ind-vs-eng-fans-celebrate-ind-victory

IND vs ENG: হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে যখন সফরকারী ইংল্যান্ড দল হারিয়েছিলো ভারতকে, তখন উঠেছিলো একঝাঁক প্রশ্ন। লাল বলের ফর্ম্যাটের জন্য ভারতের তরুণ স্কোয়াড আদৌ তৈরি কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। যাবতীয় প্রশ্নের উত্তর অবশ্য ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পরবর্তী টেস্টগুলোতে দিয়েছেন সরফরাজ, ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়ালরা। বিশাখাপত্তনমের মাঠে ১০৬ রানের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে যে বিজয়রথের দৌড় শুরু করেছিলো ‘মেন ইন ব্লু’, ধর্মশালার মাঠেও তাকে রোখা সম্ভব হলো না ইংল্যান্ডের পক্ষে। রাজকোট, রাঁচীর পরে ধর্মশালাতেও বড় ব্যবধানে জয় ভারতের। টানা চার ম্যাচ জিতে ৪-১ ফলে ইংল্যান্ডকে পর্যুদস্ত করলো রোহিত শর্মার দল।

টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো ইংল্যান্ড। কুলদীপ যাদবের ৪ উইকেট ও রবিচন্দ্রণ অশ্বিনের ৪ উইকেটের সৌজন্যে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় তারা। এরপর ব্যাট হাতে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, দেবদত্ত পাডিক্কালের মত তরুণদের ব্যাট থেকে আসে অর্ধশতক। দাপুটে শতরান করেন রোহিত শর্মা, শুভমান গিল। তৃতীয় দিনের সকালে ৪৭৭ রানে থামে ভারতের ইনিংস। ২৫৯ রানের লিড নিতে সক্ষম হয়েছিলো রোহিত শর্মা’র দল। দ্বিতীয় ইনিংসে এই রান আদৌ তুলতে পারবে ইংল্যান্ড? সন্দেহ ছিলো নেটজনতার মনে। শেষমেশ সেটাই সত্যি বলে প্রমাণিত হয়। ইংল্যান্ডের দ্রুতগতির ‘বাজবল’ আরও একবার মুখ থুবড়ে পড়ে ভারতের স্পিন আক্রমণের সামনে। জো রুটের লড়াকু ৮৪ রান সত্ত্বেও মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় তারা। ইনিংস ও ৬৪ রানের ব্যবধানে টেস্ট হারতে হয় ইংল্যান্ডকে।

Read More: হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে পরাজিত করলো টিম ইন্ডিয়া !!

ভারতীয় তারকাদের প্রশংসায় পঞ্চমুখ নেটমাধ্যম-

IND vs ENG | Image: Getty Images
IND vs ENG | Image: Getty Images

ম্যাচ শেষের পর বেনজির কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডকে। ‘বাজবল’-এর স্টিম রোলারে পড়শি পাকিস্তানকে এর আগে চাপা দিয়েছিলো তারা। জিতেছিলো ৩-০। ভারতে মুখ থুবড়ে পড়লো তা। ‘ভারত আর পাকিস্তান যে এক নয়, তা নিশ্চয় স্টোকসরা বুঝেছেন’ মন্তব্য এক ক্রিকেট অনুরাগীর। ‘টেস্ট ক্রিকেট আর সীমিত ওভারের খেলা যে এক নয়, সেই ধারণা এবার আশা করি ইংল্যান্ডের হয়েছে’ মন্তব্য আরও একজনের। দিনকয়েক আগে ভারতের যশস্বী জয়সওয়ালের ব্যাটিং ইংল্যান্ড শিবির থেকে অনুপ্রাণিত বলে মন্তব্য করেছিলেন বেন ডাকেট। সফরকারী দলের ওপেনারকেও কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। ‘অন্যকে অনুপ্রাণিত করার চেয়ে ডাকেটরা নিজেদের ক্রিকেটে ফোকাস করলে সম্ভবত ভালো করতেন’ মস্করা এক নেটিজেনের।

ধর্মশালায় ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫-মোট ৯ উইকেট নিলেন তিনি। একই সাথে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম ও ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। তামিলনাড়ুর ক্রিকেটারকে কুর্ণিশ সোশ্যাল মিডিয়ায়। ‘অশ্বিন আন্না চিরতরুণ’ লিখেছেন এক অনুরাগী। ব্যাটে-বলে চমৎকার পারফর্ম করে তারিফ কুড়িয়েছেন কুলদীপ যাদব’ও। ‘টেস্ট দলে এবার নিয়মিত হওয়া উচিৎ কুলদীপের’ লিখেছেন একজন। একঝাঁক তরুণ ক্রিকেটারকে একসাথে খেলানোর সাহস দেখিয়েছে কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা’র জুটি। তাঁদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেটজনতা। ৫ টেস্টের সিরিজে ৭১২ রান করে রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। ‘এভাবেই এগিয়ে যাও, আরও সাফল্য দেখতে চাই’ তরুণ ওপেনারকে শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেন নি নেটিজেনরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “কয়েকটা রান করে বেশি লাফাচ্ছে…”, বেয়ারস্টোর সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন গিল-সরফরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *