IND vs SL: দাপুটে জয় দিয়েই ভারতের কোচ হিসেবে নিজের কেরিয়ারের শুরুটা করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর প্রশিক্ষণে টি-২০ সিরিজে (IND vs SL) লঙ্কাবাহিনীকে একপ্রকার গুঁড়িয়েই দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে সহজ জয় এসেছিলো ক্যান্ডির মাঠে। তৃতীয় ম্যাচটিতে একটা সময় নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিলো শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ২৭ রানে ৭ উইকেট তুলে নিয়ে প্রথমে সেই ম্যাচ টাই করে ভারত। পরে সুপার ওভারে ছিনিয়ে নেয় রুদ্ধশ্বাস জয়। যে কোনো পরিস্থিতিতেই লড়াই থেকে পিছিয়ে আসতে টিম ইন্ডিয়া (Team India) যে প্রস্তুত নয়, তা গম্ভীর জমানার তৃতীয় ম্যাচটি থেকেই স্পষ্ট। টি-২০’র একপেশে জয় একদিনের সিরিজ শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাস যুগিয়েছে কোচ গম্ভীরকে। সূত্রের খবর যে প্রথম ওডিআই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই একাদশ বেছে ফেলেছেন তিনি।
Read More: প্রয়াত কিংবদন্তি অংশুমান গায়কোয়াড় ,শোকের ছায়া ভারতীয় ক্রিকেটমহলে !!
রোহিত-বিরাট ফেরায় শক্তিশালী ব্যাটিং-
টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। কুড়ি-বিশের সিরিজে দেখা যায় নি তাঁদের। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট যে তাঁরা চালিয়ে যাবেন তা স্পষ্ট করেছেন দুই মহাতারকা। বিসিসিআই-এর কর্মকর্তাদের মধ্যে অনেকেই শ্রীলঙ্কা সিরিজে (IND vs SL) তাঁদের দুজনকেই বিশ্রমা দেওয়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু নয়া কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিশেষ ভাবে অনুরোধ জানান দুই মহাতারকাকে দলে চেয়ে। তাঁর নির্দেশেই ছুটিতে কাটছাঁট করে জাতীয় দলে ফিরেছেন রো-কো জুটি। দুজনেই ২৯ তারিখ পৌঁছান শ্রীলঙ্কা। নেমেছেন অনুশীলনেও। কলম্বোতে প্রথম একাদশে দু’জনকেই রাখবেন কোচ গম্ভীর। চেনা ওপেনিং-এ দেখা যাবে অধিনায়ক রোহিত’কে। তিন নম্বরে থাকবেন বিরাট।
ওপেনিং-এ রোহিতের সঙ্গী হচ্ছেন নবনির্বাচিত সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। চার নম্বরে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। মুম্বইয়ের ক্রিকেটার বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ অমান্য করে। বাদ পড়েছিলেন দল থেকে। নয়া কোচ গম্ভীরের হাত ধরে প্রত্যাবর্তন হচ্ছে তাঁরও। পাঁচ নম্বরে দেখা যাবে কে এল রাহুল’কে (KL Rahul)। মিডল অর্ডারের হাল ধরার দায়িত্ব থাকবে কর্ণাটকের ক্রিকেটারের উপর। সম্ভবত দস্তানা হাতে উইকেটরক্ষকের ভূমিকাতেও তাঁকেই দেখা যাবে শুক্রবার। যদিও মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন যে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকে (Rishabh Pant) সময় দিতে চান তাঁরা। তবুও টিম কম্বিনেশনের জন্য প্রথম ওডিআইতে হয়ত বাইরেই থাকতে হবে তাঁকে। রিজার্ভ বেঞ্চে থাকছেন শিবম দুবেও।
দুই স্পিনার ও তিন পেসারের ফর্মূলা ভারতের-
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নেই ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ওডিআই সিরিজে। পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা ঢাকতে একজন অতিরিক্ত ফাস্ট বোলার সম্ভবত মাঠে নামাতে হবে ‘গুরু’ গম্ভীরকে। টি-২০ বিশ্বকাপ ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে অনবদ্য পারফর্ম্যান্সের পর আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) জায়গা একপ্রকার নিশ্চিত। সাম্প্রতিক কিছু ম্যাচে উল্লেখযোগ্য সাফল্য না এলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ব পরিসংখ্যানের ভিত্তিতে জায়গা পেতে পারেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফরে। তৃতীয় পেস বোলিং বিকল্প হওয়ার দৌড়ে বাম হাতি খলিল আহমেদ (Khaleel Ahmed) ও ডান হাতি হর্ষিত রাণা (Harshit Rana)। সিরিজের প্রথম একদিনের ম্যাচে তরুণ হর্ষিতের বদলে হয়ত খলিলের অভিজ্ঞতাতেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।
প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে সাহায্য থাকে স্পিনারদের জন্য। স্কোয়াডের দুই সেরা স্পিন অস্ত্রকে সেই কথা মাথায় রেখে প্রথম ম্যাচে মাঠে নামাতে পারে ভারত। বাম হাতি অর্থোডক্স স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) খেলতে পারেন শুক্রবার। সাত নম্বরে নেমে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন অক্ষর। গত বছর এই শ্রীলঙ্কার মাটিতেই এশিয়া কাপে (Asia Cup) দুর্দান্ত পারফর্ম করেছিলেন কুলদীপ। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। উত্তরপ্রদেশের তারকা চাইবেন সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে। টি-২০ সিরিজে ভালো পারফর্ম করেও ওডিআই’তে আপাতত রিজার্ভ বেঞ্চেই জায়গা হতে পারে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। আরেক স্পিন বোলিং অলরাউন্ডার রিয়ান পরাগও থাকবেন অতিরিক্তের তালিকায়।
এক নজরে সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, খলিল আহমেদ।