ind-vs-eng-stokes-backs-team-post-loss

IND vs ENG: হায়দ্রাবাদের মাঠে চতুর্থ ইনিংসে ভারতকে স্পিনের জালে বন্দী করে জয় ছিনিয়ে নিয়েছিলো ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে সেই সাফল্য ধরে রাখতে পারলো না তারা। চার দিন গড়ালো খেলা। হাড্ডাহাড্ডি লড়লেও টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে হারতেই হলো ১০৬ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ভারতের তোলা ৩৯৬ রানের জবাবে ২৫৩ তুলেছিলো ইংল্যান্ড। দিন শেষে সেই ১৪৩ রানের লিড’ই বাধা হয়ে দাঁড়ালো বেন স্টোকস বাহিনীর সামনে। আজ ব্যাট হাতে বুমরাহ (Jasprit Bumrah), অশ্বিন, অক্ষরদের (Axar Patel) বিরুদ্ধে লড়াই করলেন জ্যাক ক্রলি, বেন ফোকস, টম হার্টলিরা। কিন্তু শেষরক্ষা হলো না। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ভারত।

গতকাল দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিলো ১ উইকেটের বিনিময়ে ৬৭। ২৮ বলে ২৭ রান করে ফিরে গিয়েছিলেন ওপেনার বেন ডাকেট। ৯ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের প্রয়োজন ছিলো ৩৩২ রান। সকাল থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করতে দেখা যায় রুট, পোপ (Ollie Pope), বেয়ারেস্টোদের। তবে লম্বা ইনিংস খেলতে পারেন নি কেউই। নিয়মিত উইকেট তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছিলেন বুমরাহ, অশ্বিনরা। এমনকি ক্রাইসিস ম্যাচ নামে পরিচিত বেন স্টোকস’ও আজ ১১ রানের বেশী করতে পারেন নি। শেষবেলায় ফোকস (৩৬) ও হার্টলি (৩৬) জুটি গড়ে আশা জাগালেও যথেষ্ট হয় নি তা। ২৯২ রামে থামে ইংল্যান্ড। প্রথম ম্যাচের জয়ের পর, দ্বিতীয় টেস্ট হারতে হলেও হতাশ নন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। সতীর্থদের প্রশংসাই করলেন তিনি।

Read More: IND vs ENG: বিশাখাপত্তনমে ‘বাজবল’ বধ টিম ইন্ডিয়ার, ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরালো রোহিত শর্মার দল !!

একটা দুর্দান্ত ম্যাচের অংশ হলাম, বলছেন স্টোকস-

Tom Hartley | IND vs ENG | Image: Getty Images
Tom Hartley | IND vs ENG | Image: Getty Images

গতকাল সাংবাদিক সম্মেলনে এসে জেমস অ্যান্ডারসন (James Anderson) জানিয়েছিলেন, “কোচ ব্রেন্ডন ম্যাকালামের সাথে কথা হয়েছে। ভারত যদি ৬০০ রান’ও লক্ষ্য দিত, আমরা তাড়া করার চেষ্টা করতাম। আরও ১৮০ ওভার আমাদের হাতে রয়েছে, আমরা চেষ্টা করবো ৬০-৭০ ওভারে লক্ষ্যে পৌঁছানোর।” বিশাখাপত্তনমে ম্যাচের চতুর্থ দিনে গুটিয়ে না থেকে সত্যিই সর্বস্ব দিয়ে রান তাড়া করতে দেখা গেলো ইংল্যান্ডকে। জয় না এলেও দলের মানসিকতায় তুষ্ট অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, “শেষ ইনিংসের আগে আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিলো যে আমরা পারবো এই রান তাড়া করতে। যে খেলাগুলিতে স্কোরবোর্ডের চাপ থাকে, সেখানে এমনটা ভাবলেই একমাত্র নিজেদের সেরাটা বের করে আনা যায়।”

দুই দল’ই যেভাবে একে অন্যের বিরুদ্ধে লড়াই চালিয়েছে,তার তারিফ করছেন স্টোকস (Ben Stokes)। বলেন, “একটা দুর্দান্ত ম্যাচের অংশ হতে পারলাম।” অধিনায়ক হিসেবে তিনিই কি ব্যাটারদের নির্দশ দিয়েছিলেন দ্রুত রান তুলতে? সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে স্টোকস জানান, “কোনো রকম নির্দেশ বা পরামর্শ কাউকে দিতে হয় না। সাজঘরে সবাই উঁচুমানের খেলোয়াড়। তারা পরিস্থিতি বিচার করে নিজেরাই বুঝতে পারে কেমন খেলা উচিৎ।” রেহান-শোয়েব ও হার্টলি-তিন তরুণ স্পিনারকে নিয়ে মাঠে নেমেছিলো ইংল্যান্ড। কতটা কঠিন ছিলো তাঁদের সামলানো? স্টোকস জানালেন, “মোটেই কঠিন ছিলো না। বরং উপভোগ করেছিলাম। যেভাবে ওরা গতকাল বোলিং করেছিলো, তা দুর্দান্ত। বয়সে ওরা তরুণ হতে পারে, কিন্তু ক্রিকেটীয় বোধের দিক থেকে যথেষ্ট পরিণত।” বুমরাহ ও জেমস অ্যান্ডারসনকে প্রশংসায় ভরিয়ে স্টোকস বলেছেন, “ওরা দুজন অসামান্য বোলার।”

Also Read: IND vs ENG: “বিপক্ষকে চুরমার করতে হাতে অনেক অস্ত্র….”, ব্যাজবলের দর্পচূর্ণ করে বড় রহস্য ফাঁস করলেন ম্যাচের সেরা বুমরাহ !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *