IND vs ENG: অভিষেকেই ঝড় আকাশ দীপের, রাঁচিতে প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ঘোর সমস্যায় ইংল্যান্ড !! 1

IND vs ENG: হায়দ্রাবাদে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মার দল জিতেছিলো ১০৬ রানের ব্যবধানে। রাজকোটে তৃতীয় ম্যাচে সেই জয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪ রানে। রেকর্ড ব্যবধানে জয়ের সাথে সাথে ভারত সিরিজে এগিয়ে গিয়েছে ২-১ ফলে। রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তাই ‘মেন ইন ব্লু’র সামনে থাকছে সিরিজ জয়ের হাতছানি। কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার-নেইয়ের তালিকায় এখনও অনেক নাম। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের নেশায় বুঁদ ভারতীয় শিবির হেভিওয়েটদের না থাকা নিয়ে বিশেষ ভাবতে নারাজ। রাঁচীর মাঠে আজ দেশের ৩১৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করলেন বাংলার আকাশ দীপ (Akash Deep)।

সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড টসে জেতার পর শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলো। চলতি সিরিজে প্রথমে ব্যাটিং-এর ফর্মূলাই কাজে এসেছিলো প্রথম তিনটি টেস্টে। কিন্তু আজ ভারতের দুর্দান্ত বোলিং-এ ওলটপালট হওয়ার মুখে যাবতীয় হিসেবনিকেশ। শুরুটা খারাপ করে নি ইংল্যান্ড। সাবধানী ভঙ্গিতে ব্যাটিং করছিলেন বেন ডাকেট (Ben Duckett)। আজ ‘বাজবল’ দেখা গিয়েছিলো জ্যাক ক্রলির (Zak Crawley) ব্যাটে। বেশ কিছু বড় শট’ও মারেন তিনি। খেলা ঘুরলো নবাগত আকাশ দীপের বোলিং-এ। প্রথমে ডাকেট, পরে অলি পোপ ও জ্যাক ক্রলিকেও দ্রুত সাজঘরে ফেরত পাঠান তিনি। আকাশ দীপের আঘাত সামলে উঠে লড়ছিলেন জনি বেয়ারেস্টো। তাঁকে ফেরান অশ্বিন। এরপর মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে বেন স্টোকসকে (Ben Stokes) আউট করে ইংল্যান্ডকে আরও ব্যাকফুটে ঠেলে দেন রবীন্দ্র জাদেজা। দিনের প্রথম সেশনে স্টোকস-বাহিনীর সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১১২।

Read More: IPL 2024: আংশিক সূচি সামনে আনলো বোর্ড, প্রথম দফায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের প্রতিপক্ষ কারা? দেখুন এক নজরে !!

আকাশ দীপের বিক্রমে দিশাহারা ইংল্যান্ড-

Akash Deep | IND vs ENG | Image: Getty Images
Akash Deep | IND vs ENG | Image: Getty Images

চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে একঝাঁক নতুন মুখকে প্রথমবার ভারতীয় টেস্ট দলের টুপি মাথায় চাপিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে। এর আগে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে রজত পতিদারের (Rajat Patidar)। গত ম্যাচে অভিষেক হয়েছে সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধ্রুব জুড়েলের। আজ রাঁচীতে খেলা শুরুর আগে কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে টেস্ট দলের টুপি পেলেন আকাশ দীপ (Akash Deep_। অভিজ্ঞ জসপ্রীত বুমরাহ নেই। চোটের কারণে নেই মহম্মদ শামিও। তবুও নতুন বল হাতে ব্যাটিং বান্ধব বাইশ গজে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখলেন নবাগত আকাশ দীপই। এক প্রান্তে বেন ডাকেট  (Ben Duckett) খানিক স্বভাববিরুদ্ধে ভাবেই মন্থর ইনিংস খেললেও জ্যাক ক্রলিকে আজ দেখা গিয়েছিলো মারমুখী ভঙ্গিতে। ম্যাচে ইংল্যান্ড জাঁকিয়ে বসার আগে উইকেট তুলে মোড় ঘুরিয়ে দেন আকাশ।

দ্রুত গতির ডেলভারির লেট স্যুইং আন্দাজই করতে পারেন নি বেন ডাকেট (Ben Duckett)। ইংল্যান্ড ওপেনারের বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের কোণ স্পর্শ করে বল জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) দস্তানায়। ৪৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। মাত্র ৪ করেন ডাকেট। এরপর ঘাতক ইনস্যুইং-এ তিনি ফেরান অলি পোপ’কে (Ollie Pope)। ভারতের আপিলে সাড়া দেন নি আম্পায়ার। রিভিউ নেন রোহিত। দেখা যায় বল আঘাত করত পোপের লেগ স্টাম্পে। খাতা খোলার আগেই সাজঘরমুখী হতে হয় পোপ’কে। এরপর ছন্দে থাকা জ্যাক ক্রলিও (৪২) বেশীক্ষণ আকাশ দীপের বিক্রমের মোকাবিলা করতে পারেন নি আজ। নিখুঁত নিয়ন্ত্রণে ক্রলি’র (Zak Crawley) স্টাম্প উড়িয়ে দেন তিনি। অভিষেক টেস্টের প্রথম স্পেলে ৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন আকাশ দীপ।

অশ্বিন-জাড্ডু জুটিতে উইকেটলাভ ভারতের-

Ben Stokes and Dhruv Jurel |  IND vs ENG | Image: Getty Images
Ben Stokes and Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

তিন উইকেট পড়ে যাওয়ার পর অভিজ্ঞ জো রুট (Joe Root) ও জনি বেয়ারেস্টো (Jonny Bairstow) পালটা প্রতিরোধের প্রয়াস করেছিলেন রাঁচীতে। আংশিক সাফল্যও এসেছিলো। অশ্বিন-জাদেজার স্পিন সামলে দ্রুত গতিতে রান তুলছিলেন বেয়ারেস্টো। ভারতের মাটিতে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারের পরিসংখ্যান আহামরি না হলেও আজ সাবলীল দেখাচ্ছিলো বেয়ারেস্টোকে। কিন্তু মুহূর্তের অসাবধানতার মাশুল দিতে হলো তাঁকে। সুযোগসন্ধানী অশ্বিনের (Ravichandran Ashwin) বলে এলবিডব্লু হয়ে ফিরলেন তিনি। ৩৫ বলে ৩৮ করেন ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে। ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক স্টোকস (Ben Stokes)। জাদেজার একটি নীচু থেকে যাওয়া বলের বলি হলেন তিনি। লেগ বিফোর হয়ে ফেরেন ৩ রান করে। স্টোকস ফিরতেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।

Also Read: IPL 2024: প্রকাশিত প্রথম পর্বের IPL সূচি, কবে, কার বিরুদ্ধে মাঠে নাইট রাইডার্স? দেখে নিন এক নজরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *