World Cup 2023: বিশ্বকাপে মুখোমুখি ভারত এবং পাকিস্তান, ক্রিকেটের এল-ক্লাসিকোতে নজরে এই ৫ ব্যক্তিগত ডুয়েল !! 1

World Cup 2023: বিশ্বকাপের আর বেশী দিন বাকি নেই। ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর। বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের পারদ ছুঁয়েছে আকাশ। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১ সালে শেষবার বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতেছিলো টিম ইন্ডিয়া। বারো বছরের অপেক্ষা শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর ফের কি বিশ্বসেরার তাজ উঠবে ‘মেন ইন ব্লু’র মাথায়? চলছে জল্পনা।

বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের কঠিনতম প্রতিপক্ষ হবে কারা? অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশের সাথে এই তালিকায় থাকছে পাকিস্তানের নাম’ও। গত এক বা দুই বছর ধরে একদিনের ক্রিকেটে বেশ ধারাবাহিক পাক দল। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে তারা দিনকয়েক আগে অবধি আইসিসি র‍্যাঙ্কিং শীর্ষেও ছিলো। ভারতই গদিচ্যুত করেছে তাদের। দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের লড়াই আয়োজিত হবে ১৪ অক্টোবর, আহমেদাবাদে। এই ম্যাচের জন্য ভক্তদের উন্মাদনা বাকি সকল ম্যাচের চেয়ে অনেকখানি বেশী। টিকিটের মূল্য ছুঁয়েছে ৫৭ লক্ষ টাকা। হোটেলে থাকার জায়গা না পেয়ে হাসপাতালের শয্যা অবধি বুক করছেন কেউ কেউ।

একদিনের ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup)  ১৯৯২ সালে প্রথম মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ। এরপর থেকে একমাত্র ২০০৭ সাল বাদে প্রতিবারই দেখা হয়েছে ভারত এবং পাকিস্তানের। ৭ সাক্ষাতে ৭ বারই জিতেছে ভারত। যখনই ‘মেন ইন ব্লু’ এবং ‘মেন ইন গ্রিন’ একে অন্যের মুখোমুখি হয়, তখনই দুই তরফের সেরা ক্রিকেটারদের দেখা যায় সম্মুখসমরে। ৯০ দশকের শচীন বনাম ওয়াকার-আক্রম থেকে ২০১৬’র কোহলি (Virat Kohli) বনাম আমির, বারবারই ব্যক্তিগত কিছুয় ‘ডুয়েল’ লাইমলাইট কেড়ে নিয়েছে ভারত-পাক ম্যাচে। আসন্ন ১৪ অক্টোবর ক্রিকেটের ‘এল-ক্লাসিকো’তে তেমনই ফোকাসে উঠে আসতে পারে অন্তত পাঁচটি ‘ডুয়েল।’

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বিরাট কোহলি-শাহীন আফ্রিদি-

Shaheen Shah Afridi and Virat Kohli | ICC World Cup 2023 | Image: Twitter
Shaheen Shah Afridi and Virat Kohli | Image: Twitter

অক্টোবরের ১৪ তারিখ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের ফলাফল নির্ভর করতে পারে বিরাট কোহলি (Virat Kohli) এবং শাহীন শাহ আফ্রিদি’র (Shaheen Shah Afridi) উপর। ভারতের ব্যাটিং তারকা এবং পাকিস্তানের বাম হাতি পেসার যে নিজেদের দিনে একা হাতে ম্যাচ জেতাতে সক্ষম,তা জানেন ক্রিকেটদুনিয়ার সকলেই। একে অপরের বিরুদ্ধে আহমেদাবাদের বাইশ গজে তাঁরা কেমন পারফর্ম করেন, সেই দিকে নজর থাকবে। শাহীন বনাম বিরাট লড়াই নতুন নয়। ২০২১-এর টি-২০ বিশ্বকাপে যখন নতুন বল হাতে ভারতীয় টপ অর্ডারকে প্রায় মুড়িয়ে দিয়েছিলেন শাহীন, তখন বুক চিতিয়ে রুখে দাঁড়াতে পেরেছিলেন একমাত্র বিরাটই (Virat Kohli)। ছন্দে থাকা শাহীনকে একটি চোখধাঁধানো ছক্কাও মারেন তিনি। শেষ হাসি অবশ্য সেইদিন হেসেছিলেন পাক পেসার। ডেথ ওভারে আউট করেছিলেন বিরাটকে।

গত বছরের টি-২০ বিশ্বকাপে শাহীন (Shaheen Shah Afridi) অ্যান্ড কোং-এর বিরুদ্ধে দাপট দেখান কোহলি। করেন ৫৩ বলে ৮২* রান। পাকিস্তানী বোলারের দিকে পাল্লা ফের ঝুলে পড়ে সদ্যসমাপ্ত এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায়। পিচের ভিজে ভাবকে কাজে লাগিয়ে সেদিনও অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন শাহীন। পাক পেসারের ডেলিভারি কোহলির (Virat Kohli) ব্যাটের কোণা স্পর্শ করে উইকেট ভেঙে দেয়। মাত্র ৪ রানেই আউট হন ‘কিং কোহলি।’ বদলা নিতে বেশীদিন অবশ্য অপেক্ষা করতে হয় নি কোহলিকে। এশিয়া কাপেরই সুপার ফোর পর্বের খেলায় শাহীনের বিপক্ষে গর্জে ওঠে তাঁর ব্যাট। অনবদ্য ১২২* রান করে অপরাজিত থাকেন তিনি। বেশ কয়েকবছর ধরে চলে আসা এই দ্বৈরথে কোনো নতুন অধ্যায় বিশ্বকাপে যুক্ত হয় কিনা, নজর থাকবে সেইদিকে।

রোহিত শর্মা-হারিস রউফ-

Rohit Sharma and Haris Rauf | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Haris Rauf | Image: Getty Images

পাকিস্তানের এক্সপ্রেস পেসার হারিস রউফের (Haris Rauf) বিরুদ্ধে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দ্বৈরথও বেশ চিত্তাকর্ষক হতে চলেছে। এমনিতে নতুন বলে শাহীন আফ্রিদির সাথে প্রথম দশ ওভারে বোলিং করেন নাসিম শাহ (Naseem Shah)। কিন্তু তরুণ পেসার কাঁধের চোটে ছিটকে যাওয়ার পর সম্ভবত হারিস’কেই প্রথম দশ ওভারের মধ্যে বোলিং করতে দেখা যাবে বিশ্বকাপে (ICC World Cup 2023)। সুতরাং ওপেনার রোহিতের সাথে তাঁর টক্কর একপ্রকার নিশ্চিত। রোহিত-হারিস যুদ্ধে এখনও অবধি পাল্লা ভারী কিন্তু পাক পেসারের দিকেই।

২০২২-এর এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোর পর্বের খেলায় ভারত অধিনায়ক শুরুটা ভালো করলেও থামতে হয়েছিলো হারিসের (Haris Rauf) বলেই। খুশদিল শাহের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হিটম্যান। গত বছরের কুড়ি-বিশের বিশ্বকাপেও বদলায় নি ছবিটা। হারিসের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর ব্যাটের কোণা স্পর্শ করে বল জমা পড়ে স্লিপে দাঁড়ানো ইফতিকার আহমেদের হাতে। ২০২৩-এর এশিয়া কাপে এই লড়াইয়ের কোনো ফয়সালা হয় নি। হারিসের গতি নাকি রোহিতের দুরন্ত হুক আর পুল? জয়ী হবে কে? উত্তর মিলবে বিশ্বকাপে (ICC World Cup 2023) ।

বাবর আজম-কুলদীপ যাদব-

Kudeep Yadav and Babar Azam | ICC World Cup 2023 | Image: Getty Images
Kudeep Yadav and Babar Azam | Image: Getty Images

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার বাবর আজম (Babar Azam)। পরিসংখ্যান বলছে ১০৮ ম্যাচে ৫৪০৯ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৮.১৬। ব্যাটিং গড়ের নিরিখে বাবর পিছনে ফেলেছেন স্বয়ং বিরাট কোহলিকেও। এশিয়া কাপে একমাত্র নেপালের বিরুদ্ধে ১৫১ রান ছাড়া একটি ম্যাচেও বড় রান পান নি পাকিস্তান অধিনায়ক। তা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে পাক ব্যাটিং-এর প্রধান ভরসা তিনিই। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। সেই দিন তিন নম্বরে ব্যাট করতে নেমে একবার ক্রিজে থিতু হয়ে গেলে বাবর যে বিপদ বাড়াতে পারে টিম ইন্ডিয়ার জন্য, তা বিলক্ষণ জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বাবরের বিরুদ্ধে বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে ব্যবহার করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কুলদীপের বিরুদ্ধে একদিনের ম্যাচে দুইবার উইকেট হারিয়েছেন বাবর। এর মধ্যে ২০১৯-এর বিশ্বকাপে যে ডেলিভারিতে পাক তারকাকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন তিনি, তা ‘স্বপ্নের বল’ হিসেবে স্বীকার করেছেন স্বয়ং কুলদীপ (Kuldeep Yadav)। ২০২৩-এর এশিয়া কাপে বাবরের বিরুদ্ধে হাত ঘোরানোর সুযোগই পান নি কুলদীপ। তার আগেই হার্দিক পান্ডিয়ার ইনস্যুইঙ্গারে সাজঘরে ফিরেছিলেন পাকিস্তানী অধিনায়ক। বিশ্বকাপের (ICC World Cup 2023)  আসরে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইতে নামার জন্য মুখিয়ে থাকবেন চায়নাম্যান বোলার। অন্যদিকে ২০১৯-এর স্মৃতি ভুলে কুলদীপ প্রশ্নের উত্তরের সন্ধানে থাকবেন বাবর’ও।

বাবর আজম-জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah and Babar Azam | ICC World Cup 2023 | Image: Getty Images
Jasprit Bumrah and Babar Azam | Image: Getty Images

একজন ভারতের সেরা পেসার, আরেকজন পাকিস্তানের সেরা ব্যাটার। স্বাভাবিক কারণেই নজর থাকবে জসপ্রীত বুমরাহ (Jaspit Bumrah) এবং বাবর আজমের (Babar Azam) দিকে। ভারতের হয়ে প্রথম পাওয়ার প্লে’তে একপ্রান্ত থেকে নতুন বল হাতে দেখা যায় বুমরাহ’কে। আর বাবর খেলেন তিন নম্বরে। টিম ইন্ডিয়া গত এক বছরে প্রথম পাওয়ার প্লে’তে সবচেয়ে বেশী উইকেট তুলতে সক্ষম হয়েছে। বিশ্বকাপের (ICC World Cup 2023)  ম্যাচে ফখর জামান বা ইমাম উল হকের (Imam-ul-Haq) মধ্যে একটি উইকেট অন্তত ‘মেন ইন ব্লু’ শুরুতেই তুলে নিতে পারলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বনাম বাবর আজম (Babar Azam) দ্বৈরথ চাক্ষুস করার সুযোগ নিশ্চিত ভাবেই পাবেন দর্শকেরা।

এখনও অবধি যে কয়টি ম্যাচে দুই তারকা মুখোমুখি হয়েছেন, তাতে বাবরের (Babar Azam) উইকেট এখনও জোটে নি বুমরাহ’র (Jasprit Bumrah) কপালে। ভারতীয় তারকার বিপক্ষে বাবর (Babar Azam) যে ছড়ি ঘুরিয়েছেন, তেমনটাও বলা যায় না। এখনও অবধি তিন ইনিংসে তিনি ৩৮ বলে করেছেন ৩৫ রান। স্ট্রাইক রেট ৮৮’র আশেপাশে। বিশ্বকাপের (ICC World Cup 2023)  মঞ্চে একটা ভালো পারফর্ম্যান্স বাবর বা বুমরাহ’র পক্ষে হেলিয়ে দিতে পারে দাঁড়িপাল্লার কাঁটা।

কে এল রাহুল-শাহীন আফ্রিদি-

Shaheen Shah Afridi and KL Rahul | ICC World Cup 2023 | Image: Getty Images
Shaheen Shah Afridi and KL Rahul | Image: Getty Images

১৪ অক্টোবর আহমেদাবাদের মাঠে নজর থাকবে কে এল রাহুল (KL Rahul) বনাম শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ডুয়েলের দিকেও। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে রাহুলকে সাজঘরে পাঠিয়েছিলেন শাহীন। তাঁর ভিতরের দিকে আসা বলের নাগাল পান নি ভারতীয় তারকা। ব্যাট স্পর্শ করে বল ভেঙে দেয় উইকেট। ইনিংসের গোড়াতেই রাহুলের উইকেট খুইয়ে চাপে পড়েছিলো টিম ইন্ডিয়া। সেই সময় গতি এবং স্যুইং-এর বিপক্ষে রাহুলের ব্যাটিং পদ্ধতি এসেছিলো আতসকাঁচের তলায়।

এরপর কেটে গিয়েছে দুই বছর। বোলার হিসেবে যেমন পরিণত হয়েছেন শাহীন (Shaheen Shah Afridi), তেমন ব্যাট হাতেও ছন্দে ফিরেছেন রাহুল (KL Rahul)। সদ্যই চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত ছন্দে ব্যাট করছেন তিনি। শাহীনের পাকিস্তানের বিপক্ষেই করেছেন ১১১*। এমনকি অস্ট্রেলিয়া সিরিজেও মোহালি এবং ইন্দোরে পরপর দুই ম্যাচে অনবদ্য অর্ধশতক করেছেন তিনি। ভারতের মাটিতে বিশ্বকাপে ২০২১-এর ঝলক ফেরে নাকি এশিয়া কাপের মতই ব্যাট হাতে রাজত্ব করেন রাহুল, সেই প্রশ্নের উত্তর রয়েছে সময়ের গর্ভে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *