IND vs ENG: রুটের ব্যাটে মুখরক্ষা ইংল্যান্ডের, প্রাথমিক ধাক্কা সামলে প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে ৩০২ রান !! 1

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট। গত তিন ম্যাচের শেষে ফলাফল আপাতত ভারতের পক্ষে ২-১। হায়দ্রাবাদে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও বিশাখাপত্তনম ও রাজকোটে প্রতিপক্ষকে বড় রানের ব্যবধানে হারিয়ে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার দল। রাঁচীতে সুযোগ থাকছে সিরিজ পকেটে পুরে নেওয়ার। বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত একঝাঁক প্রথম সারির তারকাকে এই ম্যাচেও পাচ্ছে না টিম ইন্ডিয়া। কিন্তু জয়ের নেশায় বুঁদ ভারতীয় শিবির আরও একবার তারুণ্যে আস্থা রেখেই সাফল্য ছিনিয়ে নিতে চাইছে। অন্যদিকে পিছিয়ে পড়লেন হাল ছাড়ছে না ইংল্যান্ড। হায়দ্রাবাদের মত রাঁচীতেও ভারতকে ব্যাকফুটে ঠেলে মরিয়া বেন স্টোকসের দল। তাদের লক্ষ্য সমতা ফেরানো।

চলতি সিরিজে প্রথমে ব্যাটিং-ই বেছে নিতে দেখা গিয়েছে টসজয়ী দলকে। এই ট্র্যাডিশন বদলালো না আজও। প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা খারাপ করে নি তারা। কিন্তু নবাগত আকাশ দীপের ধাক্কায় একটা সময় রীতিমত মুখ থুবড়ে পড়তে হয়। একই ওভারে বেন ডাকেট ও অলি পোপ’কে আউট করেন বাংলার ফাস্ট বোলার। সাবলীল লাগছিলো জ্যাক ক্রলিকে। আকাশ দীপের বলেই ফেরেন তিনিও। এরপর খানিক রুখে দাঁড়িয়েছিলেন জনি বেয়ারেস্টো। অশ্বিনের ঘূর্ণির শিকার হয়ে প্রথম সেশনে আউট হন তিনি। জাদেজার বলে ফেরেন স্টোকস’ও। ডুবতে থাকা ইংল্যান্ড তরীর হাল ধরেন অভিজ্ঞ জো রুট। ভারতে এর আগেও বড় রান করেছেন। আজও প্রথমে উইকেটরক্ষক ফোকস ও পরে বোলার অলি রবিনসনের সাথে জুটি বেঁধে ইংল্যান্ডকে বিপন্মুক্ত করলেন তিনি। দিনের শেষে তাদের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩০২।

Read More: IND vs ENG: “এর জন্য অবশ্যই বিরাটকে…”, আকাশদীপের দুর্দান্ত পারফরমেন্সের কৃতিত্ব কোহলিকে দিলেন দীনেশ কার্তিক !!

অভিষেকে অনবদ্য আকাশ দীপ-

Akash Deep | IND vs ENG | Image: Getty Images
Akash Deep | IND vs ENG | Image: Getty Images

বিহারে জন্ম আকাশ দীপের। ছেলে ক্রিকেট খেলুন, চান নি বাবা। বাইশ গজের টানে ঘর ছেড়ে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। পরে বাবা আর দাদার মৃত্যুর পর ফিরে যেতে হয়েছিলো বাড়ি। তিন বছর সংস্রব ছিলো না ক্রিকেটের সাথে। পরে খেলার টানেই ফিরে আসেন দুর্গাপুরে, সেখান থেকে কলকাতা, বাংলা দল, আর সি বি হয়ে আজ ভারতীয় দলের টেস্ট ক্যাপটাও মাথায় চাপিয়ে ফেললেন তিনি। দেশের ৩১৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো আকাশ দীপের। মহম্মদ শামি ছিলেন না। রাঁচী টেস্টে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরাহ’ও। সিনিয়র সতীর্থ মহম্মদ সিরাজের প্রথম স্পেলও বিশেষ কার্যকরী ছিলো না আজ। কিন্তু অভিষেক টেস্টে পেস বিভাগকে পরিচালিত করার দায়িত্ব আজ নিজের কাঁধেই তুলে নেন আকাশ দীপ।

প্রথমে ফেরান বেন ডাকেটকে। লেট স্যুইং-এ বিভ্রান্ত হয়ে ডাকেট ধরা পড়েন উইকেটরক্ষক জুড়েলের দস্তানায়। করেন ৪ রান। এরপর অলি পোপ’কে ইনস্যুইং-এর জাদুতে এলবিডব্লুক করে আকাশ দীপ। তিনি ফেরেন ০ রান। ঝোড়ো ইনিংস খেলছিলেন জ্যাক ক্রলি। আকাশ দীপের বলে অফস্টাম্প উড়ে যায় তাঁর। ৪২ করেন তিনি। একার হাতে ইংলিশ টপ-অর্ডারকে সাজঘরে পাঠিয়ে বাংলার তারকা বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তিনি তৈরি। মধ্যাহ্নভোজের আগে আরও দুটি উইকেট তুলে নিয়েছিলেন ভারতের বোলাররা। ক্রিজে জমে যাওয়া জনি বেয়ারেস্টো রবিচন্দ্রণ অশ্বিনকে স্যুইপ করতে গিয়ে লেগ বিফোর হন। ৩৮ রানে থামেন তিনি। আর বেন স্টোকস আউট হন রবীন্দ্র জাদেজার নীচু থেকে যাওয়া একটি ডেলিভারিতে। তিনি করেন ৩ রান।

অনবদ্য লড়াই জো রুটের, কৃতিত্ব ফোকসেরও-

Joe Root and Ben Foakes | IND vs ENG | Image: Getty Images
Joe Root and Ben Foakes | IND vs ENG | Image: Getty Images

চলতি সিরিজে ব্যাট হাতে রানের মধ্যে ছিলেন না জো রুট। ব্রেন্ডন ম্যাকালামের আমদানি করা বাজবল ব্র্যান্ডের তলায় রুটের স্বাভাবিক ক্রিকেটটাই চাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছিলো। বিশেষ করে গত টেস্টে বুমরাহকে রিভার্স স্কুপ করতে গিয়ে উইকেট হারিয়ে আসার পর থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন রুট। ভারতীয় প্রাক্তনী রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে কটাক্ষ করে বলেছিলেন, “এই সিরিজে রুট যত রান করেছে, তার থেকে বেশী ওভার বোলিং করেছে।” যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন ইংল্যান্ডের মহাতারকা। ধুমধাড়াক্কা ক্রিকেট খেলার দুঃসাহস আজ দেখান নি তিনি। বদলে ধীরস্থির ব্যাটিং করে চালু রেখেছেন স্কোরবোর্ড। পুরষ্কারও পেয়েছেন হাতেনাতে। দিনের শেষে মাঠ ছেড়েছেন ৩২তম টেস্ট শতরান করে।

লাঞ্চের সময় ১১২ রানে ৫ উইকেট ছিলো ইংল্যান্ডের স্কোর। এরপর উইকেটরক্ষক বেন ফোকসকে সাথে নিয়ে ১১৩ রান যোগ করেন রুট। চাপের মুখে অনবদ্য ৪৭ রানের ইনিংস খেলেন ফোকস। সিরাজকে ফ্লিক করতে গিয়ে জাদেজার হাতে ধরা পড়ে অর্ধশতক হাতছাড়া হলো তাঁর। বাম হাতি স্পিনার টম হার্টলি আজ ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি। ১৩ রানের মাথায় সিরাজের এক অসামান্য ডেলিভারিতে বোল্ড হন তিনি। এরপর রুটের সঙ্গী হয়ে বাইশ গজে ইংল্যান্ডকে ভরসা যোগাতে দেখা গেলো অলি রবিনসন’কে। চলতি সিরিজে প্রথম মাঠে নেমেছেন রবিনসন। বল হাতে কেমন পারফর্ম করেন, তা সময় বলবে। তবে ব্যাট হাতে তিনি দিনের শেষে অপরাজিত রইলেন ৬০ বলে ৩১ রান করে। অপরপ্রান্তে রুট অপরাজিত ১০৬ রানে।

Also Read: IND vs ENG: “উঠে পড়ো, জল খাও…” তন্দ্রাচ্ছন্ন বলবয়’কে ধমক রবি শাস্ত্রীর, হাসির রোল সমাজমাধ্যমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *