ind-vs-eng-yashasv-sarfaraz-viral-chat

IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজের তৃতীয় টেস্ট জিতলো টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্যাচে হারতে হয়েছিলো ভারতকে। হায়দ্রাবাদে ২৮ রানের ব্যবধানে জিতে এগিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ায় ‘মেন ইন ব্লু।’ ১০৬ রানের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে সমতা ফেরায় সিরিজে। রাজকোটের জয় ২-১ এগিয়ে দিলো রোহিত শর্মার দলকে। প্রথম ইনিংসে শতরান ও চতুর্থ ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার জন্য ম্যাচের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু রাজকোটের মাঠে ক্রিকেটদুনিয়ার মন কেড়ে নিয়েছেন বছর ২২-এর যশস্বী জয়সওয়াল। এর আগে বিশাখাপত্তনমে দ্বিশতরান করেছিলেন মুম্বই-এর তরুণ। সেই ছন্দ তিনি ধরেতেস্টেও।ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টেও।

টেস্টের প্রথম ইনিংসে রান পান নি যশস্বী। ওপেন করতে নেমে মার্ক উডের বলের অতিরিক্ত বাউন্সে পরাস্ত হয়েছিলেন তিনি। স্লিপে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মাত্র ১০ রান করে। দ্বিতীয় বার ব্যাট করতে নেমে তাই প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ দিতে চান নি তিনি। আগাগোড়া নিখুঁত ব্যাটিং করেন রাজকোটের বাইশ গজে। শুরুতে বেশ খানিকটা সময় নেন থিতু হতে। প্রথম ৫০ রান করতে তিনি খরচ করেন ৮০ বল। এরপর আর ফিরে তাকান নি যশস্বী। টেস্ট ম্যাচকে পরিণত করেন টি-২০তে। রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, জো রুট- ভাঁড়ারে থাকা যাবতীয় বোলিং অস্ত্র’ই যশস্বীর বিরুদ্ধে প্রয়োগ করে দেখেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লাভ হয় নি বিশেষ। অনায়াস দক্ষতায় প্রতিপক্ষকে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়েছেন বাম হাতি ওপেনার।

Read More: IND vs ENG: রাজকোটে জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া, রাঁচী টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকাকে !!

যশস্বীকে অধৈর্য্য হতে বারণ করেন সরফরাজ-

Yashasvi Jaiswal and Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal and Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images

১২২ বলে শতকের মাইলস্টোন স্পর্শ করেন যশস্বী জয়সওয়াল। শূন্যে লাফিয়ে উচ্ছ্বাস করতে গিয়ে কোমরে টান লাগে তাঁর। তৃতীয় দিনের শেষে আহত ও অবসৃত যখন হন তখন তাঁর নামের পাশে ১০৪ রান। চতুর্থ দিনের সকালে শুভমান গিল আউট হওয়ার পর ফের মাঠে নামেন তিনি। যতক্ষণ ক্রিজে রইলেন ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ফিফথ গিয়ারে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সফলতম পেসার জেমস অ্যান্ডারসনকে টানা তিন বলে তিনটি বিশাল ছক্কা হাঁকান। স্পিনারদের বিরুদ্ধেও স্টেপ আউট করে মারেন বিশাল বিশাল ছক্কা। গতকাল ২১৪ রানে অপরাজিত রইলেন যশস্বী। ব্র্যাডম্যান ও কাম্বলির পর তৃতীয় কনিষ্ঠতম হিসেবে দুটি টেস্ট দ্বিশতকের মালিক হলেন তিনি। একইসাথে ১২ ছক্কা মেরে এক টেস্ট ইনিংসে সর্বোচ্চসংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ডেও ভাগ বসালেন।

ইনিংসের অধিকাংশ সময় নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেও ১৯০-এর কোঠায় পৌঁছানোর পর খানিক চাপে পড়েছিলেন যশস্বী জয়সওয়াল। বারবার চেষ্টা করছিলেন শর্ট রান নিয়ে দ্রুত ২০০ রানের মাইলফলক পেরিয়ে যেতে। এই নিয়ে অপর প্রান্তে থাকা সরফরাজ খানের সাথে বেশ কয়েকবার ভুলবোঝাবুঝিও হয় যশস্বীর। প্রথম ইনিংসে জাদেজার সাথে ভুলবোঝাবুঝিতে রান-আউট হয়েছেন সরফরাজ। অভিষেক টেস্টে শতকের নজির গড়া হয় নি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যশস্বীকে শান্ত থাকার পরামর্শ দেন তিনি। দুই মুম্বইকর তরুণের কথোপকথন ধরা পড়েছে স্টাম্প মাইলে। এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল তা। ব্যাটিং-এর সময় যশস্বীর মাথায় যে চলছিলো দ্বিশতরানে পৌঁছানোর ভাবনা, তা স্পষ্ট হয়েছে যশস্বীর কথা।

নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন সরফরাজ। তাঁকে ডাকেন যশস্বী। বলেন, “সরফু (সরফরাজ) তৈরি থাকিস।” উত্তরে সরফরাজ জানান, “টেনশন নিস না, হয়ে যাবে।” এরপর খানিক স্বগতোক্তির ঢঙেই যশস্বী বলে ওঠেন, “বে***#&..না হলে এত মেহনত করলাম কেন?” দ্বিশতকের দোরগোড়ায় এসে খালি হাতে যে তিনি ফিরতে চান না তা বুঝিয়ে দিয়েছেন যশস্বী। অপরপ্রান্ত থেকে সরফরাজ বলেন, “হয়ে যাবে।” বাম হাতি ওপেনার বলের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছিলেন, সরফরাজ ফের নন-স্ট্রাইকার প্রান্ত থেকে চেঁচিয়ে বলেন, “ইয়াশু (যশস্বী), আগেভাগে দৌড়বি না।” শেষমেশ যশস্বী যখন ২০০তে পৌঁছান, তখন মাঝপিচেই দুই হাত মাথার উপর তুলে উদযাপন করতে দেখা যায় সরফরাজকেও। দুই তরুণ ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্কের মিষ্টতা মন ভরিয়েছে দেশের ক্রিকেটপ্রিয় জনতার। অনেকেরই মনে পড়ছে ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুরেশ রায়নার বিরাট কোহলির শতরান উদযাপন করার কথা।

দেখে নিন যশস্বী-সরফরাজের কথোপকথনের ভিডিও-

https://youtube.com/shorts/lecbOnAA7P4

Also Read: IND vs ENG: “বাবাকে মনে পড়লো না…”, ম্যাচ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করায় ব্যাপক ট্রোলের শিকার জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *