ind-vs-eng-foakes-stumping-attempt-on-bumrah

IND vs ENG: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ দিনের খেলা। প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরেছে সফরকারী দল। অনবদ্য ক্রিকেট খেলে তারা জায়গা করে নিয়েছে চালকের আসনে। গতকাল ব্যাট হাতে অলি পোপের প্রতিরোধই প্রমাণ করেছিলো যে ভারতের পরিবেশ, পরস্থিতির জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেই মাঠে নেমেছে বেন স্টোকসের দল। আজও সারাদিন আগাগোড়া ভারতকে চাপে রাখলো তারা। হায়দ্রাবাদের সকাল বেলা দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখান অলি পোপ। রেহান আহমেদ দ্রুত ফিরলেও টম হার্টলিকে সাথে নিয়ে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান তিনি। তাঁর ১৯৬ রানের ইনিংস ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৪২০ রানে। ভারতের জন্য ২৩১ রানের লক্ষ্য রেখেছিলো ইংল্যান্ড।

Read More: IND vs ENG: “সময় হয়েছে বাদ দেওয়ার…” হায়দ্রাবাদেও ব্যর্থ শুভমান গিল, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় !!

যে স্পিন ভারতের অন্যতম অস্ত্র, তার বিরুদ্ধেই আজ বেগ পেতে হলো তাদের। নবাগত টম হার্টলির মোকাবিকা করতে সমস্যায় পড়লেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল’রা। জো রুট, জ্যাক লিচ, রেহান আহমেদরাও ঘূর্ণি বোলিং-এ চাপে রাখলো টিম ইন্ডিয়াকে। ৭ উইকেট মাত্র ১১৯ রানের মধ্যে হারিয়েছিলো ভারত। হার যে সময়ের অপেক্ষা তা ধরেই নিয়েছিলেন দর্শকেরা। কিন্তু এক দুর্দান্ত পার্টনারশিপে টিম ইন্ডিয়াকে আশার আলো দেখিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও কে এস ভরত। তবে শেষবেলায় টম হার্টলির বলে দুজনেই সাজঘরে ফেরায় আরও একবার অন্ধকারে ঢাকে ভারতের সাফল্যের স্বপ্ন। বৈতরণী পার করানোর দায় ঘাড়ে এসে পড়ে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের।

বুমরাহ বা সিরাজ-ব্যাট হাতে বিশেষ সাবলীল নন দুজনেই। কিন্তু হার এড়াতে মরণপণ লড়তে দেখা গিয়েছে দুজনকেই। অন্যদিকে জয়ের গন্ধ পাওয়া ইংল্যান্ড টিম আগ্রাসন দেখানোর কোনো সুযোগই এই মুহূর্তে ছাড়ছে না মাঠে। উইকেটরক্ষক বেন ফোকসের কান্ডে পরিষ্কার হলো তেমনটাই। টম হার্টলির বল’কে লেগ সাইডে ঠেলেছিলেন জসপ্রীত বুমরাহ। ক্রিজ ছেড়ে বেরোন নি। ফিল্ডার বল কুড়িয়ে উইকেটরক্ষক’কে দেওয়ার সময় কেবল ঘুরেছিলেন এক দিকে থেকে অন্যদিকে। সেইসময়ের মধ্যেই উইকেটের বেল উড়িয়ে দেন ফোকস। আপিল করেন রান আউটের। ফোকসের উপস্থিত বুদ্ধির প্রয়োগ যদিও সাফল্য এনে দিতে পারে নি ইংল্যান্ডকে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট-আউট ঘোষণা করেন। ব্যাপারটি প্রথমে বোধগম্য হয় নি বুমরাহ’র। তিনি লেগ আম্পায়ারকে প্রশ্ন করেন। বেশ বিরক্ত দেখিয়েছে ভারতীয় তারকাকে।

দেখুন ভিডিও-

Also Read: IND vs ENG: “এদের কোন ধারাবাহিকতা নেই…”, চতুর্থ ইনিংসে ব্যাট হাতে ফ্লপ যশস্বীকে নিয়ে নোংরা ট্রোল নেটপাড়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *