IND vs ENG: ছেলের শতরানেও খুশি নন শুভমান গিলের বাবা, প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে !! 1

IND vs ENG: ধর্মশালায় চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরের তিন ম্যাচে টানা জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই সিরিজ মুঠোবন্দী করে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অন্তিম ম্যাচেও প্রতিপক্ষকে বিন্দুমাত্র জায়গা ছাড়তে তারা যে রাজী নয়, তা বুঝিয়ে দিয়েছে ‘মেন ইন ব্লু।’ প্রথম দুদিনে দাপট ভারতেরই। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। কুলদীপ-অশ্বিন জুটির দৌরাত্ম্যে বুমেরাং হয়ে ফিরেছে সেই সিদ্ধান্ত। ২১৮ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিলো তারা। ৫ উইকেট নেন কুলদীপ। শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে অশ্বিনের ঝুলিতে যায় ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড়ে ভারতীয় দল।

প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মার ওপেনিং জুটি দ্রুত রান তোলার দিকে মন দিয়েছিলেন। তরুণ তুর্কি যশস্বী ৫৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। দিনের শেষে রোহিতের (Rohit Sharma) সাথে অপরাজিত ছিলেন শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় দিন ইনিংসের হাল ধরেন দুজনে। পেস হোক বা স্পিন-তাঁদের টলাতে পারে নি ইংল্যান্ডের বোলিং আক্রমণ। দ্বিতীয় দিন লাঞ্চের বিরতির আগেই দুজনেই সম্পূর্ণ করেছিলেন শতরান। কেরিয়ারের ১২তম শতরান করেন রোহিত শর্মা। পাশাপাশি চতুর্থ শতরান করলেন শুভমান গিল। প্রথম ইনিংসে রান না পাওয়া নিয়ে সমালোচনার কাঁটায় বিদ্ধ হচ্ছিলেন পাঞ্জাবের তরুণ। দুরন্ত শতরানে তাঁর জবাব দিলেন তিনি। শুভমানের শতরানের উচ্ছ্বসিত প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। ব্যতিক্রম তাঁর বাবা লখবিন্দর সিং। ছেলের সাফল্যে খুশি হলেও সম্পূর্ণ তৃপ্ত নন তিনি।

Read More: ৪৭৭ রানে শেষ হলো টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস, ২৫৯ রানে পিছিয়ে টিম ইংল্যান্ড !!

শুভমানকে ওপেনিং-এ দেখতে চান তাঁর বাবা-

Shubman Gill and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) আগে টেস্ট ক্রিকেটে শুভমান গিলের (Shubman Gill) ফর্ম নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছিলো। ওয়েস্ট ইন্ডিজ সফরে রান পান নি তিনি। এমনকি সাফল্য পান নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) সরিয়ে তিন নম্বরে শুভমানকে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ দ্রাবিড়। নতুন পজিশনে মানিয়ে নিতে সময় লাগছিলো তাঁর। ইংল্যান্ড সিরিজের শুরুর দিকেও জড়তা ছিলো। অধৈর্য্য হয়ে উঠেছিলেন ক্রিকেটমহলের অনেকেই। কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলো তাঁর উপর। তার মর্যাদা অবশেষে ব্যাট হাতে দিয়েছেন শুভমান (Shubman Gill)। চলতি সিরিজে এর আগেও একটি শতরান ও একটি ৯১ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন। ধর্মশালাতে এলো দুরন্ত ১১০। পূজারা পরবর্তী তিন নম্বর ব্যাটার হিসেবে আপাতত শুভমান নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন বলেই মনে করছে ক্রিকেটমহল।

ছেলে নতুন পজিশনে মানিয়ে নিলেও তাঁকে পুরনো পজিশনে অর্থাৎ ওপেনার হিসেবেই দেখতে চান বাবা লখবিন্দর সিং (Lakhwinder Singh)। ধর্মশালায় খেলা দেখতে এসেছিলেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ওর ওপেনিং করাই উচিৎ ছিলো। আমার (তিনে খেলার সিদ্ধান্ত) একদমই সঠিক বলে মনে হয় না। যখন আপনি লম্বা সময় সাজঘরে বসে থাকেন, তখন কেবল চাপ বাড়ে। তিন নম্বর ওপেনিং-ও নয়, আবার মিডল অর্ডারও নয়।” ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জানা গিয়েছিলো যে যশস্বী জয়সওয়ালকে ওপেনিং স্লট ছেড়ে দিয়ে নিজেই তিনে খেলতে চেয়েছেন শুভমান। ছেলের সিদ্ধান্তের সাথে একমত না হলেও, তাতে যে তিনি হস্তক্ষেপ করেন না তা স্পষ্ট করেছেন লখবিন্দর সিং। জানান, “আমি কেবল ওকে ট্রেনিং-এ সাহায্য করি। ও নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য যথেষ্ট পরিণত।”

শুভমানের আগ্রাসী ব্যাটিং-এ খুশি লখবিন্দর-

Shubman Gill and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গে আক্রান্ত হন শুভমান গিল (Shubman Gill)। এরপর তাঁর ব্যাটিং-এ খানিক জড়তা চোখে পড়েছিলো। তা প্রভাব ফেলেছিলো ফর্মেও। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে অবশেষে সেই জড়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন তিনি। ফিরেছেন ফর্মেও। যেভাবে ইংল্যান্ডের বোলিং আক্রমণের মুখোমুখি হয়েছেন তিনি, তাতে তৃপ্ত বাবা লখবিন্দর সিং। বিশেষ করে ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে বোলার জেমস অ্যান্ডারসনের মাথার উপর দিয়ে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তরুণ ব্যাটার, তার প্রশংসা করেছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-কে লখবিন্দর জানিয়েছেন, “ক্রিজের বাইরে গিয়ে খেলায় অনেকটা ফারাক হয়েছে। যে মুহূর্তে আপনি আপনার স্বাভাবিক খেলাটা খেলবেন না, তখনই আপনি সমস্যায় পড়বেন। শুভমান নিজের অনুর্দ্ধ-১৬ ক্রিকেটের দিনগুলো থেকেই স্পিনার ও পেসারদের এগিয়ে গিয়ে খেলে থাকে।”

Also Read: IND vs ENG: চিন্তা বাড়লো ভারতীয় শিবিরে, চোটের জন্য তৃতীয় দিনে মাঠের বাইরে রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *