ind-vs-eng-4th-test-stokes-post-match

IND vs ENG: হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতকে প্রথম টেস্টে হারিয়ে চমকে দিয়েছিলো ইংল্যান্ড দল। কোচ ম্যাকালামের দ্রুতগতির ‘বাজবল’-এ আস্থা রেখে সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বেন স্টোকস’রা (Ben Stokes)। কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি তাঁরা। দ্বিতীয় টেস্টে ১০৬ রানের ব্যবধানে জিতে সমতা ফেরায় ভারত। এরপর রাজকোটের মাঠে রেকর্ড ৪৩৪ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যায় রোহিত শর্মা’র দল। সিরিজে টিকে থাকতে গেলে রাঁচীর মাঠে জিততেই হত ইংল্যান্ডকে। ম্যাচের প্রথম দুই দিন ভারতের সাথে সমানে সমানে টক্কর দিলেও শেষমেশ ব্যাটিং ব্যর্থতার কারণে নতিস্বীকার করতেই হলো তাদের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া ইংল্যান্ডের।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো সফরকারী দল। প্রথম সেশনে খানিক চাপে পড়লেও জো রুট, অলি রবিনসনরা ত্রাতা হয়ে দাঁড়ানোয় ৩৫৩ অবধি পৌঁছে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা ভারতের সামনে ত্রাস হয়ে দাঁড়ান শোয়েব বশির। তরুণ ধ্রুব জুড়েলের লড়াকু ৯০ সত্ত্বেও ৩০৭ রানের বেশী করতে পারে নি টিম ইন্ডিয়া। ৪৬ রানের লিড পেয়েছিলো ইংল্যান্ড। সুবিধাজনক অবস্থান বেশীক্ষণ ধরে রাখতে পারে নি তারা। অশ্বিন-কুলদীপ স্পিন জুটি আক্রমণে দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে। ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় ১২০ রানের মধ্যে ৫ উইকেট খুইয়েছিলো ভারতও। কিন্তু শুভমান গিল ও ধ্রুব জুড়েলের ৭২ রানের জুটি জয় এনে দেয় স্বাগতিক দেশকে। অধিনায়ক হিসেবে এই প্রথম সিরিজ হারলেন বেন স্টোকস। পরাজয়ের পর স্বভাবতই হতাশ তিনি।

Read More: IND vs ENG, 4th Test: শুভমান-জুড়েলের প্রতিরোধের সামনে নতিস্বীকার ইংল্যান্ডের, রাঁচীতে সিরিজ জিতে নিলো ভারত !!

তরুণদের খেলায় গর্বিত, জানাচ্ছেন স্টোকস-

Ben Stokes with Shoaib Bashir and Ben Foakes | IND vs ENG | Image: Getty Images
Ben Stokes with Shoaib Bashir and Ben Foakes | IND vs ENG | Image: Getty Images

২০১২ সালে শেষ বিদেশী দল হিসেবে ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে যেতে পেরেছিলো অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। প্রায় এক যুগ পর সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখেছিলেন বেন স্টোকস ও তাঁর সতীর্থরা। হায়দ্রাবাদের জয় আশার আলো জ্বালালেও আজ রাঁচীতে নিভে গেলো তা। টানা তিন ম্যাচ হেরে সিরিজের পাশাপাশি আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনাকেও মোটামুটি বিদায় জানালো ইংল্যান্ড। হারের হতাশার মাঝেও পারফর্ম্যান্সের ইতিবাচক দিকের সন্ধানে বেন স্টোকস। খেলা শেষে তিনি জানান, “আমার মনে হয় এটা একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ ছিলো। আপনি যদি স্কোরবোর্ড দেখেন তাহলে দেখবেন ভারত ৫ উইকেটে জিতেছে। তবে এটা গোটা ছবিটা তুলে ধরে না।”

দলের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, “আমি কেবল আমার দলের উপর গর্ব করতে পারি। আমাদের হাতে কয়েকজন অনভিজ্ঞ স্পিনার ছিলো (শোয়েব বশির ও টম হার্টলি)। কিন্তু আমি গর্বিত ওরা যেভাবে পারফর্ম করেছে। তরুণ ক্রিকেটারদের ভারতের কঠিন পরিবেশে স্বাধীনভাবে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেওয়া আমার অধিনায়ত্বের অংশ।” শুধু নিজের দলের নয়, ভারতীয় তরুণ তুর্কিদেরও প্রশংসায় ভরিয়েছেন স্টোকস। তিনি বলেন, “আমি টেস্ট ক্রিকেটের একজন খুব বড় ভক্ত। যে পরিমাণ তরুণ প্রতিভা দুই দেশ থেকেই উঠে আসছেন, তা আগামীর জন্য খুবই ইতিবাচক একটা বিষয়।”

রুটের পাশে দাঁড়াচ্ছেন স্টোকস, জানালেন হারের কারণ-

England Cricket Team | IND vs ENG | Image: Getty Images
England Cricket Team | IND vs ENG | Image: Getty Images

খেলা শেষে সাধারণত দীর্ঘ সাক্ষাৎকার দেন না বেন স্টোকস। কিন্তু আজ ব্যতিক্রম। অনেকটা সময় নিয়ে প্রশ্নের জবাব দিলেন তিনি। স্পষ্ট জানালেন মনের কথা। মাঠের পারফর্ম্যান্স ও হারের কারণ নিয়ে মুখ খুলে ইংল্যান্ড অধিনায়ক জানান, “যদি গতকালের দিকে তাকিয়ে দেখেন, তাহলে মনে হবে সব কিচুই সম্ভব। স্পিনারদের বিরুদ্ধে খেলা অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে উঠেছিলো। আমরা জানতাম পিচ এর থেকে ভালো কিছু হবে না, যেমনটা আজ দেখা গেলো।” রাজকোট টেস্টে রিভার্স স্কুপ করে উইকেট হারিয়ে সমালচনার তীরে বিদ্ধ হয়েছিলেন জো রুট। তাঁর পাশে দাঁড়ান অধিনায়ক। বলেন, “আমার মনে হয় না রুটের সমালোচনা করা যুক্তিযুক্ত। যে পরিমাণ ক্রিকেট ও খেলেছে, ওকে অবিশ্বাস্য বলতেই হবে।”

সাক্ষাৎকার শেষ হওয়ার আগে বিশেষ করে স্টোকস উল্লেখ করেছেন বছর ২০-এর তরুণ শোয়েব বশিরের নাম। পাক বংশোদ্ভূত স্পিনারের ভারতে আসা নিয়ে দেখা গিয়েছিলো একপ্রস্থ জটিলতা। ভিসা সমস্যায় তাঁর খেলা নিয়েই ছিলো ধোঁয়াশা। হায়দ্রাবাদ টেস্টে মাঠে নামতে পারেন নি তিনি। পরে বিশাখাপত্তনমে খেললেও পারফর্ম্যান্স আহামরি না হওয়ায় বাদ পড়েন রাজকোটে। রাঁচীতে রেহান আহমেদের বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার খেললেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৮ উইকেট। প্রশংসা করে স্টোকস বলেন, “যেভাবে প্রায় কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও শোয়েব বশির আট উইকেট নিলো তা অনবদ্য।” সিরিজ হারলেও দলকে দুষছেন না তিনি। বলেন, “আপনি সবসময় সিরিজ জিততে চাইবেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আমি তাতে খুশি।”

Also Read: IND vs ENG: “ওদের কীভাবে চাপে ফেলতে হয়…”, ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে বড় খোলসা করলেন নবাগত ধ্রুব জুরেল !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *