ব পেয়েছেন আশালঙ্কাকে। টিম ইন্ডিয়ার বিপক্ষে নিজেকে প্রমাণের চেষ্টায় থাকবেন তিনিও।

Read More: IPL 2025: বিদেশি নয় বরং এই ভারতীয় খেলোয়াড়ের উপর মেগা নিলামে হতে চলেছে কোটি টাকার বৃষ্টি !!

IND vs SL ম্যাচের সময়সূচি-

শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)

ম্যাচ নং- প্রথম টি-২০ ম্যাচ

তারিখ- ২৭/০৭/২০২৪

ভেন্যু- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Pallekele Pitch and Waether Report (পিচ ও আবহাওয়া)-

Pallekele International Cricket Stadium, Kandy | IND vs SL | Image: Getty Images
Pallekele International Cricket Stadium, Kandy | Image: Getty Images

শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (IND vs SL)। এই মাঠে ইনিংসের শুরুতে নতুন বল’কে কাজে কাগিয়ে উইকেট তুলতে দেখা যায় ফাস্ট বোলারদের। গুরুত্বপূর্ণ হতে পারে পাওয়ার প্লে। তবে বল খানিক পুরনো হলেও ছড়ি ঘোরাতে পারেন ব্যাটাররা। শনিবারের খেলায় বড় রান ওঠার আশা করছে ক্রিকেটদুনিয়া। এই মাঠে এখনও পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ১২টিতে প্রথম ব্যাট করা দল জিতেছে। ৯টি ম্যাচে রান তাড়া করে এসেছে সাফল্য। অমীমাংসিত থেকেছে ২টি ম্যাচ। শনিবার টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার পাল্লেকেলের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৮ শতাংশ। ম্যাচ চলাকালীন ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে বলে জানা গিয়েছে। যেহেতু জুলাই মাসে আয়োজিত হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজ, সেহেতু রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। বিশেষজ্ঞরাও জানিয়েছেন যে শনিবারের ম্যাচে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার মাঠের নিকাশি ব্যবস্থা ও মাঠকর্মীদের তৎপরতা বিশ্বে সুবিদিত। তাই আবহাওয়ার চোখ রাঙানি এড়িয়ে সম্পূর্ণ করা যাবে ম্যাচ, প্রার্থনা ক্রিকেটজনতার।

IND vs SL, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

শ্রীলঙ্কা ও ভারত (IND vs SL) টি-২০’র ময়দানে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ২৯টি ম্যাচে। পাল্লা ভারী টিম ইন্ডিয়ার দিকেই। দুইবারের বিশ্বজয়ীরা ১৯টি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে। পক্ষান্তরে ভারতের বিরুদ্ধে লঙ্কানদের জয়ের সংখ্যা ৯। একটি মাত্র ম্যাচ থেকেছে অমীমাংসিত। ভারত নিজেদের ঘরের মাঠে প্রতিবেশী দেশকে হারিয়েছে ১৩টি ম্যাচে। তাদের অ্যাওয়ে ম্যাচে জয়ের সংখ্যা ৫টি। নিরপেক্ষ ভেন্যুতে জয় ১টি ম্যাচে। শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে জিতেছে ৩টি। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে তাদের জয়ের সংখ্যা ৩। নিরপেক্ষ ভেন্যুতে তাদের জয় ৩ ম্যাচে।

প্রথম টি-২০’তে দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা (SL)-

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিন্দু বিক্রমাসিঙ্ঘে, দাসুন শানাকা, দুনিথ ওয়ালেলাগে, মাহিশ তীক্ষণা, মাথিশা পথিরানা।

Also Read: IND s SL: গম্ভীরের পক্ষপাতিত্ব নয়, এই বিশেষে কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ফর্ম্যাটে নির্বাচিত রিয়ান পরাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *