ind-vs-eng-patidar-dropped-from-xi

IND vs ENG: ধর্মশালার মাঠে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ৩-১ এগিয়ে রয়েছে ভারত। জিতে নিয়েছে সিরিজ। সেই কারণেই খাতায়-কলমে পঞ্চম ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। তবুও একে হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের অবস্থান পোক্ত করতে জয়ই পাখির চোখ রোহিত শর্মার (Rohit Sharma) দলের। আজ সকালে টসের মুদ্রা বিপক্ষে পড়েছে টিম ইন্ডিয়া। রাঁচী টেস্টের একাদশে দুই বদল এনেছে টিম ম্যানেজমেন্ট। বাংলার আকাশ দীপের বদলে মাঠে নেমেছেন দেশের সেরা পেস অস্ত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এছাড়া বদল এসেছে ব্যাটিং লাইন-আপে’ও। টানা তিনটি টেস্টে লাগাতার ব্যর্থতার পর ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন মধ্যপ্রদেশের রজত পতিদার।

Read More: WPL 2024: “এই পারফরমেন্সটার জন্যই এতদিন…”, ব্যাঙ্গালোরকে পরাস্ত করে বড় রহস্য ফাঁস করলেন ম্যাচের সেরা বেথ মুনি !!

ধর্মশালায় বাদ পড়লেন পতিদার-

Rajat Patidar | IND vs ENG | Image: Getty Images
Rajat Patidar | IND vs ENG | Image: Getty Images

চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে রয়েছেন রজত পতিদার (Rajat Patidar)। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচী-তিন ম্যাচেই খেলেছেন তিনি। অভিষেক ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলেন। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) একধাপ উপরে তুলে আনা হয়েছিলো। তৃতীয় ম্যাচ থেকে শ্রেয়স বাদ পড়ায় রজতকেই খেলানো হয় চার নম্বরে। চার হোক বা পাঁচ-দুই পজিশনেই সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশাখাপত্তনমে দুই ইনিংসে করেছিলেন ৩২ ও ৯ রান। রাজকোটে তাঁর ব্যাট থেকে আসে ৫ ও ০ রান। রাঁচীতে তিনি আউট হন দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ০ রান করে। ৬ ইনিংসে ১০.৫০ গড়ে ৬৩ রান করায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। উঠছিলো রজতকে (Rajat Patidar) বাদ দেওয়ার দাবী।

বিশেষজ্ঞমহলে রজত (Rajat Patidar) সমালোচিত হলেও শোনা গিয়েছিলো তাঁর উপরে আস্থা রাখতে চলেছে দল। চার নম্বরে নিজের জায়গা ধরে রাখতে চলেছেন তিনি। কিন্তু আজ সকালে ভারতের প্রথম একাদশ প্রকাশিত হওয়ার পর সেখানে দেখা যায় নি মধ্যপ্রদেশের ক্রিকেটারের নাম। আচমকা নিজেদের অবস্থান থেকে টিম ইন্ডিয়া (Team India) ১৮০ ডিগ্রী কেন ঘুরে গেলো তা নিয়ে উঠছিলো প্রশ্ন। টসের সময় অধিনায়ক রোহিত জানান চোট পেয়েছেন রজত। কিসের চোট যদিও সেই সময় পরিষ্কার করেন নি। পরে সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে যে গতকাল অনুশীলনের সময় বলের আঘাতে বাম গোড়ালিতে চোট পেয়েছেন পতিদার। আজ সকালেও ব্যথা কমে নি তাঁর। যাঁর ফলে মাঠে নামতে পারছেন না তিনি।

পতিদারের বদলে দলে এলেন দেবদত্ত-

Devdutt Padikkal | IND vs ENG | Image: Getty Images
Devdutt Padikkal | IND vs ENG | Image: Getty Images

রজত পতিদার (Rajat Patidar) ছিটকে যাওয়ায় ব্যাটিং অর্ডারের শূন্যস্থান পূরণ করার সুযোগ পাচ্ছেন কর্ণাটকের দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। আজ সকালে খেলা শুরু হওয়ার আগে রবিচন্দ্রণ অশ্বিন তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। ভারতের ৩১৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। ২৩ বর্ষীয় ক্রিকেটার ৩১ প্রথম শ্রেণির ম্যাচে ২২৭৭ রান করেছেন ৪৪.৫৪ গড়ে। রয়েছে ৬টি শতরান ও ১২টি অর্ধশতক’ও। চলতি মরসুমে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন দেবদত্ত (Devdutt Padikkal)। রঞ্জি ট্রফিতে তিনি ৪ ম্যাচে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান। ৩টি শতরানও রয়েছে তাঁর। ধারাবাহিক ভালো পারফর্ম্যান্সেরই সুফল পেলেন তিনি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো চলতি সিরিজে।

Also Read: IND vs ENG: ভারত-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচে ভিলেন হতে চলেছে বৃষ্টি, বিনা ফলাফলে শেষ হবে ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *