IND vs ENG: "ওদের কীভাবে চাপে ফেলতে হয়...", ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে বড় খোলসা করলেন নবাগত ধ্রুব জুরেল !! 1

IND vs ENG: দু্র্দান্ত লড়াই করে চলতি চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিল ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ধ্রুব জুরেল ও শুভমান গিল ষষ্ঠ উইকেটে অপরাজিত ৭২ রানের জুটি গড়েন। আর এতেই কেল্লাফতে করে টিম ইন্ডিয়া। এ দিন রাঁচিতে জয়ের রান এসেছে জুরেলের ব্যাট থেকে। শেষে দুই রান নিয়ে ম্যাচ জিতে নেন তিনি। জুরেল ৩৯ রানে অপরাজিত থাকেন এবং শুভমান ৫২ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ৫৫ রানের ইনিংস। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৯২ রান যা ৫ উইকেট হারিয়ে তুলে নেয় রোহিত শর্মার দল।

৫ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া

IND vs ENG: "ওদের কীভাবে চাপে ফেলতে হয়...", ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে বড় খোলসা করলেন নবাগত ধ্রুব জুরেল !! 2

সিরিজের এই চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ইংল্যান্ড। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। ইংল্যান্ড দল ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে প্রবেশ করে। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের বিষ দাঁত ভেঙে দেন ভারতের দুই তারকা স্পিনার। এই সময় ভারতের হয়ে ৫টি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে কুলদীপ যাদবের হাতে আসে চারটি উইকেট। বাকি একটি উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। এই স্পিন দাপটের সামনে ১৪৫ রানেই খতম হয়ে যায় ইংরেজ ইনিংস। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাই ভারতের সামনে লক্ষ্য ছিল ১৯২। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়ে ভারতের। ওপেন করতে নামা রোহিত শর্মা ৫৫ ও যশস্বী জয়সওয়াল ৩৭ রান করে যান। এরপর কয়েকটি চটজলদি উইকেট পড়ে যাওয়ার পর শুভমান গিল (৫২) ও ধ্রুব জুরেল (৩৯) ম্যাচটা উদ্ধার করলেন।

কী বললেন ধ্রুব জুরেল?

IND vs ENG: "ওদের কীভাবে চাপে ফেলতে হয়...", ম্যাচের সেরা খেলোয়াড় হয়ে বড় খোলসা করলেন নবাগত ধ্রুব জুরেল !! 3

দুই ইনিংসেই ব্যাট হাতে দলে বড় সাহায্য করার জন্য ম্যাচের সেরা হন ধ্রুব জুরেল। তিনি বলেন, “পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলেছি। প্রথম ইনিংসে আমাদেরও রান পেতে হতো। সেটা করেছি। আমরা জানতাম যে আমাদের শেষ পর্যন্ত ব্যাট করতে হবে এবং তাই যে কোন রান গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কয়েকটা জুটির সঙ্গে জড়িত ছিলাম, তাই কৃতিত্ব তাদেরই যারা ক্রিজে থেকেছেন এবং রান যোগ করেছেন। আমি শুধু বলটি দেখেছি এবং তারপরে রান করার চেষ্টা করেছি। খুব বেশি সামনের কথা ভাবিনি। শুভমান গিলের সঙ্গে কথা বলে দশ রান করে করে এগোনোর প্ল্যান করি। সাফল্য পেয়ে ভালো লাগছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *