ind-vs-eng-fans-react-to-shastri-comment-on-ballboy

IND vs ENG: হায়দ্রাবাদে হেরে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। তারা প্রতিপক্ষ ইংল্যান্ডকে বিশাখাপত্তনম ও রাজকোটে টানা দুই টেস্টে বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে গিয়েছে সিরিজে। রাঁচীর মাঠে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বেন স্টোকসের দল। সমতা ফেরানোই লক্ষ্য তাদের। টসে জিতে আজ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো সফরকারীরা। অভিষেক ম্যাচে ভারতের আকাশ দীপের দুর্দান্ত স্পেল ছিন্নভিন্ন করে দেয় ইংল্যান্ডের টপ অর্ডারকে। দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফেরান তিনি। আউট করেন অলি পোপ’কে। এরপর লাঞ্চের বিরতির আগেই যথাক্রমে অশ্বিন ও জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন বেয়ারেস্টো ও বেন স্টোকস’ও।

Read More: IND vs ENG: অভিষেকেই ঝড় আকাশ দীপের, রাঁচিতে প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ঘোর সমস্যায় ইংল্যান্ড !!

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্টের প্রথম সেশনে ইংল্যান্ডের স্কোর ছিলো ১১২/৫। ব্যাটিং বিপর্যয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডের স্কোর ২০০ পেরোবে না বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞদের অনেকে। কিন্তু দ্বিতীয় সেশনে রুখে দাঁড়ান জো রুট ও বেন ফোকস। গত ম্যাচে রিভার্স স্কুপ করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন রুট। পড়েছিলেন বিস্তর সমালোচনার মুখে। জিওফ্রে বয়কট থেকে রবি শাস্ত্রী, অনেকেই তাঁর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলো। ‘বাজবল’ ব্র্যান্ডের ধুমধাড়াক্কা ক্রিকেট নয়, আজ রুটের ব্যাটে ধ্রুপদী টেস্ট ক্রিকেটই দেখা গেলো। একই সাথে রানেও ফিরলেন তিনি। করলেন ৩২তম টেস্ট শতরান। সঙ্গী পান বেন ফোকসকে। ৪৭ রানের ইনিংস খেলে টলতে থাকা ইংল্যান্ড তরীতে স্থিরতা দিলেন তিনিও।

ব্যাট-বলের দ্বৈরথের মাঝেই এক মজার দৃশ্য চোখে পড়লো শুক্রবারের দুপুরে।  সদ্য তখন আউট হয়েছেন ফোকস। ক্রিজে নতুন ব্যাটার টম হার্টলি। সঙ্গে রয়েছেন রুট। ইংল্যান্ড ইনিংসের বয়স তখন ৭১.১ ওভার। হঠাৎ সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে এক বলবয়’কে। কনুইতে ভর দিয়ে আধশোয়া তখন সে। যেন দ্বিপ্রহরের নিদ্রার প্রস্ততি সারতে ব্যস্ত। সেই বলবয়কে হাই তুলতেও দেখা যায়। ধারাভাষ্যের মাইক হাতে কমেন্ট্রি বক্সে তখন ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বলবয়ের কাণ্ড দেখে তিনি বলেন, “দেখুন কি বড় হাই তুলছে। উঠে পড়ো, এক গ্লাস জল খাও। ক্রিকেট এখন উত্তেজক মোড় নিতে চলেছে। উঠে পড়ো এবার।”

শাস্ত্রী’র ধমক দেওয়ার ভঙ্গিতে হাসির রোল সোশ্যাল মিডিয়াতে। জনৈক নেটিজেন গোটা ঘটনাটির ভিডিও এক্স-প্ল্যাটফর্মে পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ‘এই নিস্তেজ ক্রিকেট দেখে ঘুম পাওয়া স্বাভাবিক,’ লিখেছেন একজন। ‘বাজবলের এমন ঘুমপাড়ানি সংস্করণ প্রথম চোখে পড়লো,” জানিয়েছে আরও একজন। ‘কমেন্ট্রি বক্সে শাস্ত্রীর জুটি নেই’ লিখেছেন এক নেটিজেন। বলবয়ের আধশোয়া ভঙ্গি দেখে অনেকের মনে পড়েছে যুজবেন্দ্র চাহালের কথা। তিনিও একটি ম্যাচে দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠের বাইরে এভাবেই বসে ছিলেন। এরপর থেকে উইকেট নিয়েও এভাবে সেলিব্রেট করেন তিনি। সেই কথাও লিখেছেন অনেকে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: “এর জন্য অবশ্যই বিরাটকে…”, আকাশদীপের দুর্দান্ত পারফরমেন্সের কৃতিত্ব কোহলিকে দিলেন দীনেশ কার্তিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *